বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের বিশদ মৌলিক এবং প্রযুক্তিগত গবেষণা সম্পাদনের জন্য ওয়ান-স্টপ গন্তব্য যে জরুরি ছিল, একথা বলার অপেক্ষা রাখে না। ইক্যুইটি, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড, থিম্যাটিক এবং মডেল পোর্টফোলিও ইত্যাদির মতো বিভিন্ন বিভাগে বিচক্ষণ বিনিয়োগ বা ট্রেডিং বিষয়ক সিদ্ধান্ত নিতে নিশ্চয়-ই সাহায্য করবে ‘রিসার্চ ৩৬০’-র মতো প্ল্যাটফর্ম। এটি বিভিন্ন ক্যাটাগরির বিনিয়োগকারী এবং সেইসঙ্গে রেডিমেড গবেষণার সমাধান খুঁজছেন এমন বিনিয়োগকারী উভয়ের জন্যই একটি অনন্য প্রস্তাব। এটি ডিজিটাল পণ্যের পোর্টফোলিও সম্প্রসারণের একটি অংশ হিসাবেও বিবেচিত হতে পারে।

এই ধরণের প্ল্যাটফর্মে একটি শক্তিশালী বিনিয়োগকারী পোর্টফোলিওর মতো আকর্ষক বৈশিষ্ট্যও রয়েছে। এর থেকে নবীন বিনিয়োগকারীরা উপকৃত হতে পারেন এবং স্টক পোর্টফোলিও তৈরির নৈপুণ্য বুঝতে পারেন। টেকনো-ফান্ডা স্ক্যানার আসলে মূল্য, আয়তন, মৌলিক, প্রযুক্তিগত সূচক ইত্যাদি সম্পর্কিত ২০০ প্লাস স্ক্যান থেকে পরিণত বিনিয়োগকারীদের সুবিধা প্রদান করে। এটি বিশ্লেষণ, স্টক তুলনা, অ্যানালিটিক্স, ইনস্টিটিউশনাল ইক্যুইটিস রিসার্চ রিপোর্ট এবং বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মতো অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলিও সরবরাহ করে। মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থার সিইও অজয় মেনন এই প্রসঙ্গে যথার্থই বলেছেন। তাঁর মতে,  ‘খুচরো বিনিয়োগকারীরা ইক্যুইটি বাজারের দিকে ঝাঁপিয়ে পড়েছেন৷  ভারতে সক্রিয় ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে।’ অতএব,পুঁজিবাজারে বিনিয়োগ করা যেমন উচিত, তেমনই বিনিয়োগ সম্পর্কে বিশদ গবেষণা করারও প্রয়োজন আছে। নির্বিশেষে, সমস্ত বিনিয়োগকারীকে যে-কোনও গবেষণা আবিশ্বে কাজ করার সুবিধে দেয়। ‘রিসার্চ ৩৬০’ সমস্ত বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

মোট খুচরো ক্লায়েন্ট ৪৪% বৃদ্ধির সঙ্গেসঙ্গে, বেস বাড়ানোর চেষ্টা করছে। একটি গ্রাহককেন্দ্রিক প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  প্রযুক্তিগুলির ক্রমাগত উন্নতিও হচ্ছে। কর্মীদের শক্তি বাড়ানোর লক্ষ্যের পাশাপাশি, একাধিক পৃথক ব্রোকারের কাছ থেকে এমওএফএসএল-এর সঙ্গে হাত মেলাতে ব্যাপক আগ্রহও দেখাচ্ছে। প্রতিটি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের গন্তব্যের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে চলেছে ‘রিসার্চ ৩৬০’ প্ল্যাটফর্মটি। এটি  এমনভাবে তৈরি করা হয়েছে যে, একাধিক উৎস থেকে ডেটা সোর্সিংয়ে সংস্থার সাবস্ক্রিপশন খরচ কমিয়ে দেবে। অবশ্য বর্তমানে বিশদ গবেষণা প্রতিবেদন পরিষেবাগুলি বিনামূল্যে প্রদান করলেও, ভবিষ্যতে হয়তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলে পরিবর্তিত হতে পারে। সে যাইহোক, রিটেইল ব্রোকিং ও ডিস্ট্রিবিউশন ব্যবসার আর্থিক পণ্য বন্টন বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সর্বকালের সর্বোচ্চ বার্ষিক দৈনিক টার্ন ওভার, বার্ষিক রাজস্ব এবং মুনাফাও রেকর্ড করেছে শিল্পে। এছাড়া আরও অনেক সুবিধে রয়েছে এই গবেষণার। যেমন-- কোম্পানি এবং এর স্টক কর্মক্ষমতা সম্পর্কে সমস্ত মৌলিক ও প্রযুক্তিগত তথ্য প্রদান করা। অগ্রিম স্ক্রীনিং এবং সলিড রিসার্চ-এর সুবিধেও আছে। অনলাইন আলোচনা ফোরামের মাধ্যমে বাজার বিশেষজ্ঞ এবং বিশ্লেষকদের সঙ্গে পরামর্শও করা সম্ভব। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত স্বচ্ছ ধারণাও দিতে পারে। সেইসঙ্গে, অগ্রিম স্টক মার্কেট প্রশিক্ষণ কোর্স, এফআইআই এবং প্রতিষ্ঠানের পোর্টফোলিও ট্র্যাকিং-এর সুবিধেও পাওয়া সম্ভব।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...