মা বাবার সঙ্গে বাচ্চার Relationship কেমন হওয়া উচিত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মা বাবা নিজেদের মধ্যে কীধরনের আচরণ করছেন সেটা শিশুর বেড়ে ওঠার ওপর খুব গভীর প্রভাব ফেলে। এতে শিশুর মানসিক স্বাস্থ্য কেমন হবে, পড়াশোনায় সে কেমন করবে, এমনকি ভবিষ্যতে এই শিশু যেসব সম্পর্কে জড়াবে সেগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি। কখনও সখনও বড়োদের মধ্যে কলহ এতটাই দুর্বিষহ হয়ে ওঠে যে, স্বামী-স্ত্রী বিবাহবিচ্ছেদের পথে পা বাড়ায়। একে অপরকে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলে। শুধু ডিভোর্সই নয়, অনেক সময় স্বামী-স্ত্রী কেউ একজন বিবাহবহির্ভূত সম্পর্কে যদি জড়িয়ে পড়েন, তাহলে বাড়িতে থাকা বাচ্চার উপরও নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কিন্তু সমস্যা হল এই পরিস্থিতি হলে বাচ্চাটি কোথায় যাবে? সে কী করবে আর না করবে বুঝে উঠতে পারে না।
কী কী কারণে বড়োদের আচরণ শিশুমনে প্রভাব ফেলে সেটা আমাদের জানতে হবে। আগেই বড়োদের নিজেদের মধ্যে ডিভোর্সের হুমকি এবং ব্যবহারে পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে, বাকি কারণগুলোও এখানে আলোচনা করা হল।
আর্থিক সমস্যার প্রভাব বাচ্চার উপর
কলকাতার বাসিন্দা অলোকের চাকরি চলে যাওয়ার পর থেকে প্রায়শই বাড়িতে টাকা-পয়সা নিয়ে স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া চলতেই থাকত। ভালো আবাসনে ফ্ল্যাট ছিল, ছেলেমেয়েরাও ভালো কলেজে পড়ত। চাকরি যেতেই নিজের বাড়ি, ভাড়ায় দিয়ে, অল্প টাকায় বাড়ি ভাড়া করে পরিবার নিয়ে এসে উঠেছে টাকা সাশ্রয়ের জন্য। কম ফি যেখানে সেই স্কুলে বাচ্চাদের ভর্তি করে দিয়েছে। কিন্তু ইচ্ছের বিরুদ্ধে কোথাও থাকতে হলে সংসারে লড়াই ঝগড়া তো হবেই।
বাড়িতে সারাদিন বসে থেকে অলোক স্ত্রীয়ের গতিবিধির উপর নজর রাখা আরম্ভ করল। স্ত্রী কী করছে, ওটা কেন করছে না ইত্যাদি বলতে আরম্ভ করল স্ত্রীকে। স্ত্রীয়েরও ধৈর্যচ্যুতি ঘটল। একে তো অর্থের সমস্যা তার উপর স্বামীর এই নজরদারি। ঝগড়া এতটাই বেড়ে গেল রাগের মাথায় দু'জনেই সন্তানদের গায়ে হাত তুলতে আরম্ভ করল।