শিশুর মন হল একতাল মাটির মতো। তাকে কী আকার দেবেন সেটা নির্ভর করছে আপনার উপর। বাচ্চা বড়ো হয়ে ভালো ব্যক্তিত্বের অধিকারী হোক, জীবনে উন্নতি করুক, মা-বাবার নাম উজ্জ্বল করুক এই ইচ্ছা সব মা-বাবার মনেই থাকে। এটা তখনই সম্ভব যখন বাচ্চার বেড়ে ওঠায় মা-বাবা সম্পূর্ণ সচেতন থাকবেন।

বাচ্চাকে সম্মান দিন

  শিশুর সম্পূর্ণ খেয়াল রাখলেও বেশিরভাগ অভিভাবকই একটি বিষয়ে গুরুত্ব দেন না –সেটা হল বাচ্চাকে সম্মান দেওয়া।শিশুকে কখনও তার ছোটো ভাই বা বোনের সামনে বকবেন না ৷ আপনার সন্তান যদি আপনার কথামতো কাজ না করে অথবা কোনও দুষ্টুমি করে থাকে, পরীক্ষায় নম্বর কম পায় কিংবা বাচ্চার মুখে মিথ্যা শুনে আপনার প্রচণ্ড রাগ হয়-- যেটাই ঘটুক না কেন, বাচ্চাকে কখনও তার ছোটো ভাই বা বোনের সামনে অপমান করবেন না। বড়ো ভাই, বোনকে যদি ছোটোরা মা-বাবার কাছে বকাঝকা, মার খেতে দেখে, তাহলে একটা পর্যায়ে এসে তারা বড়োদের সম্মান করা ছেড়ে দেবে। তাদের নিয়ে ঠাট্টা, ইয়ার্কি করবে, ফলে বড়ো সন্তানটি ক্রমশ আত্মবিশ্বাস হারাতে থাকবে। তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। তাই শাসন করার হলে সন্তানকে সকলের সামনে নয়, একা ডেকে শাসন করুন।

অপরের সামনে মেজাজ হারাবেন না

 মনে করুন আপনার সন্তান আপনার কোনও দামি জিনিস হারিয়ে দিয়েছে অথবা বড়োসড়ো কোনও একটা অন্যায় করে ফেলেছে যেটা সম্পর্কে আপনি বাইরের কারও কাছ থেকে জানতে পারলেন। খবরটা জানতে পেরেই সঙ্গে সঙ্গে বাচ্চার উপর চ্যাঁচামেচি করা কখনওই উচিত নয়। বাইরের লোকজনের সামনেও বাচ্চাকে কখনও বকাঝকা করা উচিত নয়। বাচ্চাকে একলা ডেকে ওর সঙ্গে কথা বলুন। মেজাজ ঠান্ডা রেখে ও কী অন্যায় করেছে সেটা ওকে বলুন এবং ও কী উত্তর দেয় ধৈর্য ধরে শুনুন। এমনও হতে পারে পরিস্থিতি আপনার সন্তানকে বিপথে যেতে বাধ্য করেছে। ওই বিষয়ে ওর কী বলার আছে সেটা ওকে বলার সুযোগ দিন। ওর কথা পুরোটা শোনার পরই সিদ্ধান্ত নিন আপনার বাচ্চার দোষ আছে কি নেই। ওর যদি দোষ থাকে, তাহলেও সন্তানকে মারধর না করে মৌখিক ভাবে বোঝাবার চেষ্টা করুন। ওর অন্যায় কী, সেটা ওকে বোঝান এবং ওকে দিয়ে প্রতিজ্ঞা করান যাতে ও এই কাজ আর কখনও না করে। ভালোবেসে কোনও কথা বোঝানো হলে সেটার প্রতিক্রিয়া অনেক গভীর হয়। মারধর, বকাঝকা করলে বাচ্চার মধ্যে ক্ষোভ এবং বিদ্রোহের সৃষ্টি হয় আর নয়তো বাচ্চা অবসাদের শিকার হয়ে পড়ে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...