বান্দিপুর (কর্ণাটক)

ভারতবর্ষে যতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে সৌন্দর্যে এবং দক্ষ তত্ত্বাবধানের অন্তর্গত বলা যেতে পারে বান্দিপুর ন্যাশনাল পার্ককে।

কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতমালার কোলে নীলগিরির গায়ে মাইসোর-উটি হাইওয়ের উপর, চামরাজনগর জেলায় অবস্থিত এই পার্কটির আয়তন ৮৭৪.২ স্কোয়ার কিলোমিটার। তামিলনাড়ুর মৃদুমালাই বণ্যপ্রাণী সংরক্ষণ, কেরলের ওয়েনাড বন্যপ্রাণী সংরক্ষণ এবং উত্তরে নাগারহোল ন্যাশনাল পার্ক বান্দিপুরের সঙ্গে যোগ হয়ে একত্রে ভারতের সবথেকে বড়ো প্রাণী সংরক্ষিত এরিয়া হিসেবে খ্যাতি লাভ করেছে।

মাইসোর থেকে বান্দিপুরের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার এবং উটি থেকে ৭০ কিলোমিটার। সরকারি বাস, প্রাইভেট বাস এবং ট্যাক্সি যোগাযোগ রয়েছে মাইসোর থেকে।

বহু ধরনের বৃক্ষরাজির ভাণ্ডার এই অঞ্চলে। তার মধ্যে প্রধান টিক এবং রোজউড। বাঘের সংখ্যা হিসেবে Bandipur জাতীয় উদ্যান ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও আলগা ভল্লুক, মুগারস, ইন্ডিয়ান রক পাইথন, চার শৃঙ্গযুক্ত মৃগ, ধূসর ল্যাঙ্গুর, প্যানথার, জংলি কুকুর, শুয়োর, অ্যান্টিলোপ, চিতল, সম্বর, বার্কিং ডিয়ারের দেখা মেলে। হাতির সংখ্যা প্রচুর। হাতির দলের দেখা না পেয়ে এখান থেকে কাউকে ফিরে আসতে শোনা যায় না। সরীসৃপের মধ্যে পাইথন, কিং কোবরা, র‍্যাট স্নেক, গ্রিন পিট ভাইপার হামেশাই চোখে পড়ে। জলাশয়গুলিতে ২০০-র উপরে পাখির দেখা পাওয়া যায়। কুইলম, মালাবার গ্রে হর্নবিল, ট্রোগান, ব্লুউইং প্যারাকিট ইত্যাদি আরও বহু পাখির দেখা মেলে এখানে, যা পৃথিবীর কোথাও দেখতে পাওয়া যায় না।

Bandipur-এর অন্যতম আকর্ষণ হিমাবাদ গোপালস্বামী বেট্টা (পাহাড়) মন্দির। পার্কের সর্বোচ্চ শিখরে (১৪৫৪ মিটার) এই মন্দির অবস্থিত এবং এখান থেকে পুরো বান্দিপুরের অপার্থিব সৌন্দর্য অবলোকন করা যায়। বন্দিপুরের সংরক্ষিত এলাকার বুক চিরে বয়ে গেছে মোয়ার, কাবিনি এবং নুগু নদীর জলধারা। একসময় মাইসোরের মহারাজাদের প্রিয় শিকারের জায়গা ছিল বান্দিপুর। এখানে যাওয়ার সবথেকে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ।

কীভাবে যাবেন : হাওড়া থেকে মাইসোর এক্সপ্রেস আপনাকে মাইসোর জংশনে নামিয়ে দেবে। মাইসোর থেকে বাস, ট্যাক্সি পৌঁছে দেবে বান্দিপুর।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...