যৌবন এবং একাকীত্ব, শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই আজকের বাস্তব সত্য। এই নির্বিকার  Young Generation ভেতর থেকে কতটা নিঃসঙ্গ তা জানার জন্য আজকের কিছু তরুণদের সংস্পর্শে আসাটা একান্ত প্রয়োজন :

উদয়ের জন্ম একটি ছোটো শহরে, বেড়েও উঠেছেন সেখানেই, বয়ঃসন্ধির দ্বারপ্রান্তে পা রাখার সাথে সাথেই তিনি একটি বড়ো শহরে বসতি স্থাপনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। নিজের জন্য ভালো জীবনের স্বপ্ন দেখা কি ভুল? এই স্বপ্ন পূরণের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করা শুরু করলেন। চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হল যেন একটা নতুন জীবনে তিনি প্রবেশ করেছেন। বড়ো শহরে চলে আসেন তিনি। নতুন চাকরি, নতুন শহর, প্রচুর মানুষের ভালোবাসা। নতুন বন্ধু তৈরি হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি উপলব্ধি করেন যে নতুন শহরের জাদু আর তাঁকে মুগ্ধ করছে না।

প্রিয়জনদের প্রতি ভালোবাসা আর অসচ্ছলতা তাঁর এই নতুন সুখকে হ্রাস করতে শুরু করে। অফিস থেকে বাড়ি ফিরে তিনি একাকীত্ব কাটাতে বন্ধুদের কাছে ছুটে যেতেন। বন্ধুদের কাছে গিয়েও মানসিক শান্তি পেতেন না। মনে হওয়া শুরু হয় যে বন্ধুরাও তাকে এড়াতে চাইছে। এমনকি বন্ধুদের জমায়েতেও একটি অলিখিত প্ল্যাকার্ড ছিল যেখানে লেখা ছিল 'যারা মদ্যপানে অনিচ্ছুক তাদের জন্য এটি কোনও পার্টি করার জায়গা নয়'। বাবা-মায়ের দেওয়া সংস্কার মদের মতো জিনিসকে স্পর্শ করতে দিত না। এই একাকীত্বে উদয় ধীরে ধীরে হতাশ হতে আরম্ভ করেন। কিছুদিনেই উদয় অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

বিষণ্ণতা একাকীত্ব সৃষ্টির কারণ

আমাদের আরেক বন্ধু মৈনাক। সে তার বাবা-মায়ের সাথে থাকে। একই শহরে চাকরি পেয়েছে। বাবা-মা খুব খুশি, কিন্তু মৈনাক সুখী হয়েও বিষণ্ণ যে, কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। কোন স্বাধীনতা, কিসের স্বাধীনতা? উত্তরটি হ'ল আপনি যা চান তা করার স্বাধীনতা।

হ্যাঁ, অনেকেই বলবেন আজকাল কোন বাবা-মা সন্তানদের জীবনে হস্তক্ষেপ করেন! সব সংসারেই কিছু না কিছু সংস্কার থাকে যা বাড়ির ছোটোদের শৈশব থেকেই শেখানো হয়ে থাকে। বাবা-মা কিছু বলুক বা না বলুক, কিন্তু আমরা জানি তারা কী চান। সুতরাং, বন্ধুদের নিজের বাড়িতে ডাকলে খোলাখুলি কথা বলতে পারবেন না। বন্ধুরা যে-ধরনের খাবার বা পানীয় চাইবে সেটা বেশিরভাগ সময়ে বাড়িতে বয়স্ক মানুষ থাকায় খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...