সবুজের দুনিয়া। রূপকথার মতো সুন্দর! কেউ যেন বলেছিলেন, সফরসঙ্গী হবে মনে মতো। নইলে ঘুরে মজা নেই।

ভাল্লুকডাঙার মায়াবী রূপের মায়া ছেড়ে চললাম ছিয়াবাড়ি। অর্থাৎ ছায়াবাড়ির দিকে। এখানে পৌঁছে মালুম হয় এ এক অন্য ভূস্বর্গ! ঘন সবুজ অরণ্যের পাশে ছিয়াবাড়ি। এখানেও চারিদিকে শুধুই চা-বাগান। তারই মাঝে চলে গেছে দূরে বহুদূরে কালো ফিতের মতো রাস্তা। সেসব রাস্তা যেন আয়না! মুখ দেখা যাবে। বেলা পড়ে আসছে। শীত বাড়ছে। সৌন্দর্যের খনি ছিয়াবাড়ি। সৌন্দর্যের নেশায় বুঁদ হয়ে যেতে হয় আপনা হতেই! বেলাশেষের আলোয় স্বপ্ন ভিড় করে রূপকথার দেশে! কাছেই পাহাড়ি বাঁশের নজরমিনার। ওপরে উঠে দেখলে ভীষণ দৃষ্টিনন্দন লাগে চারিপাশ। আর পাহাড়-ছোঁয়া বাতাসে আবিষ্ট করে শরীর-মন! উতলা নির্ঝর সবুজ বাতাসে শোনা যায় ঝরনার শব্দ। সে-ঝরনা চা-বাগানের বাতাসে সৃষ্টি!

হোটেলে ফিরে খেয়েদেয়ে লম্বা ঘুম। পরদিন যাওয়া মাই পোখরি। ইলমের চা-বাগানকে বিদায় জানিয়ে রওনা হলাম মাই পোখরি। এই রাস্তা নেপাল দিয়ে সান্দাকফু যাওয়ার পথ। মাই পোখরি হল হিমালয়ান স্যালাম্যান্ডারের আঁতুড়ঘর। এ-সফরে পাহাড়ের সঙ্গে আছে চা-বাগান। আছে পাইন আর কিউয়ি। আর পোখরি তো আছেই। পোখরির অর্থ সাদাবাংলায় পুকুর। তবে পুকুর না-বলে, দিঘি বললে যথাযথ মর্যাদা দেওয়া হবে মাই পোখরিকে। লেক বা হ্রদ বললেও অত্যুক্তি হবে না।

আরণ্যক সৌন্দর্য এখানে মনের ডাক্তার। মন ভালো করে দেয়। যাওয়ার সময় চোখে পড়ে পাহাড়ের গায়ে আঁকাবাঁকা পথ। টুকরোটাকরা ভাসা ভাসা নেপালি গ্রাম্যবাড়ি! যতই এগিয়ে যাওয়া যায়, ততই সৌন্দর্য দৃশ্যমান হয়। পরতে পরতে খোলে রূপ। সুন্দর এখানে বড়োই রহস্যময়! স্বর্গীয় সৌন্দর্য, প্রাকৃতিক শান্তি আর স্বপ্নের বেড়ানো এই তিনটি একসঙ্গে চাইলে মাই পোখরি হল আদর্শ।

মাই পোখরির বাইরে থেকে দেখলে বোঝা যায় না এর ভিতরের পরিবেশ-প্রকৃতি কেমন! টিকিট নিলে ভিতরে প্রবেশের অনুমতি মেলে। মন ভরে যায় ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই। পোখরির চারপাশে হেঁটে বেড়ানোর চমৎকার পথ। সে-পথের সঙ্গে জড়িয়ে কতশত গাছগাছালি! অবাক হয়ে দেখতে হয় বিশাল বিশাল পাতাওয়ালা পাহাড়ি ফার্ন। সম্ভ্রম জাগানো নির্জনতায় শুধুই পাখির ডাক। কতরকমের হিমালয়ান বার্ড। মাই পোখরির রূপ-সৌন্দর্য অবর্ণনীয়! নইলে পঞ্চপাণ্ডব মোহিত হয়েছিলেন এখানকার রূপে! এমনই কিংবদন্তি চালু মাই পোখরি ঘিরে। জায়গাটি তাঁদের ভালো লাগে। তাই বিশ্রাম নিয়েছিলেন বেশ কয়েক দিন। স্থানীয়দের কাছে পঞ্চপাণ্ডবের মাই পোখরি আগমনের কাহিনি শোনা যায়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...