আমি আসানসোলের মেয়ে৷ কর্মসূত্রে কলকাতায় থাকি৷ আমার বয়স ২৫৷ এই শহরে আমি নতুন, কোনও আত্মীয় নেই৷ তাই একটি ঘর ভাড়া নিয়ে থাকি৷ এই একই ঘর আমি শেয়ার করি আরেকটি মেয়ের সঙ্গে, এতে আমার খরচ কিছুটা কমে৷ সেই মেয়েটিও জলপাইগুড়ি থেকে কলকাতায় এসেছে কাজের সুত্রেই৷
আমাদের দু’জনের অন্তরঙ্গতা স্বাভাবিক কারণেই বাড়তে থাকে৷ও আমার চেয়ে দু’বছরের বড়ো হলেও, আমার তুলনায় অনেক বেশি পরিণতমনস্ক৷আমার ওর প্রতি তাই অনেকটাই নির্ভরতা তৈরি হয়েছে৷ অল্প দিনেই ও আমার একরকম Local Guardian হয়ে উঠেছে৷
আমার একাকী জীবনে ওর এই care শুরুতে আমার খারাপ লাগত না৷ কিন্তু সমস্যা শুরু হল তখনই, যখন আমার জীবনে একটি ছেলের প্রবেশ ঘটল৷ আমারই অফিসে এক সহকর্মীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে৷ আর-পাঁচটা জিনিসের মতো এই ঘটনাটাও আমার রুমমেট-কে শেয়ার করি৷একদিন বয়ফ্রেন্ড-এর সঙ্গে ওর আলাপও করিয়ে দিয়েছি৷ আর তাতেই বিপত্তি৷
বান্ধবী কিছুতেই মেনে নিতে পারছে না বয়ফ্রেন্ড-এর সঙ্গে আমার সম্পর্ক৷ ওর আচরণও আমার খুব অস্বাভাবিক লাগছে৷ বান্ধবী বলছে ও আমায় ভালোবাসে, তাই আমার ভালোমন্দ সবটাই ও বোঝে৷ এই ছেলেটির সঙ্গে নাকি আমি সুখী হতে পারব না, তাই অবিলম্বে আমার এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা উচিত৷ আমি এই পদক্ষেপ না করলে ও আত্মহননের হমকিও দিয়েছে৷আমার বান্ধবিকে আমি ভালোবাসি, সম্মান করি কিন্তু কখনওই এমন সম্পর্ক আমার কাঙ্খিত নয়৷আমি আমার প্রেমিককেও এই ঘটনার কথা বলতে পারছি না, পাছে ও কিছু মনে করে৷ কী করব? পথ দেখান৷
আপনার বান্ধবী স্বাভাবিক মানসিকতার নন৷ উনি হয়তো আপনার সঙ্গে সম্পর্কটা একটা সমকামিতার সম্পর্ক ধরে নিয়েছেন মনে মনে৷ আপনার উপর ওঁর এই অতিরিক্ত Possessiveness-ই এর মূলে৷ খোঁজ নিলে হয়তো জানতে পারবেন, ওঁর হয়তো এমন কোনও সম্পর্ক আগেও ছিল৷ এখন বাস্তবিকই মেয়েটি একা৷ এই পর্যায়ে আপনার আগমনে বান্ধবী আপনাকেই আঁকড়ে ধরেছেন৷