স্বাভাবিক ভাবেই নারী পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়। তবুও কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা পুরুষদের মধ্যে বিশেষ কিছু গুণের সন্ধান করে যেটার পরিপ্রেক্ষিতে মেয়েরা নিজেদের সুরক্ষিত বলে মনে করতে পারে।

১) লম্বা পুরুষ মেয়েদের বেশি পছন্দ। স্বাভাবিক পুরুষদের যা হাইট হয়, তার থেকে কিছুটা বেশি লম্বা হলে মেয়ে্দের দৃষ্টি সহজেই আকর্ষিত হয়।

২) পুরুষদের বডি ল্যাঙ্গুয়েজের উপর বরাবর মেয়েদের দৃষ্টি থাকে। তার চলাফেরা কেমন, গলার স্বর কেমন, কথাবার্তার ধরন কেমন, কাঁধ সোজা করে কনফিডেন্টলি হাঁটাচলা করেন কিনা সে বিষয় মেযেরা বিশেষ খেয়াল রাখে। মেয়েলি পুরুষ, কোনও মেয়ে সে ভাবে পছন্দ করে না।

৩) পরিষ্কার পরিচ্ছন্নতা মেয়েদের আকর্ষণ বেশি করে। ছেলেদের শরীর থেকে কোনও রকম দুর্গন্ধ বেরোলে মেযেরা বরদাস্ত করতে পারে না। চুল, দাড়ি মেইনটেন করাটা খুব প্রযোজন। হাত ও পায়ের নখ পরিষ্কার রাখা এবং সময়ে সময়ে নখ কাটার ব্যাপারেও খেয়াল রাখা বাঞ্ছনীয়। এছাড়াও পরিষ্কার, ইস্তিরি করা পোশাকে পুরুষদের দেখতে চায় মেযেরা।

৪) দাযিত্ববান এবং ম্যাচিওরিটি আছে এমন পুরুষকেই পছন্দ মেয়েদের। বেশি কথা বললে বা না ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা মেয়েদের খুবই অপছন্দের। ছোটো ছোটো কথায় য়ে-সব পুরুষ ধৈর্য হারিয়ে ফেলে, মেযেরা তাদের থেকে দূরত্ব রাখতেই পছন্দ করে।

৫) য়ে-পুরুষ মেয়েদের পিছনে পিছনে ঘোরে নিজের সম্মানের পরোয়া না করে, তেমন পুরুষ মেয়েদের কাছে বিশেষ অপছন্দের। রিজার্ভ কিন্তু কম অ্যাটিটিউড-যুক্ত ছেলেদেরকেই বেশি পছন্দ করে মেযেরা।

৬) ছেলেদের মধ্যে সেন্স অফ হিউমার থাকাটা মেয়েদের চোখে অন্য মাত্রা এনে দেয়। বোরিং পার্সোনালিটি একেবারেই পছন্দ নয় মেয়েদের। সিরিয়াস আবহাওয়াকে মুহূর্তে হালকা করে দিতে পারে, এমন গুণের প্রতি মেযেরা বেশি আকর্ষণ বোধ করে।

৭) যাদের পার্সোনালিটি কম, নিজের ব্যাপারে সব কিছু বাড়িয়ে বলতে ভালোবাসে মেয়েদের ইমপ্রেস করার জন্য, তাদের থেকে মেযো শত হাত দূরে থাকতে পছন্দ করে। পুরুষের মধ্যে তার নিজস্ব গুণটাকেই মেযেরা দেখতে চায়, কোনও রকম নকল ব্যবহার মেযেরা অত্যন্ত অপছন্দ করে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...