এদেশে ধর্মের নামে লুঠতরাজ করা আর লোক ঠকানো বোধহয় সবচেয়ে সহজ। যে-দেশে অন্ধ ভক্তের সংখ্যা এমনই অগণিত, সেখানে বুজরুকদের কারবার যে ফুলে ফেঁপে উঠবে— এতে আর আশ্চর্য কী! মানুষের এমনই ব্রেনওয়াশ করা হয় শৈশবকাল থেকে, যাতে তার সমস্ত সাফল্য ও ব্যর্থতাকে ঈশ্বরের মহিমা বলে ধরে নিতে বাধ্য হয় মানুষ। পাপের প্রায়শ্চিত্তই হোক বা পুণ্যার্জন, দেব দর্শন ও তীর্থযাত্রাকে জীবনের অঙ্গ করতে হয়।

চারধাম যাত্রাকে সাম্প্রতিক সময়ে পুণ্যার্জনের একটি মাধ্যম করে বিপুল প্রচার করা হচ্ছে গণমাধ্যমে। চারধামের পর্যটন বাড়াতে হাইটেক পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে সরকারি তরফে। আর এরই সুযোগ নিয়ে ঠগ-জোচ্চররা বিরাট লোকঠকানোর জাল বিস্তার করেছে ইন্টারনেটের মাধ্যমে। মন্দির দর্শন, পাণ্ডা, পূজার ডালি থেকে হোটেল, যানবাহন— সবই অগ্রিম বুকিং করার হাতছানি রয়েছে আন্তর্জালে। সেই ফাঁদে পা দিয়েছেন অগণিত ভক্ত। শুরুতে তো ঠগবাজরা প্রচুর পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকী দর্শনের নির্ঘন্ট পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় ভক্তের মোবাইলে।আজকাল ভাণ্ডারার টাকাও দেওয়া যায় ইন্টারনেট ব্যাংকিং-এর সুবাদে। দান দক্ষিণার ক্ষেত্রেও একই ব্যবস্থা।

এই হাইটেক ব্যবস্থায় প্রভাবিত হয়ে যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করছেন তাদের টাকা চোট যেতেও সময় লাগছে না। এই জোচ্চরের দল টাকা পাওয়ার পর ভক্তের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করছে। তাদের শনাক্ত করাও কঠিন হয়ে যাচ্ছে।

এখন যিনি হেলিকপ্টার বুকিং, মন্দিরের টিকিট, ঘরে বসেই পেয়ে যাবেন এই লোভে পড়ে  অর্থব্যয় করলেন, তাঁর ঈশ্বর কিন্তু তাঁর সহায় হল না। পুণ্যার্জনের আগেই ভক্তের পথে বসার অবস্থা হল। সেই কারণেই ধর্মের নামে সব খুইয়েছেন, এমন লোকের সংখ্যাটা এদেশে কম নয়৷ গর্মীয় অপিম গেলানো এদেশে সবচেয়ে সহজ কারণ জনসংখ্যার একটা বড়ো অংশই এখনও অশিক্ষার অন্ধকারে৷ আর শিক্ষিতরাও ডিজিটাল ওয়ার্লড-এর বিষয়ে এখনও ততটা সড়োগড়ো নয়৷

সাইবার ক্রাইমের অন্তর্গত এইসব ভুয়ো ওয়েবসাইট দেখে চেনার উপায় নেই যে, এগুলি প্রতারকদের পাতা ফাঁদ। পুণ্যলোভীর দান দক্ষিণার টাকা এভাবেই ঢুকছে লুটেরাদের পকেটে। এখন ধর্মের স্রোতে ভেসে গিয়ে এই ফাঁদে পা দেবেন কিনা তা ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু ধর্মান্ধরা তো ঠকতেই চান। তা সে মূর্তির সামনে দানসামগ্রী নিয়ে বসে থেকেই হোক, বা জাল এজেন্ট-এর ফাঁদে পড়েই হোক। গুগুলকে টাকা দিয়ে ভুয়ো ওয়েবসাইটের রমরমা তাই ঠেকাবে কে!

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...