যান্ত্রিক জীবন-যাত্রার শিকার হচ্ছে এ যুগের বৈবাহিক সম্পর্ক marital relation। ‘চট মঙ্গনি পট বিবাহের’ পুরোনো প্রবাদ বদলে গেছে, ‘চট ঝগড়া, পট বিচ্ছেদ’-এর অসুখে। ধুঁকছে আধুনিক সমাজ। আমেরিকা, ইউরোপীয় জীবনে ডিভোর্স ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। পপস্টার জেনিফার লোপেজ তিনবার বিবাহবিচ্ছেদ করেছেন। অ্যাক্টর মডেল ওজানি নোয়া-র সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক এক বছরও স্থায়ী হয়নি। জনপ্রিয় ড্যান্সার ক্রিস জুড, গায়ক মার্ক এলেনির সঙ্গেও লোপেজের গাঁটছড়া বেশিদিন টেকেনি।

লোপেজ উদাহরণমাত্র। খুঁজতে বসলে গাঁ-উজাড় হয়ে যাওয়ার জোগাড়। ভারতেও রোগটা দ্রুতগতিতে বাড়ছে। কিছুদিন আগে খবরের শিরোনামে এসেছিল ভোজপুরের সুনীতার বিবাহবিচ্ছেদের ঘটনা। বিয়ের দু-দিনের মাথাতেই স্বামী না-পসন্দ হওয়ায় সোজা ডিভোর্স চেয়ে আদালতে। ফেসবুকে সপ্তাহখানেকের প্রেম এবং তারপর বিয়ে। যত দ্রুত বিয়ের মণ্ডপে বসেছিলেন উল্লিখিত দম্পতি, ঠিক ততটাই দ্রুত ভেঙে যায় তাদের সম্পর্ক। মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে ঝগড়ার জেরে ঘোর কেটে রূক্ষ বাস্তবের সামনে দাঁড় করিয়ে দেয় দুজনকে।

অস্থিরতা, অসহিষ্ণুতা এর জন্য দায়ী। বাড়ি, অফিস, কাজ, ব্যস্ততার চাপে সম্পর্কের বন্ধন আলগা হচ্ছে। সম্পর্ক হল গাছের মতো। নিয়মিত জল দিতে হয়, নাহলে ক্রমে তা শুকিয়ে যায়। কিন্তু সবকিছু ভুলে পারিপার্শ্বিক চাপে আমরা যান্ত্রিক হয়ে পড়ছি। উচ্চাকাক্ষার ইঁদুর দৌড়ে সামিল হতে গিয়ে নিজের অজান্তেই কখন অতিপ্রিয় সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলছি। ভুলে যাচ্ছি অগ্নিকে সাক্ষী রেখে স্ত্রীর সঙ্গে সারাজীবন কাটানোর অঙ্গীকার। ব্রেক-আপ এখন আর বড়োসড়ো প্রভাব ফেলা কোনও ঘটনা নয়। রিয়ালিটি শো বিগ বস-এর গত সিজনে গওহর খান-কুশল ট্যান্ডনের যুগলবন্দি দর্শকদের নজর কেড়েছিল। যদিও সেই সম্পর্কের পরিণতিও সুখকর হয়নি।

নেট যুগে সবই নাগালের মধ্যে। ফাস্ট ফুড, ফাস্ট ট্র্যাক ঘড়ি, স্পিডি বাইক, ২ মিনিট নুডল্স, হাইস্পিড ইন্টারনেটস, অনলাইন শপিং, অনলাইন পিৎজা অর্ডার, অনলাইন মুভি টিকিট বুকিং, রেস্তোরাঁর টেবিল বুক করা– এক ক্লিকেই সব কিছু মিলে যাবে। রূপচর্চাতেও ইন্সট্যান্ট গ্লো– গতিই এ যুগের রস ও রসদ। যুবসমাজ এতটাই ফাস্ট হয়ে গেছে যে একদিকে যেমন কোনও কিছু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, তেমনই আবার তাকে বাতিলের খাতায় ফেলে দিতেও কসুর করছে না তারা। যুব সমাজের বদলে যাওয়া ব্যবহার, দৃষ্টিভঙ্গির পিছনে কী কারণ রয়েছে, এর প্রভাবই বা তাদের জীবনে কতটা, সেদিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...