আপনি আপনার চার দেয়ালের মধ্যে কী খাচ্ছেন, কী পরছেন, কীভাবে থাকছেন, কী পড়ছেন, কতটা সঞ্চয় করছেন এ আপনার ব্যক্তিগত বিষয়। শুধু সমাজ গবেষকরাই নয়, যুগ যুগ ধরে আইন বিশেষজ্ঞরাও একথাই বলে আসছেন। ফলে আপনার সামাজিক, আর্থিক অবস্থান সে যেমনই হোক, তা আপনার কাছে গর্বের বিষয়। আপনার মাথার উপরের ছাদ দিয়ে জল পড়লেও, ঘরের দেয়ালের পলেস্তারা খসলেও, আপনার গৃহ আপনার অত্যন্ত ব্যক্তিগত ভালোবাসার জায়গা।

কিন্তু দুঃখের বিষয় Privacy আর ব্যক্তিগত বিষয় হয়ে থাকছে না।Personal Life -এ রাষ্ট্রের নজরদারি চলছে পুরোদস্তুর। যে-কোনও সময় যে-কোনও চার্জ-এ আপনার বাড়িতে পুলিশ পাঠিয়ে খানা-তল্লাশি হবে। আপনার আয়-ব্যয় নিয়ে প্রশ্ন তোলা হবে।

তবে সব দোষ রাষ্ট্রকে দেওয়াও যায় না। মানুষ নিজেও এখন গোপনীয়তা বজায় রাখতে ভুলে গেছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজের ব্যক্তিগত মুহূর্ত, ভালো থাকা, বৈভব প্রদর্শন সবই চলে মোবাইল ক্যামেরার সাহায্যে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এগুলো শেয়ার না করে যেন শান্তি নেই। কী খাচ্ছেন দেখানোর অজুহাতে আপনার নতুন কেনা ক্রকারি সেট-টাও দেখানো হয়ে যাবে। নতুন শাড়ি, নতুন পোশাক দেখাতে আপনি তৎপর। শর্ট ভিডিয়ো করে নিজের ট্যালেন্ট প্রদর্শন করতেও আপনি সিদ্ধহস্ত। সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে দেদার মুক্তির হাওয়া। আপনি চাইলেই আত্মপ্রদর্শনে গা ভাসাতে পারেন। কথায় কথায় ভিডিয়ো কল করে আপনি কোথায় গেছেন, কী খাচ্ছেন, তার ভগোল-ইতিহাস উন্মুক্ত করছেন। প্রাইভেসির লেশমাত্র নেই কোথাও। আপনার গোপন কেল্লা এখন এক কাচের ঘর হয়ে গিয়েছে, যার পর্দা সরানো, দরজা-জানলা হাট করে খোলা।

আপনার এই বদভ্যাসই আজ আপনার প্রাইভেসি হরণ করছে। রাষ্ট্র আরও একধাপ এগিয়ে সেই সুযোগ নিচ্ছে। শুধু কর্পোরেটরাই নয়, সরকার এখন প্রতিটি নাগরিকের প্রোফাইল থেকে ডেটা ব্যাংক তৈরি করছে। গোটা বিশ্বময় মুখ দেখেই মানুষ চেনার কারিগরি শুরু হয়েছে। বাথরুমেও পর্যন্ত গুপ্ত নজরদারি চলে। মানুষের ব্যক্তিগত তথ্য জমা হয় আমেরিকার ডেটা সেন্টারগুলিতে। একইরকম ভাবে আগ্রাসী আজকের কর্পোরেট দুনিয়া। আপনি কী শ্যাম্পু ব্যবহার করেন, কোন সাবান সবই তাদের নখদর্পণে। কোনও না কোনও
ব্র্যান্ড রোজ আপনাকে তাদের প্রোডাক্ট কিনতে পুশ করছে মেইল-এ। আপনার ব্যবহারিক জীবন উত্যক্ত হয়ে উঠছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...