আজ সকালে দেখতে এসেছি সালামন্ডার বে। আজকের দিনটা রেখেছি একটু রিল্যাক্স করার জন্য, কেন না বিকেলে পাহাড় চড়তে যাবার পরিকল্পনা রয়েছে। নেলসন বে থেকে গাড়িতে মাত্র দশ মিনিটের দূরত্বে এই বে। ১৭৯১ সালে সালামন্ডার নামে প্রথম ব্রিটিশ জাহাজ এসে যখন এই উপমহাসাগরে নোঙর গাড়ে, সেই সময় থেকেই এর নাম হয় সালামন্ডার বে। সালামন্ডার বে পোর্ট স্টিফেন্স-এর সবচেয়ে বসতিপূর্ণ এলাকা।

প্রথমেই গেলাম ওয়ান্ডা বিচে। অস্ট্রেলিয়ার অ্যাবোরিজিনাল ভাষায় ওয়ান্ডা মানে বালিয়াড়ি। বিচের পাশেই সুদূর বিস্তৃত বালিয়াড়ি থেকেই হয়তো এরকম নামকরণ। দেখেই বোঝা গেল সাঁতারুদের মধ্যে এই বিচ খুবই জনপ্রিয়। আবাল-বৃদ্ধ-বনিতা কেউ বাদ নেই, সবাই জলকেলি করতে ব্যস্ত। বিচের পাশেই পার্কে পিকনিকের জায়গা আছে। অস্ট্রেলিয়ায় যাকে বলা হয় বারবিকিউ।

বাড়ি থেকে খাবার এনে এখানে রান্না করার ব্যবস্থা আছে। সেখানেও বেশ লোকের ভিড়। অনেকেই রান্নায় ব্যস্ত। তারপর সবাই মিলে একসাথে পার্কের চেয়ারে বসে খাওয়া-দাওয়ার সাথে সাথে চলবে আড্ডা। আমরা বিচের কাছেই একটা রেস্তোরাঁতে লাঞ্চ করে ওয়ান্ডা হেড-এর পথ ধরে বিচের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। মাথার উপর সূর্যের তেজ কিন্তু সমুদ্রের ঠান্ডা হওয়া যেন সেটাকে অনেকটাই পুষিয়ে দিল।

সালামন্ডার বে থেকে ফেরার পথেই পড়ে পোর্ট স্টিফেন্স-এর বিখ্যাত মদের দোকান, Murray's Brewery। এটা ঠিক আমাদের জানা মদের দোকানের মতো নয়। এখানে দোকানের ভেতরেই বিভিন্ন গন্ধ এবং স্বাদের মদ, বিয়ার— এসব বানানো হয়। টুরিস্টরা তাদের পছন্দ মতো পানীয় কিনে পিছনের বড়ো বাগানে গিয়ে বসে রিল্যাক্স করে, সাথে ড্রিংক্স নেয়। আমরা দু-গেলাস বিয়ার কিনে নিয়ে পিছনের বাগানে গিয়ে বসলাম। বাইরের ত্রিশ ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এখানের পার্কে গাছের ছায়ায় ঠান্ডা বিয়ারটা যেন অমৃত মনে হল। এরপর হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আবার তৈরি হলাম মাউন্ট টোমারির চূড়া থেকে সূর্যাস্ত দেখব বলে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...