কথায় বলে, ‘শুধু ভালোবাসায় চিঁড়ে ভেজে না’। তাই, পিতৃত্বের অহংকারকে সার্থক করতে হলে, সন্তান প্রতিপালনে মায়ের মতো বাবাকেও নিতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিশু মাতৃগর্ভে থাকাকালীন এবং পৃথিবীর আলো দেখার পর, কীভাবে তার যত্ন নিতে হবে, তা এক শিক্ষণীয় বিষয়। আর এই জ্ঞান বা শিক্ষা যদি সঠিকভাবে শিশুর পিতার না থাকে, তাহলে কী করুণ পরস্থিতি হতে পারে, তা ‘শাদি কা সাইড এফেক্ট’ ছবিতে সার্থক ভাবে তুলে ধরা হয়েছে।

এখন পরিবার ছোটো হয়েছে কিন্তু স্বপ্ন বা ইচ্ছে বদলায়নি। সব দম্পতিই চান তাদের দাম্পত্যের অস্তিত্ব বা উত্তরাধিকারী। কিন্তু সন্তানের যত্ন নেওয়া এবং বড়ো করে তোলার গুরুদায়িত্বের কথা ভেবে অনেক মহিলাই দুর্ভাবনায় থাকেন। তাকে একা সমস্ত দায়িত্ব পালন করতে হবে, এই ভয়ে আজকাল মা হতে দেরি করেন অনেকে। আসলে, শুনতে অপ্রিয় হলেও সত্যিটা এই যে, বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের যত্ন-আত্তির দায়িত্ব নিতে হয় মা-কেই, বাবা শুধু অর্থের জোগান দিয়ে কর্তব্য পালন করেন। তাই, বিয়ের বছর পাঁচের পর যদিওবা সন্তানলাভ হল, একা সমস্ত দায়িত্ব পালনের ঝামেলার কারণে, ‘এর থেকে আগের জীবনই ভালো ছিল’ এমন আক্ষেপও করতে দেখা গেছে অনেক মহিলাকে। আসলে আধুনিক জীবনশৈলীতে গ্রাম কিংবা শহর সর্বত্রই স্বামী এবং স্ত্রী দুজনেই কর্মজীবন নিয়ে ব্যস্ত। কাজেই, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর মতো সমানভাবে সাহায্যের হাত বাড়িয়ে না দেন, তাহলে সংসারে অশান্তি বাধবেই এবং বাচ্চাও অবহেলিত হবে। অতএব, পিতৃত্বের অহংবোধ তখনই সার্থক হবে, যদি সন্তানের লালনপালনের অর্ধেক দায়িত্ব মাথায় তুলে নিতে পারেন। অবশ্য এরজন্য সঠিক পরিকল্পনা এবং তার বাস্তব রূপায়ণ করতে হবে।

বার্থ প্ল্যান

স্বামীকে প্রথমেই নিজের ‘মেল ইগো’ দূরে সরিয়ে রাখতে হবে। নতুন ‘অতিথি’কে আমন্ত্রণ জানানোর আগে, একা সিদ্ধান্ত না নিয়ে স্ত্রীকে শুভাকাঙক্ষী ভেবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। প্রথমেই গুরুত্ব দিতে হবে বয়সকে। খুব কম বয়সেও নয় এবং বেশি বয়সেও নয়, স্বামী-স্ত্রীর বয়স তিরিশের আশেপাশে হলেই বার্থ প্ল্যান বা ইস্যু প্ল্যান করা উচিত। দ্বিতীয়ত, স্বামী-স্ত্রীর মাসিক উপার্জনের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। কারণ, সন্তান হওয়ার আগে-পরে যে বিপুল অর্থের প্রয়োজন, সেই বিষয়ে যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তারজন্য মাসে অন্তত তিরিশ হাজার টাকা পারিবারিক আয় থাকা বাঞ্ছনীয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...