যে-সম্পর্কটি ভেঙে গেছে তাতে ফেরা কি উচিৎ হবে? অনেকেই মনে করেন, না সেটা একেবারেই ঠিক কাজ হবে না। কারণ এতে পুরোনো ভুলেরই পুনরাবৃত্তি হবে। তবে অনেকেই আছেন যারা এটা তারিয়ে তারিয়ে উপভোগ করেন যে, প্রেম ভেঙে যাওয়ার পরেও প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা তার প্রতি উৎসাহ বোধ করেন।সম্পর্কের রেখা সরল পথে চলে না। আমাদের মনেরও অজস্র চোরা কুঠুরি। তাই বোঝার চেষ্টা করে দেখুন আপনার প্রাক্তনের মনোভাবটা ঠিক কী রকম?
কী করে বুঝবেন প্রাক্তন এখনও আপনার প্রতি দুর্বল?
প্রেম ভেঙে যাওয়া মানেই ভালোবাসা ফুরিয়ে যাবে এমন নয়। জীবনের যে-কোনও পর্বে দু’জনের মধ্যে যে-কোনও একজনের টান আবার তৈরি হতে পারে। অবশ্য সবার ক্ষেত্রেই যে এমনটা ঘটবে তা নয়, কিন্তু কোনও কোনও জুটির ক্ষেত্রে, নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার পরও কোনও এক পক্ষের মনে হতে পারে আগের প্রেমিক বা প্রেমিকাই তাকে যথার্থ ভাবে বুঝত। তখন তার সঙ্গ পাওয়ার জন্য মনের কোনে একটা ইচ্ছে তৈরি হয়। কী করে বুঝবেন যে আপনার প্রাক্তনের আপনার প্রতি নতুন করে দুর্বলতা তৈরি হয়েছে?
কোনও বিশেষ কারণ ছাড়াই ফোন
সেই মানুষটি যদি একদিন হঠাৎই কারণ ছাড়া আপনাকে ফোন করে-- আউট অফ টাচ্ থাকার পরও তার তরফে এমন অপ্রত্যাশিত ব্যবহারে অবাক হবেন না। হঠাৎ টেক্সট বা হঠাৎ ফোন তার আপনার প্রতি দুর্বলতা থেকে যাওয়ারই লক্ষণ।
আপনার বর্তমান প্রেমের ব্যাপারে তার কৌতুহল
যদি আপনার প্রাক্তন, কথায় কথায় আপনার বর্তমান সম্পর্কের ব্যাপারে কৌতূহল দেখায়, একটা তুলনা টানে নিজেকে তার সাথে, তাহলে নিশ্চিত ভাবে বুঝবেন আপনার প্রতি তার আগ্রহ এখনও অবশিষ্ট আছে। হয়তো ভাঙা সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টাও হতে পারে এটা।
ভিডিয়ো কলিং করতে আগ্রহী
সে যদি বারবার আপনাকে ভিডিয়ো কলিং করার জন্য পীড়াপীড়ি করে, বুঝতে হবে যে আপনাকে দেখার জন্য সে তৃষিত। আপনাকে মিস না করলে এমন ঘটত না।