একটি বিজ্ঞাপনের বিষয়বস্তু হঠাৎ-ই মনে পড়ে গেল। শাশুড়ি বউমা-কে নিজের চশমা খুঁজে না পেয়ে, কোথায় আছে জিজ্ঞেস করাতে বউমার তির্যক উত্তর, ‘জায়গায় কোনওদিন ঠিক করে রাখো না, তারপর সারাদিন বকবক করে মাথা খাও।’

পরক্ষণেই বউমা যখন নিজের ছেলেকে জিজ্ঞেস করছে যে, সে নিজের টিফিনবক্স স্কুলব্যাগে ভরে নিয়েছে কিনা, ছেলে মা-কে উত্তর দিচ্ছে, ‘কেন বকবক করছ, আমি ঢুকিয়ে নিয়েছি তো।’

ছেলের উত্তর শুনে মা রেগে যায় এবং ছেলেকে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলে, ‘স্কুলে আজকাল এইভাবে বড়োদের সঙ্গে ব্যবহার করা শিখে আসছিস।’  ছেলে নিজের স্কুলব্যাগ কাঁধে নিতে নিতে মা-কে উত্তর দেয়, ‘এটা আমি স্কুল থেকে নয় বরং তোমার থেকেই এক্ষুনি শিখেছি। এরপর মায়ের আর কিছু বলার থাকে না।

বিজ্ঞাপনটির বিষয়টি আবারও আমাদের মনে করিয়ে দেয় বাচ্চারা যা দেখে তাই তারা শেখে। বাচ্চার মধ্যে কোনও পাপবোধ কাজ করে না। নিষ্পাপ ও সরল হয় তাদের মন। বড়োদের অনুসরণ এবং অনুকরণ করার প্রবৃত্তি থাকে ওদের। বাড়িতে বড়োদের প্রতি মা-বাবার ব্যবহার বাচ্চা ঠিকই লক্ষ্য করে এবং বড়ো হয়ে সেই একই আচরণ করে নিজের মা-বাবার প্রতি। এমনকী নিজের বয়স্ক আত্মীয়স্বজন অথবা পাড়া-প্রতিবেশীর ক্ষেত্রেও দেখা যায় তার আচরণ বিন্দুমাত্র বদলাচ্ছে না।

এমনও হয় অনেক সময়, নিজের মা-বাবার সঙ্গে স্ত্রীয়ের খারাপ ব্যবহার চোখে দেখেও অনেক স্বামী চুপ করে থাকেন। কিন্তু তাদেরই সন্তানের স্ত্রী যদি পরবর্তীকালে নিজের স্বামীকে, নিজের মা-বাবা বা আত্মীয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখে তাহলে সে কখনওই সেটা সহ্য করবে না এবং ঘটনাক্রম বিবাহবিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যাওয়াও অসম্ভব নয়। সুতরাং সন্তানের সামনে নিজেরাই আদর্শ উদাহরণ হয়ে উঠুন যাতে ভবিষ্যতে নিজের সন্তানের ব্যবহার সংসারে ঝগড়া-ঝামেলা অশান্তির প্রধান কারণ না হয়ে ওঠে।

সম্পর্কে ভেদাভেদ রাখবেন না - অনেক পরিবারেই দেখা যায় সংসারের কর্ত্রী কেনাকাটা করার সময় নিজের বাপেরবাড়ির জন্য দামি জিনিস কিনছে অথচ শ্বশুরবাড়িতে কাউকে কিছু দিতে হলে সস্তা, ফুটপাথের জিনিস দিয়েই কর্তব্য পালন করছে। এতে সেই বাড়ির সন্তানরাও ওই একই জিনিস শিখছে। জেঠু, কাকু, পিসিদের যেমন তেমন দিলেই হল কিন্তু মামা, মাসিদের দিতে হলে দেখেশুনে দামি জিনিসটাই দেওয়া দরকার।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...