আমাদের ভারতবর্ষের সরকার করোনার ক্রমাগত বাড়তে থাকা প্রকোপ কে গুরুত্ব না দিয়ে বরং বিহারে সরকার গড়তে, পশ্চিম বাংলায় সরকার ফেলতে, লভ জিহাদের উপর নতুন আইন কায়েম করতে, রাম মন্দির নির্মাণে এবং কিছু না পেলে পাকিস্তানের আলোচনা সামনে এনে সাধারণ জনসাধারণের কণ্ঠরোধ করতে নতুন উদ্যমে উঠে পড়ে লেগেছে। সরকারের একমাত্র অভিন্ন হৃদয় বন্ধুর জন্য গুজরাতে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল যেখানে,সমস্বরে সবাইকে বলতে শোনা গিয়েছিল, 'ফির এক বার ট্রাম্প সরকার'। অথচ ট্রাম্পের মাথায় তখন একটাই চিন্তা, ভোটে হেরে যাওয়া টাকে কোনও ভাবে জিতে বদলাতে হবে।

ভারতীয় নেতা মন্ত্রীদের মতো ট্রাম্পও নিজের দেশ নিয়ে কতটা চিন্তা করেছিলেন সন্দেহ হয়। তাঁর মতে পুরো পৃথিবীটাই হল পাশা খেলার ময়দান। ভারত এই ধারণা টাকে একটু বদলে নিয়ে এটাকেই পৌরাণিক আকার দিতে চেয়েছে এই বলে যে, সব জন্মেই সুখ দুঃখ রয়েছে। পাপ যে করবে পরের জন্মে সে তাঁর ফল পাবে। আর এখন কষ্ট পাচ্ছ মানে আগের জন্মে পাপ করেছিলে যার প্রায়োশ্চিত্ত করা বাকি রয়ে গিয়েছিল।

কোভিড-১৯ এ যদি কারও মৃত্যু হয়ে থাকে তাহলে এর দায় সরকারের নয়, নিশ্চই এটা তার কর্মফল। আসছে জন্মে যাতে নিজেকে শুধরে নেওয়া যায় তার জন্য তো সরকার মন্দির বানিয়ে দিচ্ছে, যারা সরকারের বিরোধিতা করার কথা ভাবছে তাঁদের জেলে পুরে দিচ্ছে। মন্দিরে আরতি, পূজাপাঠের এলাহি ব্যবস্থা করা হয়েছে, এর থেকে বেশি সরকার আর কীই বা করতে পারে?

দেশের রাজধানী শহর দিল্লিতে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় এটা পরিষ্কার সকলের কাছে যে, কেন্দ্র সরকার নতুন কোনও হাসপাতাল বানায়নি যেখানে গরিব ধনী সকলেই সমান সমান মেডিকেল হেল্প পাবে। আসলে যে সব রাজ্যে কেন্দ্রীয় সরকারের রোব এখনও তেমন জমে উঠতে পারেনি, সে সব রাজ্যের সরকার আইনত এতটাই পঙ্গু যে তার করার ক্ষমতা খুবই সীমিত। সব কিছুতেই কেন্দ্রীয় সরকারের সম্মতি নেওয়ার প্রয়োজন। লোকেদের রোজগারের পথ বন্ধ হচ্ছে, চাকরি যাচ্ছে, ব্যাবসা বন্ধ হয়ে যাচ্ছে। যা কিছু জমানো ছিল তা প্রায় শেষের পথে। হাসপাতালে একটা বেড পাওয়ার জন্য লোক পাগলের মতো হাসপাতালের চক্কর কাটছে। আর সরকারকে দ্যাখো, বড়ো বড়ো স্বপ্ন দেখাচ্ছে মানুষকে যার একটাও আজ পর্যন্ত পূরণ হতে কেউ দেখল না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...