চলন্ত ট্রেনে ঠিক আমার সামনে একটি পরিবারের চারজন জার্নি করছিল। বাবা, মা এবং তাদের দুটি সন্তান। মেয়েটির বয়স ৮-১০ বছরের মধ্যে হবে এবং ছেলেটি ৬-৭ বছরের। তাদের জামাকাপড় দেখে মনে হচ্ছিল সম্ভ্রান্ত এবং শিক্ষিত পরিবার। বেশ কিছুটা সময় অতিক্রম করে যাওয়ার পর বাচ্চা দুটির মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। ট্রেনের ওই কম্পার্টমেন্টে বাচ্চা দুটি ছাড়া সকলেই প্রায় গুরুজন ব্যক্তি বসেছিলেন। স্বাভাবিক ভাবেই অনেকেরই চোখ পড়ল দুটি বাচ্চার ঝগড়ায়।

ঝগড়া গিয়ে দাঁড়াল মারামারিতে। বোন, ভাইয়ের গালে জোরে থাপ্পড় মারলে ভাইও বোনের চুলের মুঠি ধরে টান দিল। ওদের মা বা বাবা কেউই শাসন করার চেষ্টা করলেন না। শুধু মা নরম সুরে ছেলেকে বকলেন, ‘সোনা এরকম করে না, তুমি তো গুড বয়।’

ছেলে মায়ের মুখের উপরেই উত্তর দিল, ‘নো মম, আই অ্যাম আ ব্যাড বয়।’

‘ছিঃ, এরকম বলে না, তুমি কনভেন্ট স্কুলে পড়ো। ইউ আর সাচ আ গুড বয় আই নো’, শাসনের বদলে মায়ের গলায়  প্রশংসারই সুর বাজল।

বাচ্চা মেয়েটি খেয়াল করলাম মায়ের মোবাইলটা নিয়ে নাড়াচাড়া করছে। ‘মা-মা প্লিজ এবার আমার নিজের মোবাইল চাই নয়তো এটাও আমি ভেঙে দেব, তাহলে তুমিও ইউজ করতে পারবে না।’

মা-কে দেখলাম হাসিমুখে মেয়েকে বলছেন, ‘ছিঃ এরকম কথা বলতে নেই। তুমি এখন বড়ো হয়েছ।’

‘টিচারের মতো জ্ঞান দিও না প্লিজ, মেয়ের উত্তর।

এতক্ষণে বাচ্চাদুটির বাবা মুখ খুললেন, ‘এভাবে মায়ের সঙ্গে কথা বলে কেউ?’ মেয়েটি চুপ করলে, ভদ্রলোক নিজের স্ত্রী-কে বললেন, ‘এই সব তোমারই শিক্ষার ফল।’

‘কেন, শুধু শুধু মিথ্যা বলছ? তুমিই তো বাচ্চাদের আদর দিয়ে মাথায় তুলেছ।’

পরিবারটির চারজনের কথোপকথনে এবং আচরণে ততক্ষণে ট্রেনের ওই কামরায় সকলের কাছেই পরিষ্কার হয়ে গেছে, বাচ্চাদের ওইরকম অভদ্র ব্যবহারের আসল কারণটা কী। বাড়িতে অতিরিক্ত তোষামোদ পাওয়া এবং সঙ্গে শাসনের অভাব।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...