আই মেক-আপ বদলাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। পার্টিতে আপনার চোখে সম্মোহনী সৌন্দর্য আনতে পারে আপনার ইউনিক আইলাইনার স্টাইল। অফবিট কিছু আইলাইনার স্টাইল এখানে দেওয়া হল, যা আপনাকে করবে সবার থেকে আলাদা।

রেগুলার আইলাইনার স্টাইল থেকে বেরিয়ে এসে, লেটেস্ট ডিজাইন ফ্লন্ট করে, হয়ে উঠুন ফ্যাশন আইকন। বলিউডের লেটেস্ট কয়েকটি আই মেক-আপ এখানে দেওয়া হল, যা আপনাকে ট্রেন্ডি হতে সাহায্য করবে।

ফ্লোরাল আইলাইনার

আই মেক-আপ-এ সুপার কুল লুক আনতে, ফ্লোরাল আইলাইনারের জবাব নেই। আই মেক-আপের জন্য মূলত ব্ল্যাক বা ব্রাউন শেডের আইলাইনার এর ব্যবহার করা হয়। কিন্তু ফ্লোরাল আইলাইনারের ক্ষেত্রে, হোয়াইট, ইয়েলো, পিংক, রেড বা পার্পল-এর মতো বোল্ড শেড্ও চলতে পারে।

এই কালারফুল ডিজাইন-এর মাধ্যমে মূলত নানা রকম ফুলপাতা আঁকা হয়ে থাকে। চোখের উপরের অংশ জুড়ে বা শুধু চোখের কর্ণারে করতে পারেন এই ফ্লোরাল প্যাটার্ন। এর জন্য পেন বা লিকুউড আইলাইনার ব্যবহার করাই ভালো। এমনকী ডে-পার্টিতেও বেমানান হবে না এই আইলাইনার স্টাইল।

ক্রিস্টাল আইলাইনার

আপনার ডিজাইনার আউটফিট-কে পারফেক্টলি কম্প্লিমেন্ট করতে পারে ক্রিস্টাল আইলাইনার। এর জন্য প্রথমে গাঢ় ব্ল্যাক লাইনারের রেখা টানুন চোখে। পোশাকের রং অনুযায়ী এই রেখা, ব্লু বা ব্রাউন-ও হতে পারে। এর জন্য লিকুইড আইলাইনারই উপযুক্ত হবে।

শুকিয়ে গেলে চোখের উপরে সুন্দর করে স্টোনস্ সাজিয়ে দিন। এর জন্য গোল্ডেন বা সিলভার বিন্দি-ও ব্যবহার করতে পারেন। এর উপর আলো পড়ে ঝলমলিয়ে উঠবে আপনার চোখ। বিয়েবাড়ি বা সান্ধ্য পার্টিতে দারুণ গ্ল্যামারাস এফেক্ট দেবে এই আইলাইনার স্টাইল।

স্টিক অন আইলাইনার

আপনি কি আইলাইনারের নানা শেড ও শেপ ট্রাই করতে চান? কিন্তু প্রফেশনালদের সাহায্য নিতে পারছেন না? আইলাইনারের রেখা যারা নিঁখুত ভাবে টানতে পারেন না, তাদের জন্যই প্রস্তুত হয়েছে, স্টিক অন আইলাইনার।

বাজারে এই ধরনের আইলাইনার, নানা শেড-এ ও নানা শেপ-এ পাওয়া যায়। এর দ্বারা আপনি স্টাইলিশ লুক পেতে পারেন। এর জন্য আপনাকে শুধু একটা স্টিকার লাগাতে হবে চোখের রেখা বরাবর। তবে দিনের মেক-আপ-এর বদলে নাইট পার্টির জন্য এগুলি বেশি উপযোগী।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...