আগুনরাঙা প্রহর গুনছে মগডালে বসে থাকা টিয়াপাখির দল। হোটেলে আসা ইস্তক ওদের বেলা শেষের ডাক জানান দিচ্ছে, আর মাত্র কিছুক্ষণ। ঘন সবুজের আবডালে কুসুমরাঙা থালা থেকে দিন ফুরোনোর রং ছড়িয়ে পড়ছে। ধৌলাধারের রুক্ষ শরীর আগুন ছোঁয়াচে স্বপ্নময়। টিয়ার ঝাঁকের ট্যাঁট্যাঁ-টুকু ছাড়া, আর দ্বিতীয় কোনও শব্দ নেই পালামপুরের বুকে। বাহারি কেয়ারি করা সবুজ ছিটোনো, হিমাচল পর্যটনের ‘দ্য টি বাড’ হোটেলের বিলাসী বারান্দায় বসে চায়ে চুমুক দিচ্ছি। মনে হচ্ছে সমস্ত জগৎ-সংসার বুঝি তার সব কাজ সমাপ্ত করে আমার সঙ্গে বসেছে দুদণ্ড জিরোবার জন্য। ঝুপঝুপ সন্ধে নামল চুপচুপিয়ে। টিয়াগুলো কোথায় যে লুকোল কে জানে?

আজ বেশ ক্লান্ত। সেই কোন সকালে বেরিয়েছি ধরমশালা থেকে। অনেকটা রাস্তা পার করে চামুণ্ডা মন্দির দর্শন সারলাম। ছিমছাম সুন্দর মন্দিরে কারুকলার বাহুল্য না থাকলেও, পরিস্কার-পরিচ্ছন্নতা মন কাড়ে। পূজার্থীরা পুজো দিয়ে শান্তি পান। সেখানেই এক বৈষ্ণো ধাবাতে দুপুরে আহার সারি। খানিকটা আড়মোড়া, দু’চারটে ক্লান্তির হাই, তারপরেই বিল্লুভাইয়ের গাড়িতে স্টার্ট। অনেকটা পথ পেরিয়ে মালান। সেখান থেকে বাঁ-হাতে বেঁকে আরও কিছুটা দূরে নিরিবিলি Palampur। রাস্তা যতই পালামপুর ছুঁইছুঁই করবে, প্রকৃতির হৃদয় নিংড়োনো রূপ ততই এপাশ-ওপাশ চারপাশ ঘিরে ধরবে। দেখবেন পিচসড়কটা চা-বাগনের লাবণ্য ছুঁয়ে ধৌলাধারের বুকে চড়ে বসেছে। সেখানেই আসর বিছানো শান্তির এই ঠাঁই পুলুম, মানে লট্স অফ ওয়াটার। পুলুমই কালে কালে পালামপুর। যদিও এর অতীত নাম ত্রিগার্ত। কাংড়া উপত্যকা এখানে এসেই ধৌলাধারে মিশেছে। কম ভ্রমণার্থীরাই এখানে আসেন। যারা আসেন তারা প্রেমে পড়ে যান। কোজাগরীর দুদিন বাদে পালামপুরে এসেছি। পাশের ঘরেই একজোড়া হানিমুন কাপল। কাল করবাচৌত। দুদিন ধরে ভুবনভরে আলো বিলিয়ে চাঁদটা আজ লুকিয়ে পড়েছে। কাল চাঁদ উঠলে ওদের ব্রত উদযাপন।

গতকাল বিকেল ফুরোতেই যেসব টিয়ার দল পাশের গাছ ছেড়ে কুলায় ফিরেছিল, তারাই আজ সকাল হতেই আবার কলরবে মাতিয়ে তুলেছে পালামপুরের সবুজ দুনিয়া। একজন মগডালে বসে ট্যাঁট্যাঁ করলেই অন্যজন ডানা ঝাপটে কোন কোটর থেকে উড়ে এসে পাশের ডালে বসে। লাল ঠোঁটের কচি সবুজ পাখিগুলোর অবুঝ রঙ্গ বেশ লাগছে। কয়েকটাকে লেন্স-এ ধরবার চেষ্টা করলাম। হাই জুমে ধরাও দিল।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...