সুখী বিবাহিত জীবনে সেক্স অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ভারতে শুধুমাত্র পুরুষের যৌন চাহিদাই নয়, প্রাধান্য পাচ্ছে নারীর দৈহিক চাহিদাও। যৌন আকর্ষণে পুরুষকে বিমোহিত করার ঘটনা এখন আর নতুন নয়। স্বামী-স্ত্রী’র মধ্যে যৌন সম্পর্ক, পরিবার পরিকল্পনা ইত্যাদি নিয়ে মত বিনিময়ে এখন শুধু স্বামীর নয়, স্ত্রীরও গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে।

এ যুগের মেয়েরা মুক্ত কণ্ঠে নিজেদের মতামত জানাতেও দ্বিধা বোধ করছেন না। যৌনসম্পর্কের মাধ্যমে স্বামী-স্ত্রী উভয়েই শারীরিক ও মানসিক সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করেন, যেটা তাদের জীবনের একঘেয়েমি কাটিয়ে স্বতঃস্ফূর্ত জীবনের আনন্দ এনে দিতে পারে। পরবর্তীকালে ভালোবাসার মানদণ্ড এটাই হয়ে দাঁড়ায় এবং সুখী ও হেলদি ফ্যামিলির চাবিকাঠি লুকিয়ে থাকে পরস্পরের যৌনসম্পর্কেরই উপর। এখন গর্ভবতী মহিলাদের যত্রতত্র এখানে-ওখানে ঘুরে বেড়ানো এবং কর্মক্ষেত্রে রোজ হাজিরা দেওয়াটা এতটাই পরিচিত একটা চিত্র হয়ে গেছে যে, নতুন করে ভুরু তুলে সেদিকে এখন কেউ আর দৃষ্টিপাত করে না।

অনেক সময় দেখা যায় স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকে। সেই পরিস্থিতিতে স্ত্রী-কেই বাড়ির পুরো দায়িত্ব পালন করতে হয়। বাড়ির বাইরের কাজ যেমন, বাচ্চাদের পড়াশোনা, স্কুলের নানা ঝামেলা, বিভিন্ন বিলের পেমেন্ট, দোকানবাজার এসব কিছুও স্বামীর অবর্তমানে স্ত্রীকেই ভরে নিতে হয়। এছাড়াও তার নিজস্ব সোশ্যাল লাইফ, বন্ধুবান্ধব, নানারকম পলিটিকাল কাজে যোগদান করা ইত্যাদিও তার জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবেই জড়িয়ে থাকে।

আধুনিক গৃহবধূরা সবসময় চাকরি করতে বাড়ির বাইরেই যেতে হবে এমন কনসেপ্ট-এ বিশ্বাস করেন না। নিজেদের সোশ্যাল লাইফ, স্ট্যাটাস, মডেল রোল বজায় রাখার জন্য বাড়িতে বসেই অর্থ উপার্জনের বিভিন্ন পন্থা বেছে নেন। অনেকে সফট টয়, চিত্রকলা, ফুলের বোকে বানিয়ে প্রদর্শন করেন এবং বিক্রিও করেন। আবার ছাত্র-ছাত্রী জোগাড় করে বাড়িতে ব্যাচ বানিয়ে নানা ধরনের বিষয়ের উপর ক্লাসও কনডাক্ট করেন। এর থেকেও অর্থ উপার্জনের এবং স্বাধীন থাকার একটা সহজ রাস্তা অনায়াসে বেরিয়ে আসে আধুনিক নারীদের।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...