স্কিন কেয়ার থেকে শুরু করে লুক্স মেনটেন করা– সবই ব্যয়সাপেক্ষ বিউটি ট্রিটমেন্ট-এর অঙ্গ। আর তার জন্যই নিয়মিত বিউটি পার্লার-এ যেতে হয় আমাদের। রেগুলার সৌন্দর্য চর্চা বা স্পা ট্রিটমেন্টের মাসিক খরচের অঙ্কটা কিন্তু খুব কম নয়। তাই এককালীন ইনভেস্টমেন্ট করুন, আর কিনে ফেলুন আধুনিকতম কিছু গ্যাজেট। এর দরুণ উৎসবের দিনগুলিতেই শুধু নয়– সারা বছর আপনার সৌন্দর্য অম্লান থাকবে।
ক্লিনজিং ব্রাশ
সুকোমল ত্বকের জন্য দৈনিক
ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং-এর বিউটি রেজিম খুব জরুরি। ক্লিনজিং-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন যারা বেরোন তাদের জন্য বিশেষ করে, ত্বকের গভীর থেকে পরিচ্ছন্নতার প্রয়োজন হয়। না হলে ব্রণ, ফুসকুড়ি, ত্বকের ছোটোখাটো সংক্রমণে জেরবার হতে হয়। তাই একটি ক্লিনজিং ব্রাশ আপনার রেজিমের অপরিহার্য উপকরণ। এটা ত্বককে বাইরে থেকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে ও ভেতর থেকে পরিচ্ছন্ন। ত্বকের মাসাজের ফলে এটি ত্বককে নমনীয় করে।
কীভাবে ব্যবহার করবেন
ক্লিনজিং ব্রাশের কিট-এর সঙ্গে ক্লিনজিং ক্রিমও পাওয়া যায়। প্রথমে মুখে ভালো করে ক্লিনজিং ক্রিম লাগিয়ে নিন। এবার এই ক্লিনজিং ব্রাশের সাহায্যে ৫ মিনিট মাসাজ করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
স্মার্ট টিপ্স
ওলে প্রো এক্স মাইক্রোডার্মাব্রেশন অ্যাডভান্স ক্লিনজিং ব্রাশ প্রোঅ্যাক্টিভ স্কিন ক্লিনজিং ব্রাশ বা স্পা সনিক কেয়ার সিস্টেম প্রভৃতি গ্যাজেটস্-এর মধ্যে থেকে, যে-কোনও একটি ব্রাশ কিনতে পারেন।
রিংকল ইরেজার
মুখের বলিরেখা সরানোর জন্য পার্লারে গিয়ে টাকা খরচ করার বদলে একটা রিংকল ইরেজার পেন কিনে আনুন। এর দ্বারা মুখের ত্বকের উপর দাগ রেখে যাওয়া ফাইন লাইন্স দূর করা সম্ভব। সেই সঙ্গে চোখের চারপাশের ক্রোজ ফিট, ঠোঁটের দুপাশের ভাঁজ প্রভৃতি কমিয়ে দেওয়া যায়। সুফল পাওয়ার জন্য, সপ্তাহে ৪ বার এটা ব্যবহার করা উচিত। স্কিন ফ্রেশ আর তারুণ্যে ভরপুর হয়ে উঠবে।
কীভাবে ব্যবহার করবেন
রিংকল ইরেজার পেন ব্যবহার করার আগে, চোখের নীচের সংবেদনশীল অংশে ক্রিম লাগিয়ে নিন। এরপর রিংকল ইরেজার পেন অল্প চাপ দিয়ে চোখের চারপাশে ও গালের ত্বকে বুলিয়ে তুলে নিন। এই পদ্ধতিতে ৪-৫ মিনিট বলিরেখার পরিচর্যা করুন। একই ভাবে ঠোঁটের চারপাশে পড়া ভাঁজও নির্মূল করা সম্ভব।
স্মার্ট টিপ্স
রিংকল ইরেজার পেন-এর দাম ২ হাজার টাকা থেকে ৪ হাজারের মধ্যে। কেয়ার জয়, ইরেজার পেন, এইচজিএফ রিংকল ইরেজার পেন, ডার্মাসিন ইন্সট্যান্ট রিংকল ইরেজার প্রভৃতির মধ্যে থেকে যে-কোনও একটি বেছে নিতে পারেন।
স্কিন স্মুদার
মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল। রোদ, ধুলোময়লা ও দূষণ তো আছেই, সেই সঙ্গে আবহাওয়ার হেরফেরও প্রভাব ফেলে ত্বকের উপর। এর ফলে ত্বক অনেক সময়ই শুষ্ক হয়ে যায়। ত্বকে ছোপ পড়ে বা ত্বক নির্জীব দেখতে লাগে। এই পরিস্থিতিতে উৎসবের আগে ফ্রেশ লুকের জন্য, যে-কোনও নামি পার্লারে আপনি স্কিন স্মুদার ব্যবহারের পরিষেবা পেতে পারেন। এখন এই গ্যাজেটই যদি নিজে কিনে নেন, তাহলে সপ্তাহে ৪ বার এর ব্যবহারে শুষ্ক ত্বকে কোমল ভাব আসবে এবং ছোপের পরত উঠে গিয়ে স্কিনে এক ধরনের গ্লো আসবে। স্কিন স্মুদার ডার্ক স্পট-ও হ্রাস করে।
কীভাবে ব্যবহার করবেন
সমস্ত মুখে ভালো ভাবে ময়েশ্চারাইজার লাগানোর পর স্কিন স্মুদার দিয়ে মাসাজ করুন। এর ফলে রুক্ষ ত্বকের দাগ-ছোপের পরত ফিকে হয়ে যাবে। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে।
স্মার্ট টিপ্স
ফিলিপ্স স্কিন স্মুদার, পিএসডি পার্সোনাল মাইক্রোডার্ম, আল্ট্রাসনিক স্কিন স্মুদার মেশিন প্রভৃতি ব্যবহার করতে পারেন। এর দাম হাজার টাকা থেকে শুরু। অনলাইনেও কিনতে পারেন এই গ্যাজেট।
টুইজার
আইব্রোর শেপ নষ্ট হয়ে গেলে আমরা সাধারণত পার্লারে হাজির হই। কিন্তু এমন পরিস্থিতি কখনও কখনও হয় যখন পার্লারে যাওয়ার সময় নেই হাতে অথচ উৎসব-অনুষ্ঠান আসন্ন। এই পরিস্থিতিতে টুইজারের সাহায্য নিতে পারেন ভ্রূ’র এক্সট্রা হেয়ার তুলে ফেলার জন্য। এর ফলে আইব্রোর শেপ সবসময়ই অক্ষুণ্ণ থাকবে।
কীভাবে ব্যবহার করবেন
টুইজার ব্যবহার করা খুব সহজ। এটি চিমটের মতো হয়, ফলে টুইজার দিয়ে রোম তুলে ফেলা খুব সহজ।
স্মার্ট টিপ্স
টুইজার ১০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে পেয়ে যাবেন বাজারে। ব্লু স্ল্যান্ট টুইজার, টুইজার গুরু, হার্পারটোন প্লাককিট প্রভৃতি কিনতে পারেন।
হেয়ার রিমুভার লেজার
হাত, পা, বিকিনি লাইন-সহ শরীরের নানা অংশের অবাঞ্ছিত রোমের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার এ এক অনবদ্য উপায়। এর জন্য বাজার থেকে কিনে নিন হেয়ার রিমুভাল লেজার বিউটি গ্যাজেট। এটা শুধু রোম নির্মূলই করে না, ত্বক কোমলও করে। এর ব্যবহারে যন্ত্রণাময় অনুভূতি হয় না। প্রতি মাসে নয়, এর ব্যবহার দেড়-দুমাসের ব্যবধানে করা যায়।
কীভাবে ব্যবহার করবেন
অবাঞ্ছিত রোম যেখানে রয়েছে, সেই সব অংশে এই গ্যাজেট বোলাতে থাকুন। এর ফলে রোম নির্মূল হবে।
স্মার্ট টিপ্স
হুইট হেয়ার রিমুভাল ডিভাইস, ভার্সো ই-পেন পার্মানেন্ট হেয়ার রিমুভাল, ট্রায়ো হেয়ার রিমুভাল লেজার প্রভৃতির মধ্যে থেকে
যে-কোনও একটি কিনতে পারেন। দাম ৫ হাজার টাকা থেকে শুরু।
টেম্পোরারি স্কিন টাইটনার
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের উপর একটা স্বাভাবিক বার্ধক্যের ছাপ পড়ে। অনেকসময় কেমিক্যাল-যুক্ত প্রসাধনী বেশিমাত্রায় ব্যবহার করলেও, প্রতিক্রিয়া স্বরূপ মুখের ত্বকের টান ভাব হ্রাস পায়। পার্লারে স্পা বা মাসাজ করিয়ে উপকার পাওয়া যায়। একান্তই সময়াভাব হলে আপনি বাড়িতেই ব্যবহার করতে পারেন একটি বিশেষ গ্যাজেট, টেম্পোরারি স্কিন টাইটনার। স্থায়ীরূপে না হলেও বেশ কিছুদিন আপনার ত্বকের টানটান ভাব বজায় রাখতে সাহায্য করবে এই গ্যাজেট।
কীভাবে ব্যবহার করবেন
স্কিন টাইটনিং মেশিনটি, ঢিলে হয়ে যাওয়া ত্বকের উপর রেখে হালকা করে চাপ দিন ও তুলে নিন। এভাবে কিছুক্ষণ করার ফলে নিজেই অনুভব করবেন, ত্বকে একটা টানটান ভাব এসেছে।
স্মার্ট টিপ্স
কয়েকটি রিংকল ইরেজার গ্যাজেট আছে, যা স্কিন টাইটনিং-এর কাজ করে থাকে। কিন্তু শুধু স্কিন টাইটনিং যদি উদ্দেশ্য হয়, তাহলে ভেনাস বিবা স্কিন টাইটনিং, ট্রায়ো স্কিন টাইটনিং, নিশা স্কিন টাইটনিং মেশিনের মধ্যে একটি বাছতে পারেন। এর দাম ১৫০০ টাকা থেকে শুরু।
ফেসিয়াল হেয়ার রিমুভার
উৎসবের সাজ মাটি করে দিতে পারে মুখের অবাঞ্ছিত রোম। মুখমণ্ডলে অবাঞ্ছিত রোম থাকলে সেটি নির্মূল করার জন্য যারা পার্লারে যান, তাদের পরিশ্রম কমাতে ফেসিয়াল হেয়ার রিমুভার গ্যাজেটটি অত্যন্ত ফলপ্রসূ। এর সাহায্যে ঘরে বসেই অবাঞ্ছিত রোম থেকে নিস্কৃতি পাওয়া সম্ভব। ওয়াক্স বা হেয়ার রিমুভিং ব্লিচ ক্রিম-এর ঝামেলা পোহাতে হবে না আর, এই গ্যাজেটই অল্প সময়ের মধ্যে আপনাকে অবাঞ্ছিত রোমের প্রকোপ থেকে মুক্তি দিতে পারে।
কীভাবে ব্যবহার করবেন
ফেসিয়াল হেয়ার রিমুভারের দুটো বাহু দু-হাত দিয়ে ধরুন এবং মুখের উপর থেকে নীচের দিকে বোলাতে থাকুন। এর ফলে মুখের যেখানে রোমের আধিক্য, সেই সব অংশ নিমেষে রোমশূন্য হয়ে যাবে।
স্মার্ট টিপ্স
টুইজারের মতোই ফেসিয়াল হেয়ার রিমুভারও খুব সুলভে পাওয়া যায়। দাম মাত্র ১৫০ টাকা থেকে শুরু। টুইজারমেন স্মুদ ফিনিশ ফেসিয়াল হেয়ার রিমুভার, ইউনিক হেয়ার রিমুভার, ভিআইওয়াই কুইক স্মুদ হেয়ার রিমুভার প্রভৃতির মধ্যে থেকে, আপনার সুবিধামতো গ্যাজেটটি বেছে নিন।
সেফটি রুল্স
ভালো পার্লারে এই ধরনের পরিষেবা প্রফেশনাল্সরা দিয়ে থাকেন। তাই কাজটা নিখুঁত ভাবে হয়, জানালেন কলকাতার হেড টার্নার্স স্যালন-এর প্রতিনিধি। সুতরাং আত্মবিশ্বাস থাকলে তবেই এগুলি ঘরে বসে ব্যবহার করা যেতে পারে। একান্তই যদি ঘরে ব্যবহার করেন, গৃহশোভার পরামর্শ হলঃ
গ্যাজেটের প্যাকেটের উপর লেখা ব্যবহার বিধি ভালো ভাবে পড়ে, বুঝে তবেই ব্যবহার করুন।
স্কিন অ্যালার্জি থাকলে আগে ডার্মাটোলজিস্ট-এর পরামর্শ নিয়ে তবেই গ্যাজেট ব্যবহার করুন।
আপনি প্রেগন্যান্ট হলে বা বাচ্চাকে ব্রেস্ট-ফিডিং করানোর পর্যায়ে থাকলে, একেবারেই এই সব গ্যাজেট ব্যবহার করবেন না।