সকালের খবর কাগজে চোখ বোলাতেই মাধবীলতার চোখ আটকে গেল শিল্প ও সাহিত্যের পাতায়। মাধবীলতা অল্পবিস্তর সাহিত্যচর্চার সঙ্গে জড়িত। রাজনীতি, খেলা, আবহাওয়ার খবর বাদ দিয়ে শিল্প ও সাহিত্যের পাতায় তার ঝোঁক এবং আকর্ষণ দুইই বেশি। সিনেমার কেচ্ছা কেলেঙ্কারি তার আজকাল ভালো লাগে না। যখন তার বয়স অল্প ছিল, তখন ওসবে মন বসত। তার কাছে সংবাদপত্রে আজকের হট খবর এই যে, কলকাতার প্রেস ক্লাবে এ যুগের সেলিব্রেটি ঔপন্যাসিক পরাগ অধিকারীর প্রথম ইংরেজি উপন্যাস ‘আ সানডে নাইট'-এর আনুষ্ঠানিক প্রকাশ সকাল এগারোটায়। অনুষ্ঠানে পাঠক এবং লেখকদের সাদর আমন্ত্রণ।

পরাগ অধিকারী অল্প বয়সে বাংলা সাহিত্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করার পর সদ্য ইংরেজি সাহিত্যে পা রেখেছেন। তাকে নির্বাচিত কয়েকটি সাহিত্যানুষ্ঠান ছাড়া পাওয়া দুষ্কর। তাছাড়া তাকে নিয়ে অনুষ্ঠান হলেও সকলের সেখানে প্রবেশাধিকার থাকে না। সাংবাদিকরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য সপ্তাহখানেক ঘোরেন। পৃথিবীতে যে জিনিস দুর্লভ, তার প্রতি আকর্ষণ সবসময় বেশি থাকে। এক্ষেত্রেও পরাগ অধিকারীকে নিয়ে সেই ক্রেজ তৈরি হয়েছিল। শোনা যায় বেশ কয়েক বছর তিনি আমেরিকাতে ছিলেন। মাধবীলতার বহুদিনের সুপ্ত ইচ্ছা পরাগ অধিকারীর সঙ্গে পরিচয় করার।

মাধবীলতা ড্রাইভারকে সকাল এগারোটায় গাড়ি রেডি রাখতে বললেন। সকাল এগারোটা পনেরোয় তিনি প্রেস ক্লাবে পৌঁছালেন। গাড়ি পার্কিং-এর জায়গায় লম্বা লাইন। প্রচুর সাংবাদিক এদিক ওদিক ঘুরছে। মাধবীলতা সানগ্লাসটা চোখ থেকে মাথায় তুলে ড্রাইভারকে নির্দিষ্ট জায়গায় থাকতে বলে ভিতরে ঢুকে গেলেন। হলের ভিতর চারিদিকে আলোর মোহময় পরিবেশ। পরাগ অধিকারী অনুষ্ঠানের মধ্যমণি। তাঁকে সামনাসামনি চোখের দেখা দেখতে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। শাড়ির আঁচল ঠিক করে মাধবীলতা দর্শকাসনে বসলেন।

পরাগ অধিকারীকে বিভিন্ন খবরের কাগজ অথবা বইয়ের ছবিতে যা দেখতে লাগে, তার থেকে তিনি হাজার গুনে সুন্দর। বয়স প্রায় সাঁইত্রিশের ঘরে। ফর্সা দীর্ঘকায় সুঠাম শরীর। ধারালো নাক। শ্রাবণের মেঘের মতো কালো মাথাভর্তি ঢেউ খেলানো চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। চোখ দুটোতে শান্ত সমুদ্রের গভীরতা। ঈষৎ লালচে পুরু ঠোঁট। মুখে ক্লিন সেভ না করা দু-দিনের দাড়ি। চেহারায় একটা অদ্ভুত আভিজাত্য। সবমিলিয়ে পরাগ অধিকারীর নায়কোচিত চেহারা বললেও ভুল হয় না। তার রূপ এবং গুণের সমন্বয় সোশ্যাল মিডিয়ায় মহিলা ভক্ত সংখ্যার পারদকে দিন দিন চড়িয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...