বিয়ে মানে শুধু মনের মিল হওয়া নয়, একটি দায়িত্ববোধও এর সঙ্গে জুড়ে থাকে। উভয়ে উভয়ের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠা একান্ত জরুরি। এই সম্পর্কের সূত্রপাতে তাই পরস্পরের সমব্যথি হয়ে উঠুন। বিয়ের আগের জীবনের সঙ্গে বিবাহোত্তর জীবনের অমিলটাকে অ্যাকসেপ্ট করতে হবে। বিয়ের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে, পরস্পর যখন গাঁটছড়া বাঁধবেন, দুটি একক মানুষ থেকে ‘স্বামী-স্ত্রী' হয়ে উঠবেন— জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনও তখনই আনতে হবে। ব্যক্তিগত সুখ নয়, স্বার্থপরতা নয়, সঙ্গীটির ভালোমন্দের ব্যাপারে আপনাকে সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে সেই মুহুর্ত থেকেই। এই মানুষটির সঙ্গে জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দেবেন, এই ভাবনা থেকেই তাকে গ্রহণ করুন। দোষে-গুণে মানুষ। তাই 'সুখ-দুঃখ যাহাই আসুক সত্যেরে লও সহজে'— এই মন্ত্রে নিজেদের জারিত করুন বিয়ের এই প্রাক্‌লগ্ন থেকেই।

পারিবারিক অন্তরঙ্গতা : আমাদের ভারতীয় সমাজে এখনও বিয়েটা কেবল দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বিয়ে বস্তুত পরস্পরের পরিবারের সঙ্গে বন্ধনও বটে। তাই দুটি পরিবারের মানুষজনকে এবং আত্মীয়দেরও আপন ভাবতে শুরু করুন। তাদের পারিবারিক সংস্কার, শিক্ষাদীক্ষা বিষয়েও ধারণা তৈরি করে নিন। বিয়ের পরও দুই পরিবারের আত্মীয়বান্ধবদের নিয়ে পারিবারিক অনুষ্ঠানে মিলিত হোন।

বয়সের বিষয়ে নিশ্চিত হোন : সাধারণত বর ও কনের মধ্যে পাঁচ বছরের তফাত থাকলে, পরস্পরকে বোঝা এবং মানিয়ে নেওয়া অর্থাৎ কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর ভালো হয়। যদিও ব্যতিক্রম সবক্ষেত্রেই রয়েছে, তবু খুব বেশি বয়সের তফাতে মানসিক গঠনে তফাত হওয়া অস্বাভাবিক নয়। দুজনের ম্যাচিওরিটি লেভেল সামঞ্জস্যপূর্ণ হলে, সংসারে নানা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। এক সময় বর ও বধূর বয়সে বিস্তর গ্যাপ রাখার সামাজিক রীতি ছিল। এর ফলে স্বামী, স্ত্রীর অনেক আগেই শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলত। সময়ের সঙ্গে সঙ্গে এই বয়সজনিত অসামঞ্জস্যতা অনেকটা মুছে গেছে। দুজনেই ইয়াং অ্যান্ড ডায়নামিক হলে, চট করে মিলমিশ হয়ে যায়। রাগ-অনুরাগের পর্বেও দুজনেই দ্রুত পরস্পরের সঙ্গে সঙ্গত করতে পারে। আরও একটি বিষয়ে খেয়াল রাখবেন আকারে প্রকারে পুরুষটি যেন আপনার থেকে ক্ষীণ না হয়। কাঠামোগত সঙ্গতিটাও একটি জরুরি বিষয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...