ক্রপ টপের পর এবার ক্রপ প্যান্ট-এও বাজার ছেয়ে গেছে। এই ক্রপ প্যান্টের আবার একটা পোশাকি নামও রয়েছে ‘কুলোটস্। এক সময়ে হাই এন্ড ফ্যাশন ছিল হল ডিভাইডেড স্কার্ট। বেশ কিছু ভারতীয় স্কুলে ইউনিফর্ম হিসাবে ডিভাইডেড স্কার্ট বাছা হতো মেয়েদের জন্য। প্র্যাক্টিক্যালি দেখতে গেলে এটি স্কার্ট-এরই রূপান্তর মাত্র। টিপিকাল ড্রেস-এর বাইরে বেরিয়ে চেহারায় একটু চটক আনা। এর বিশেষত্ব এই যে, এটি রোগা,  স্থূলকায়, বেঁটে– যে-কোনও বডি টাইপের জন্যই বেশ মানানসই। বর্তমানে ফ্যাশন ট্রেন্ড-এর একদম উপর সারিতে এটির অবস্থান।

পোশাক-আশাকের ব্যাপারে অনেকেই ভীষণ চুজি বা খুঁতখুতে। এটা পরলে মানাবে তো, নাকি বেঢপ লাগবে, এরকম দোটানায় থাকেন অনেকেই। অথচ ফ্যাশনের সঙ্গে গা ভাসানোর অদম্য ইচ্ছে। যদি হালফ্যাশনের সঙ্গে নিজেকে আপডেটেড রাখতে চান, তাহলে দ্বিধা না করে এগিয়ে আসুন। পছন্দ অনুযায়ী কিনে ফেলুন এই ট্রেন্ডি পোশাক।

প্রিন্টেড-এর পরিবর্তে সিংগল ডার্ক কালার বাছতে পারেন। যেমন– কালো, নীল বা গমরঙ। অ্যাংকেল লেংথ এই পোশাকগুলি পরলে,খারাপ লাগবে না আপনাকে।

কোন ড্রেস-এর সঙ্গে পরবেন কুলোটস্

যে-কোনও ড্রেসের সঙ্গেই পেয়ার করতে পারেন। এটা সম্পূর্ণভাবেই আপনার উপর নির্ভর করবে আপনি নিজেকে কোন লুকে দেখতে পছন্দ করবেন। উদাহরণ স্বরূপ, আপনি যদি হাই-ওয়েস্ট কুলোট্স বাছেন সেক্ষেত্রে যে-কোনও স্টাইলিশ ক্রপ-টপ দারুণ যাবে। আবার যদি লো-ওয়েস্ট অ্যাংকেল লেংথ পরবেন ঠিক করেন, তাহলে নি-লেংথ কুর্তির সঙ্গে ভালো মানাবে। একটু লং কুর্তির সঙ্গে পরলে, ওয়েস্টার্ন আর ফিউশন ড্রেস-এর সমন্বয় আপনার লুক-এ একটা আলাদা মাত্রা যোগ করবে।

চাইলে পছন্দসই এ-লাইন স্কার্ট-এর মতো কুলোট্সও ওয়ার্ডরোবে রাখতে পারেন। ফর্ম্যাল বা স্টাইলিশ যে-কোনও ড্রেসের সঙ্গে এই কুলোটগুলো পেয়ার করতে পারেন। স্টোন্স আর সুন্দর নকশা তোলা জুয়েলড্ টপও কুলোট্স-এর সঙ্গে স্টাইলআপ করে দেখতে পারেন, একটা আনুষ্ঠানিক লুক আসবে।

কখন, কোথায়?

কুলোটস যে শুধুমাত্র আপনাকে স্টাইলিশ লুক দেয় তা নয়, এটা কমফর্টেবলও বটে। এই কারণেই যে-কোনও জায়গাতে খুব সহজেই এটিকে ক্যারি করা যায়। বিশেষত গ্রীষ্মের মরশুমে তো এর কমফর্টেবিলিটি নিয়ে কোনও কথাই হবে না। ডে-পার্টি, নাইট আউটিং এমনকী অফিসেও পরতে পারেন।

তবে হ্যাঁ, যদি ভাবেন অফিসে কুলোট্স পরবেন, সেক্ষেত্রে ফর্ম্যাল লুক সম্পন্ন কুলোট্স-ই বাছুন, সঙ্গে ফর্ম্যাল টপও। ফর্ম্যাল লুকের জন্য মোনোক্রোম্যাটিক কালার ট্রাই করতে পারেন। গরমে পাতলা শ্রাগ আর শীতে  টপের উপর ব্লেজার পরতে পারেন। ব্লেজার আর কুলোট্স-এর কম্বিনেশন– শুনতে একটু খটোমটো লাগলেও এটি আপনাকে স্টাইলিশ প্রফেশনাল লুক দেবে।

বলিউডে কুলোট্স-এর জাদু

‘পিকু’ ছবিতে দীপিকা পাডুকোনকে বেশ কয়েকটা সিনে কুলোট্স পরতে দেখা গিয়েছিল। তখন কুলোট্স-এর সঙ্গে নি-লেন্থ কুর্তিগুলিকেই পেয়ার করার ট্রেন্ড ছিল। কিন্তু এখন ট্রেন্ডটা খানিক বদলেছে।  ‘শানদার’ ছবির প্রমোশন-এ আলিয়া ভট্ট- কুলোটস পরতে দেখা  গিয়েছিল সম্পূর্ণ ফর্ম্যাল ভাবে। তখন থেকেই বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেছে।

বিভিন্ন ইভেন্ট-এ বলিউডের অন্যান্য অভিনেত্রীদেরও কুলোটস পরতে দেখা গেছে। এয়ারপোর্ট ড্রেস হিসেবেও কুলোটস –এর দারুণ কদর অভিনেত্রীদের কাছে৷ একটি ফোটো-শুটে সোনম কপূর-কেও দেখা গিয়েছিল কমিক প্রিন্ট কুলোট্স প্যান্টে। কিন্তু বিশিষ্ট কয়েকজন ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এটি নবতম সংযোজন বলে মেনে নিতে নারাজ। তাদের মতে সত্তর-এর দশকেও নাকি কুলোটস পরার চল ছিল। এটা শুধু মাত্র নতুন লুক আর স্টাইল নিয়ে ফিরে আসা।

ইতিহাস

ফ্রান্সে হেনরির শাসনকালে কুলোটস বেশ জনপ্রিয় ছিল। এর পরে ভিক্টোরিয়ান যুগে যখন মহিলাদের পোশাক-আশাক নিয়ে, বিশেষত প্যান্টকে পরিধান হিসাবে বাছার স্বতন্ত্র অধিকার নিয়ে দরবার চলছিল, তখন ডিভাইডেড স্কার্ট-এর মতোই এই কুলোট প্যান্টগুলির প্রচলন হয়। সেদিন থেকে আজ পর্যন্ত ডিজাইন, প্যাটার্ন, স্টাইল– সবকিছুতেই বিস্তর পরিবর্তন হয়েছে। ফ্যাশন দুনিয়ায় গত বছর থেকেই কুলোটস হট লিস্টে রয়েছে।

খেয়াল রাখবেন

  • উচ্চতায় একটু খাটো মহিলারা অ্যাংকেল লেংথ কুলোটস-ই বাছুন নিজের জন্য। কুলোটস পরার সময় চেষ্টা করুন হাই হিল পরতে।
  • লম্বা মহিলাদের জন্য বটম ফ্লেয়ার কুলোটস আর ছিপছিপে চেহারার মহিলাদের জন্য মিড লেংথ কুলোটস একেবারে পারফেক্ট।
  • যদি আপনার ওয়ার্ডরোবে কালো রঙের কুলোটস থেকে থাকে তাহলে হোয়াইট ট্যাঙ্ক টপ বা হোয়াইট জাম্পার-এর সাথে পরুন। এই কম্বিনেশন আপনাকে ট্রেন্ডি লুক দেবে।
  • প্রিন্টেড কুলোটস-এর সঙ্গে কখনও, প্রিন্টেড টপ পরবেন না। বরং একরঙা টপ ভালো যাবে।
  • ড্রেসিং সেন্স থাকাটা ভীষণ জরুরি। সঙ্গে ক্যারি করার কনফিডেন্সটাও মাথায় রাখতে হবে।
আরো গল্প পড়তে ক্লিক করুন...