বাচ্চার বায়নাক্বা বেশিরভাগ অভিভাবকদেরই মাথাব্যথা, অবসাদ, চিন্তা এবং ফ্রাস্ট্রেশন-এর কারণ হয়ে দাঁড়ায়। বাচ্চাকে কন্ট্রোলে রাখা এইক্ষেত্রে খুব সহজ কাজ নয়।

বায়না করতে করতে বাচ্চারা রেগে ওঠে। কোনওভাবে, বড়োদের দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে নিতে বদ্ধপরিকর হয়ে ওঠে। তারজন্য রাগ দ্যাখানো থেকে শুরু করে ফ্রাস্ট্রেশন, কেঁদে ভাসানো, চ্যাঁচানো, জিনিসপত্র ভাঙা, মাটিতে শুয়ে পড়া, পালিয়ে যাওয়া, নিঃশ্বাস আটকে রাখা, বমি করে দেওয়া এমনকী অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করতেও তারা দ্বিধা করে না।

সাধারণত এক-দেড় বছর থেকে শুরু করে তিন-চার বছর বয়সি বাচ্চাদের মধ্যে ট্যানট্রাম-এর সমস্যা বেশি দেখা যায়। কারণ এই বয়সে বাচ্চার সোশ্যাল এবং ইমোশনাল স্কিল্স ডেভেলপ হওয়া শুরু হয়। ইমোশনকে প্রকাশ করার মতো শব্দ তাদের জানা থাকে না। তারা স্বাধীন হতে চায় অথচ অভিভাবকদের থেকে দূরে যেতেও ভয় পায়। এই পরিস্থিতিতে বাচ্চা এমন রাস্তা খুঁজে বার করতে চায় যার মাধ্যমে নিজের আশেপাশের জগৎ-কে সে বদলাবার চেষ্টা করতে পারে আর নিজের দাবিও মানাতে পারে।

বাচ্চার ট্যানট্রাম দেখানোর প্রধান কারণ

টেম্পারামেন্ট - যে-বাচ্চা খুব তাড়াতাড়ি আপসেট হয়ে পড়ে তারাই বেশি বায়না করে অশান্তি বাড়ায়।

স্ট্রেস - একাকিত্ব, ক্ষিদে, ক্লান্তি এই ধরনের কিছু পরিস্থিতি বাচ্চা একেবারেই পছন্দ করে না। এটা তাদের কাছে প্রিয় খেলনা কেড়ে নেওয়ার মতো।

স্ট্রংগ ইমোশন – ভয়, চিন্তা, রাগ, সন্দেহ ইত্যাদি ইমোশনস বাচ্চার বিকাশ প্রক্রিয়ার একটি স্বাভাবিক অঙ্গ সুতরাং এগুলো বাচ্চার মধ্যে থাকবেই কিন্তু চেষ্টা করলে এই ইমোশনগুলি অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। মনে রাখতে হবে একজন বাচ্চার সঙ্গে অপর বাচ্চার কোনও মিল নেই। বাচ্চার ট্যানট্রাম আয়ত্তে আনার জন্য একটা বাচ্চার উপর যে-ট্রিক্স কার্যকরী হচ্ছে, সেটা অপর একটা বাচ্চার উপর কার্যকরী নাও হতে পারে।

তবে কমন কিছু উপায় অবলম্বন করে এই সমস্যাগুলো কিছুটা এড়ানো সম্ভব

বাচ্চাকে ব্যস্ত রাখুন - বাচ্চা যদি বোর ফিল করে তাহলে হতে পারে তার ভিতরের ছটফটানি কোনও না কোনও ভাবে বাইরে বেরিয়ে আসতে চাইবে সুতরাং কারণ ছাড়াই বাচ্চা চ্যাঁচামেচি, কান্নাকাটি শুরু করে দিতে পারে। এর একমাত্র সমাধান বাচ্চাকে ব্যস্ত রাখা। ছোটো ছোটো মজাদার অ্যাক্টিভিটির মধ্যে তাকে ব্যস্ত রাখুন বা অন্য বাচ্চাদের সঙ্গে তাকে খেলার সুযোগ করে দিন। এতে বাচ্চার মন ভালো থাকবে ফলে রাগের মতো ক্ষতিকারক ইমোশন বশে থাকবে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...