ওই ব্রডি'স ক্লোসের খানিকটা ভিতরেই রয়েছে ডিকন ব্রডির পৈতৃক আবাসগৃহ এবং ডিকন ব্রডি'র কর্মশালা। সেই আবাসগৃহে এখনও বসবাস করে ব্রডি পরিবারের উত্তরসূরীরা। ওই ব্রডি'স ক্লোসের পাশেই দাঁড়িয়ে রয়েছে ‘ডিকন'স হাউস কাফে’। ওই বাড়ির পাশেই, লন-মার্কেট ও ব্যাংক স্ট্রিটের সংযোগস্থলে অবস্থান করছে ‘ব্যাংক অব স্কটল্যান্ড'-এর আন্তর্জাতিক সদর দফতর। ব্যাংক অব স্কটল্যান্ডের বিপরীত দিকে ব্যাংক স্ট্রিটের যে-পথ সোজা ‘লয়েডস ব্যাংক”-এর প্রধান শাখার অভিমুখে ঢুকে যাচ্ছে, তার কোনায় চোখে পড়ল ‘ডিকন ব্রডি'স ট্যাভার্ন' (Deacon Brodie's Tavern)। রাস্তা পার হয়ে পায়ে পায়ে সিঁড়ি দিয়ে বাড়িটার দোতলায় উঠতেই, বুকের ভিতরটা ভারী হয়ে উঠল। নিজের বৈঠকখানার টেবিলের সামনে বসে আছেন হ্যাট পরিহিত ‘ডিকন ব্রডি’।

সে নিখুঁত এক সৃষ্টি। উপরতলার দেয়ালে সযত্নে সংরক্ষিত রয়েছে দু’-খানি কাচের বাক্স। এর মধ্যে যে-সব যন্ত্রপাতি ও চাবিসমূহের সাহায্যে ব্রডি তার পেশাগত কর্ম সম্পাদন করতেন, তার সবটুকু সংরক্ষিত আছে। নীচে নেমে এসে রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, একমনে চেয়ে রইলাম, ‘ডিকন ব্রডি’স ট্যাভার্ন' নামক বাড়িটার গায়ে আঁকা ‘ডিকন ব্রডির' অবয়ব-সহ সযত্নে লিপিবদ্ধ তার ‘জীবন ও কর্মবৃত্তান্ত'-এর দিকে।

পাঠক বর্গের স্বাভাবিক ভাবেই কৌতূহলের উদ্রেক হবে— কে এই ডিকন ব্রডি! স্কটল্যান্ডের কৃতি সন্তান লেখক, রবার্ট লুই স্টিভেনসনের নাম আমরা সবাই যেমন জানি, তেমনই এটাও জানি ১৮৮৬ খ্রিস্টাব্দে (ডিকন ব্রডির মৃত্যুর প্রায় একশো বছর পরে) রচিত তাঁর যুগান্তকারী উপন্যাস স্ট্রেঞ্জ কেস অব ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড (Strange case of Dr. Jekyll and Mr. Hyde)-এর নাম। যে-চরিত্রের 'ডাইকোটমি' (Dichotomy) বা চারিত্রিক বৈপরীত্য দ্বারা আকৃষ্ট হয়ে রবার্ট লুই স্টিভেনসন এই উপন্যাসটি রচনা করেছিলেন, তিনি হলেন 'ডিকন ব্রডি'। আসল নাম উইলিয়াম ব্রডি।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা শহরের ‘রয়াল মাইল' সড়কের ‘ব্রডি’স ক্লোস্’-এর ভিতরঘরে তাঁর জন্ম হয়েছিল ২৮ সেপ্টেম্বর ১৭৪১ সালে। উইলিয়াম ব্রডি'র বাবা ছিলেন শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাঁর পিতামহ ছিলেন একজন প্রতিষ্ঠিত আইনজীবী। কিন্তু উইলিয়াম ব্রডি তাঁর পূর্বসূরিদের পেশা অনুসরণ না করে, বেছে নিয়েছিলেন এক কারিগরি শিল্পীর (Craftsman) পেশা। তিনি ঘরের আসবাব, আলমারি, ক্যাবিনেট প্রভৃতি যেমন বানাতে পারতেন, তেমনই ছিলেন একজন দক্ষ তালাচাবি প্রস্তুতকারক (Locksmith)।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...