আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে মধুর আওয়াজ। বাংলায় আবার একটি নতুন বছর। আর এই নববর্ষে টেক্বা দিতে ফ্যাশনেও মনোযোগ দেওয়া শুরু করেছেন বঙ্গ ললনারা। কী মেক-আপ বাছবেন আর পার্লারে চুলটা কীভাবে নতুন শেপ দিলে মনের মানুষের আরও কাছে পৌঁছোবেন, তারই জল্পনা তুঙ্গে এখন। সঙ্গে আড্ডা আছে, ঘোরাঘুরি এবং খাওয়াদাওয়ার পেল্লাই আয়োজন রয়েছে। আর এই সবকিছুর জন্যই নিজেকে ফ্যাশনদুরস্ত করবার দরকার। মেক-আপ আর চুলের স্টাইল ছাড়া যেটা প্রায় অসম্ভব।

ঘরে-বাইরে সব ক্ষেত্রেই মেক-আপটা সানশাইন মেক-আপ হলে ভালো হয়। এই মেক-আপ শিমারি লুকের সঙ্গে গরমে কুল থাকতেও সাহায্য করবে।

শুরু করা যাক বেস দিয়ে। গরম এবং ঘাম এড়ানো মুশকিল, সুতরাং পাউডার বেস ব্যবহার করুন। এতে ঘাম কম হবে আর মেক-আপও অনেকটা সময় ধরে টিকে থাকবে। বেস-এর জন্য গোল্ডেন টিন্ট-যুক্ত শিমারি প্যান কেক ব্যবহার করলে সবথেকে ভালো হয়।

আই মেক-আপের জন্য ইয়েলো কালারের শাইনি আইশ্যাডো চোখের ভিতরের কোণটাতে লাগান এবং মধ্যেখানটা ও বাইরের কোণে গ্লসি অরেঞ্জ শেড বুলিয়ে নিন। আই মেক-আপ-এ লংলাস্টিং এফেক্ট দেওয়ার জন্য আইশ্যাডো লাগাবার আগে চোখে আই প্রাইমার লাগিয়ে নিতে পারেন।

চোখের মেক-আপের ফিনিশিং টাচ পারফেক্ট করার জন্য আইলিডের উপর পাতলা লাইনার লাগান এবং চোখের পাতার মাস্কারার কোটিং-এর সঙ্গে ভালো ভাবে মার্জ করিয়ে দিন। ঠোঁটেও সানশাইন এফেক্ট দেওয়ার জন্য অরেঞ্জ, পিংক-এর লিপশেডস বাছুন। গরমে ঘাম হয় বলে মেক-আপের জন্য ওয়াটার প্রুফ এবং ওয়াটার রেজিস্টেন্ট প্রোডাক্টই বেছে নেওয়া দরকার।

যারা বেশি ঘামেন, তাদের টাচআপের জন্য রুমাল, টিস্যু পেপারের সঙ্গে টু ওয়ে কেক নিজের কাছে রাখাটা খুব জরুরি। মার্কেটে আজকাল অনেক রকমের রিফ্রেশিং স্প্রে পাওয়া যায় যেগুলি মুখের ক্লান্তি দূর করে রিফ্রেশ লুক রাখতে সাহায্য করে।  ১০টি মেক-আপ প্রোডাক্টস যেগুলি সকলের কাছেই থাকা বাঞ্ছনীয় যেমন লিপস্টিক, আইল্যাশ কালার, আইমাস্কারা, ওয়াটারপ্রুফ কনসিলার, ডার্ক স্মোকি আইলাইনার, ব্লাশ, বোল্ড ব্রো এনহ্যান্সার, ফাউন্ডেশন, ব্রোঞ্জার এবং আইশ্যাডো অবশ্যই ভালো ব্র্যান্ডের কিনুন।।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...