কাল অবধি সাধারণ সর্দি-জ্বর হলে মায়েরা চিন্তা করতেন না। কিন্তু এই অতিমারি আমাদের অনেক কিছুই শিখিয়ে গেল৷ করোনার পরিস্থিতিতে জ্বর হলেই ত্রাসের সঞ্চার হয়েছে। পরিবারে কারও যদি হঠাৎ জ্বর-সর্দি, নাকে জল পড়া, মাথায় অসহ্য ব্যাথা বা কাশির মতো উপসর্গ দেখা দিলেই দুশ্চিন্তা বেড়েছে, কারণ এ সবই হল কোভিড-এর লক্ষণ। যারা ইতিমধ্যেই টিকা নিয়েছেন, তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই ঠিকই কিন্তু যারা এখনও টিকা পায়নি, বিশেষ করে ১৫ বছরের কম বয়সিরা- ঝুঁকি রয়েছে তাদের ঘিরে৷বড়োদেরও তাদের ব্যাপারে ভয় কাজ করছে।তাই প্রয়োজন Covid awareness.

কোথাও বেড়াতে গেলে পিসিআরটি টেস্ট করাও একজন দায়িত্বশীল নাগরিকের অবশ্য করণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনেটেড হওয়ার পর, এই টেস্ট রিপোর্ট, বাইরে ঘুরে বেড়ানোর জন্য একটা পাসপোর্ট হিসাবে কাজ করছে। পারিবারিক খরচার পাশাপাশি টিকাকরণ আর টেস্ট-এর খরচাও এখন শামিল হয়ে গিয়েছে।

পৃথিবীর বহু দেশই ভ্যাকসিনের অর্থ মুক্তি। এমন ভাবনারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। ফলে আমাদের দেশের নাগরিকরাও আর তেমন বাধ্যবাধকতার মধ্যে থাকতে চাইছেন না। জনমানসে একটি ধারণা তৈরি হয়েছে যে তারা কোভিড জয় করতে সক্ষম হয়েছে। কিন্তু টিকাকরণ হওয়ার পরও সাবধানতা অবলম্বন করার ব্যাপারটা এদেশের মহিলাদের বুঝতে হবে। ঘরের দায়িত্ব তাদের হাতেই থাকে। তাই পরিবারকে সুস্থ জীবনশৈলীর নিয়মশৃঙ্খলায় বাঁধা মেয়েদেরই কাজ। এ বিষয়ে শিথিলতা নয়।

পুজোপাঠ নয় এখন দরকার সাবধানতার। ঠাকুরের আসনের চেয়ে এখন জরুরি স্যানিটাইজার। কোভিড মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে, ঈশ্বরের আরেক নাম চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রে রয়েছে জীবনদানের মন্ত্র, পুজোপাঠে নেই। মহামারি আমাদের শিখিয়েছে জীবন আসলে কত অনিশ্চিত কোনও তন্ত্রমন্ত্র সেখানে খাটে না। লড়তে হয় বিজ্ঞানের জোরে।

মৃতদের শবদেহে গঙ্গায় যেভাবে জমেছিল, পুণ্যসলিলা কাকে দায়ী করবে এই অপরাধের জন্য? কে পাবে পাপের শাস্তি? মন্দির মসজিদ নিয়ে অহরহ লড়াই, বাকবিতণ্ডা চলতে থাকে। কিন্তু বিপদে ঈশ্বর বা আল্লাহ কি সত্যিই রোধ করতে পারলেন এই মৃত্যুমিছিল? সময় এসেছে উপলব্ধি করার। পুজোপাঠের এই পাখিপড়া বিদ্যা ভুলে সচেতন হওয়ার। যুক্তিবাদী বিজ্ঞানসচেতন মন নিয়ে প্রশ্ন করার, ঘুরে দাঁড়ানোর। এই দায়িত্ব আগামীতেও প্রতিটি মহিলাকে নিতে হবে, পরিবারের স্বার্থে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...