পেঞ্চ (মধ্যপ্রদেশ)

মধ্যপ্রদেশের দক্ষিণে সাতপুরা পর্বতমালার কোলে অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্ক। পেঞ্চের সংরক্ষিত এলাকা দিয়ে বয়ে গেছে পেঞ্চ নদী যার অনুসরণেই এই পার্কের নামকরণ। ১৯৬৫ সালে এটি অভয়ারণ্য ঘোষিত হয়। ১৯৭৫ সালে জাতীয় উদ্যানের মর্যাদায় উন্নীত হয় আর ১৯৯২ তে একটি ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে তালিকাভুক্ত হয়। এখান থেকে ৮০ কিলোমিটারের দূরত্বে নাগপুর শহর। ভারতের সর্বত্র থেকে নাগপুরের রেল যোগাযোগ রয়েছে।

ব্যাঘ্র প্রকল্পের আয়ত্তে পার্কটিকে নিয়ে আসার পর বাঘের সংখ্যা এখানে বেড়ে প্রায় ৪০। Pench নদী এপ্রিলে শুকিয়ে গেলেও পার্কে বহু ঝরনা এবং নালা রয়েছে যেখানে বনের পশুরা এসে জল পান করে। লেপার্ড, বনবেড়াল, চিতল, সম্বর, বার্কিং ডিয়ার, নীলগাই, গউর, বন্য শূকর, অ্যান্টিলোপ, শ্লথ বেয়ার, হায়েনা, সজারু, উড়ন্ত কাঠবেড়ালি ইত্যাদি প্রায় ৩৩ প্রজাতির স্তন্যপায়ী জীবের দেখা পাওয়া যায় এই জঙ্গলে। ২১০ রকমের পাখির সন্ধান এপর্যন্ত এখানে পাওয়া গেছে। এদের মধ্যে কয়েকটি হল ময়ূর, রেড ভেনটেড বুলবুল, কাক তিতির, ক্রিমসন-ব্রেসটেড বারবেট, ইন্ডিয়ান রোলার, পিনটেইল, শোভেলার ইত্যাদি। ১৩ রকমের সরীসৃপণ্যউপস্থিতিও রয়েছে এই জঙ্গলে। এই জঙ্গলের বৃক্ষরাজির মধ্যে টিক হচ্ছে সবচেয়ে দুর্লভ সম্পদ। এছাড়াও রয়েছে মোয়ান, মহুয়া, মোখা, তেন্দু, বিজা, গরাবি, বরাঙ্গা, পলাশ, বাঁশঝাড় ইত্যাদি বৃক্ষরাশি।

পেঞ্চ ন্যাশনাল পার্কটিতে দর্শনীয় স্থান রয়েছে সাতটি। এই সাতটি জায়গা ঘুরে নিলেই সম্পূর্ণ পার্কটির বন্যসম্পদ এবং এখানে বিচরণকারী পশু-পক্ষীর সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। প্রধান স্পটগুলি হল সীতাঘাট, আলিকাট্টা, চিণ্ডিমাত্তা রোড, বোধানালা রেঞ্জ, রাইয়াকাস্সা ওয়াচটাওয়ার দুব রোড এবং কালাপাহাড় ।

টুরিস্টদের জন্য পার্ক খোলা থাকে ১ অক্টোবর থেকে ৩০ জুন অবধি। বর্ষার সময় (জুলাই- সেপ্টেম্বর) পার্ক বন্ধ করে দেওয়া হয়। পার্ক খোলা থাকে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৬টা।

কীভাবে যাবেন : হাওড়া থেকে ট্রেনে নাগপুর। গীতাঞ্জলি এক্সপ্রেস, দুরন্ত, জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস সবই নাগপুর জংশনে দাঁড়ায়। নাগপুর থেকে গাড়ি ভাড়া করে পেঞ্চ ন্যাশনাল পার্কে পৌঁছোনো যায়। এছাড়াও ৩৫ কিলোমিটার দূরে রামটেক থেকে রোজের বাস সার্ভিস রয়েছে।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...