অভিভাবকত্ব শুধু একটি দায়িত্ব নয়, এ এক অঙ্গীকার—যা আপনি প্রতিদিন নতুন করে পালন করেন। বাবা-মা হিসেবে আমরা আমাদের সন্তানদের জীবন সব থেকে সুন্দর করে তুলতে চাই। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজনের ক্রমবর্ধমান খরচ অনেক সময় আমাদের নিত্যদিনের দায়িত্বভার আরও বাড়িয়ে তোলে। তাই, অনেক সময় এমন দুশ্চিন্তা হয় যে, ‘আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়! আমার অবর্তমানে আমার সন্তানরা কি পারবে তাদের স্বপ্নকে পূরণ করতে?’
আসলে, ভবিষ্যৎ কেউই নিশ্চিত ভাবে বলতে পারে না, কিন্তু জীবনবিমা এমন এক নিরাপত্তা দেয়, যারফলে আমরা মানসিক শান্তি নিয়ে বাঁচতে পারি। এ শুধু বর্তমানকে সুরক্ষিত করার বিষয় নয়— বরং এ হল আগামীকেও গড়ে তোলার এক সঠিক পরিকল্পনা। এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন বীমা বিশেষজ্ঞ অখিল আলমেইদা।
মনে রাখবেন, আপনার অভিভাবকত্বের ভূমিকা পালনে একজন বিশ্বস্ত সঙ্গী হতে পারে জীবনবিমা। আর আধুনিক জীবনবিমা পরিকল্পনাগুলো এখন আর শুধু অকাল মৃত্যুর ক্ষেত্রে একটি অর্থপ্রদানেই সীমাবদ্ধ নয়। আজকের বিমা পলিসিগুলি এমনভাবে তৈরি করা হয়, যাতে আপনি আপনার আর্থিক পরিকল্পনা করতে পারেন, সম্পদ গড়তে পারেন এবং একই সঙ্গে আপনার পরিবারের স্বপ্নগুলোকেও সুরক্ষিত করতে পারেন— বলা ভালো, সব কিছুই একসঙ্গে করতে পারবেন।
প্রয়োজন ভিত্তিক পরিকল্পনা
প্রত্যেকটি পরিবারই আলাদা। তেমনই তাদের আর্থিক লক্ষ্যও ভিন্ন। সৌভাগ্যবশত, প্রতিটি প্রয়োজনের জন্যই একটি জীবনবিমার সমাধান রয়েছে। যেমন--
- টার্ম ইন্স্যুরেন্স: জীবনবিমার সবচেয়ে মৌলিক এবং অত্যাবশ্যক একটি রূপ। এটি স্বল্প প্রিমিয়ামে উচ্চ কভারেজ প্রদান করে—তরুণ বাবা-মায়েদের জন্য আদর্শ, যারা তাদের ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনার যাত্রা শুরু করছেন। আপনার যদি কিছু হয়ে যায়, তবে এটি আপনার পরিবারের তাৎক্ষণিক আর্থিক চাহিদা পূরণ সুনিশ্চিত করবে।
- ইউলিপ (ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান): এগুলি বিমা ও বিনিয়োগের যুগ্ম সুবিধা দিয়ে থাকে। আপনার প্রিমিয়ামের একটি অংশ বাজার-সংযুক্ত ফান্ডে বিনিয়োগ করা হয়, যা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য সম্পদভাণ্ডার তৈরি করতে পারে— তা উচ্চশিক্ষাই হোক কিংবা কোনও স্বপ্নের প্রকল্প।
- গ্যারান্টিড ইনকাম প্ল্যানস: এই পরিকল্পনাগুলি লাইফ কভারের পাশাপাশি নিয়মিত অর্থপ্রদানের বিষয়টিও সুনিশ্চিত করে। স্কুলের ফি, কোচিং ক্লাস বা সহ-পাঠ্যক্রমিক কার্যকলাপের মতো পর্যায়ক্রমিক খরচ সামলানোর ক্ষেত্রে এগুলো আদর্শ—একই সঙ্গে একটি আর্থিক সুরক্ষা বলয়ও তৈরি হয়। কিছু পলিসি আছে, যা ব্যবহার করে আপনি আপনার সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ মাইলস্টোন যেমন শিক্ষা, বিয়ে বা বিদেশে উচ্চশিক্ষার জন্যও প্রস্তুতি নিতে পারেন। আপনি যদি না-ও থাকেন, তবুও এই পরিকল্পনাগুলি নিশ্চিত করে যে, আপনার সন্তানের স্বপ্ন থেমে থাকবে না।