শুধু অসীম জলরাশি আর বিশালাকার ঢেউ দেখাই নয়, আরও নতুন অনুভূতি এবং অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছে থাকলে ঘুরে আসুন এই পাঁচ সাগরবেলায়। শান্ত-স্নিগ্ধ, বর্ণময় সাগরবেলা। দেখুন সূর্যোদয়। মুগ্ধ হবেন। সাগরপাড়ে সিল্ক শাড়ির মেলা দেখে, ফরাসি খাবারের স্বাদও নিতে পারেন। কাজু, কলা, নারকেল, কাঁঠাল প্রভৃতি গাছের ডালপালা আপনাকে স্বাগত জানাবে। সমুদ্রসৈকতের অনতিদূরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুন্দর বাড়িঘর, বাগান, মন্দির আর টাইলস ও সিরামিক ফ্যাক্টরি দেখার অভিজ্ঞতাও অমলিন হয়ে থাকবে। বালিয়াড়িতে জেলেদের নোঙর ফেলে নৌকো বাঁধা কিংবা মাছ ধরার শুকনো জাল গুটিয়ে বাড়ি ফেরার দৃশ্য উপভোগ করতে-করতে গোধূলির আলো গায়ে মেখে নিরালা সৈকতে ঘুরে বেড়াতে ভালো লাগবেই।

রুশিকুল্যা

ওড়িশার তিনটি সি-বিচের মধ্যে রুশিকুল্যা অন্যতম। এই সি-বিচের সৌন্দর্য এবং বৈচিত্র্যের কথা আগেই শুনেছিলাম অনেকের কাছ থেকে। তাই দলবেঁধে বেরিয়ে পড়েছিলাম রুশিকুল্যার উদ্দেশে।

ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে চারচাকার যান ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম গন্তব্যে। গঞ্জাম জেলায় অবস্থিত রুশিকুল্যা বিচে পৌঁছোতে সময় লেগেছিল মাত্র তিন ঘণ্টা। তখন বিকেল গড়িয়েছে। সূর্যাস্তের সময়। দেখলাম রুশিকুল্যায় সূর্যাস্ত। অপূর্ব! লালচে নরম বালি আর জলের ওপর সূর্যের রক্তিম আভা এক মোহময় পরিবেশ তৈরি করেছিল। সেই সৌন্দর্য শুষে নিয়ে আমরা হোটেলে ফিরেছিলাম।

নৈশভোজের পর সামান্য অপেক্ষা। তারপর ঠিক রাত ১২টায় আবার এসে পৌঁছোলাম রুশিকুল্যা বিচে। জ্যোৎস্না রাত। মায়াবি আলোয় ঘেরা নির্জন সাগরবেলা। মার্চ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যরাতে সমুদ্রসৈকতে পৌঁছোনোর কারণ ছিল এই যে, এই সময় কচ্ছপের ডিমপাড়ার দৃশ্য উপভোগ করা যায়। পৃথিবীর বিরলতম অলিভ রিড়লে কচ্ছপে ভরা থাকে এই সমুদ্রসৈকত। নিরালা এই সমুদ্রসৈকতে পুরুষ কচ্ছপরা ঘুরে বেড়ায় এদিক-ওদিক, আর মেয়ে কচ্ছপরা বালির গর্তে ডিম পাড়ে। নিস্তব্ধতা না ভেঙে আমরা সেই কচ্ছপদের ডিমপাড়ার দৃশ্য উপভোগ করেছিলাম এবং ক্যামেরার ফ্ল্যাশলাইট অফ করে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতেও পেরেছিলাম।

কীভাবে যাবেন : দমদম থেকে বিমানে কিংবা হাওড়া থেকে ট্রেনে ভুবনেশ্বর পৌঁছোন। ওখান থেকে গাড়িতে মাত্র ১৪০ কিলোমিটার পেরোলেই রুশিকুল্যা বিচ। তবে ট্রেনে ভুবনেশ্বর না নেমে, গঞ্জাম স্টেশনেও নামতে পারেন কিন্তু ওখান থেকে গাড়ি পেতে একটু অসুবিধা হয়।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...