ভ্রমণ পিপাসুদের জন্য দক্ষিণ আফ্রিকা বরাবরই আকর্ষণের কেন্দ্রে। তবে, ২০২২ সালে ভারতীয়দের জন্য দক্ষিণ আফ্রিকা হয়ে উঠেছিল অন্যতম ভ্রমণ গন্তব্য। আরও প্রচারের ফলে ভারতীয় পর্যটকদের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে অ্যাডভেঞ্চার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার তাগিদ ক্রমশ বাড়ছে। পূর্ববর্তী বছরের তুলনায় ভারত থেকে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি হয়েছে ২০০ শতাংশ। গত বছর নভেম্বর পর্যন্ত এই রেনবো নেশন প্রায় ৫০,০০০ ভারতীয়কে স্বাগত জানিয়েছে নিজের দেশে। এই বৃদ্ধির ফলে সাউথ আফ্রিকান ট্যুরিজম তাৎপর্যপূর্ণ ভাবে এর ৩৩,৯০০-র বেশি ভ্রমণার্থী নিয়ে আসার লক্ষ্য অতিক্রম করেছে বছরের একেবারে শুরুতেই।

ট্যুরিজম-এ গতিশীলতা ধরে রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই প্রভৃতি ভারতের প্রধান শরগুলিতে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি রোড শো আয়োজন করেছিল সাউথ আফ্রিকান ট্যুরিজম। এর সঙ্গে ছিল ৩৫ সদস্যের ট্রেড ডেলিগেশন। ২০২২-এ, সাউথ আফ্রিকার পর্যটনে ভারত হয়েছে ষষ্ঠ বৃহত্তম আন্তর্জাতিক সোর্স মার্কেট। ২০২৩-এর জন্য এর স্ট্র্যাটেজিক রোডম্যাপের ওপর নির্দেশিকা প্রদান করে ট্যুরিজম বোর্ডের লক্ষ্য তাদের পূর্ববর্তী লক্ষ্যের চেয়ে ৭২ শতাংশের বেশি ভারতীয় পর্যটক অর্জন করা।

সাউথ আফ্রিকান ট্যুরিজম, এমইআইএসইএ, হাব হেড নেলিস্বা এনকানি জানিয়েছেন, ‘এটা হল আমাদের ১৯তম বার্ষিক ইন্ডিয়া রোড শো এবং প্রতিবার আমরা অভিনন্দিত হই এদেশের পর্যটকদের থেকে দক্ষিণ আফ্রিকার চমৎকার গন্তব্যের জন্য। বৈশ্বিকভাবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে ভারত রয়েছে একেবারে সামনের সারিতে। এই গতিশীলতা আরও এগিয়ে নিয়ে যেতে, সম্প্রতি আমরা চালু করেছি আমাদের ‘মোর অ্যান্ড মোর’ ক্যাম্পেনের দ্বিতীয় পর্ব, যা ভারতের ভেতরে আমাদের টার্গেট অঞ্চলের ভ্রমনার্থীদের যুক্ত করবে দেশী ও স্থানীয় উপাদানের মাধ্যমে। আমাদের কাস্টমাইজড এনগেজমেন্ট মডেলের মধ্য দিয়ে আমরা আশা করি ভ্রমণের আকাঙ্ক্ষা ও ইচ্ছে আরও বৃদ্ধি করতে পারব। চলতি বছরে, আশা করা হচ্ছে কলকাতা হয়ে উঠবে ভারতের মধ্যে অন্যতম দ্রুততম বিকাশীল সোর্স মার্কেট। অতিমারির পর ভ্রমণবিধিতে ছাড় হল বৃহত্তম সাফল্য।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...