একটি সমীক্ষা অনুযায়ী (৪২টি প্রশ্নের উপর করা সমীক্ষা) ৪৭ শতাংশ অভিভাবক প্রতিদিনই বাচ্চাকে কম করে ১৫ মিনিট নিজের স্মার্টফোন নিয়ে খেলার অনুমতি দিয়ে থাকেন। এছাড়াও আইপ্যাড, ল্যাপটপ ইত্যাদি নিয়ে বাচ্চাদের ব্যস্ততা এখন আগের থেকে অনেক বেশি, কারণ পরিস্থিতি তাদের গ্যাজেটস-এর উপর নির্ভরশীল করে তুলেছে।

এখন হাইটেক-এর জমানা। মোবাইলের বা এই ধরনের ইলেক্ট্রনিক গ্যাজেটস-এর একটা বোতাম টিপলেই এখন সবকিছু হাতের মুঠোয়। এর সঙ্গে যোগ হয়েছে বাচ্চাদের ক্রমাগত বাড়তে থাকা কম্পিউটার ও মোবাইলের সঙ্গে সংযোগ। বাচ্চাদের অ্যাক্টিভিটি, পড়াশোনা সবই চলছে অনলাইএন। এই পরিস্থিতিতে বাচ্চাকে মোবাইল বা গ্যাজেটস থেকে দূরে রাখা কিছুতেই সম্ভব নয়।

এখন এমন সময় এসেছে যে ২ বছরের বাচ্চাও টাচ্ স্ক্রিন ফোন চালাচ্ছে, লক খুলে ফেলছে, ক্যামেরা দিয়ে ছবিও তুলছে। সমীক্ষা অনুযায়ী মা-বাবাই বাচ্চার হাতে নিজেদের মোবাইল গুঁজে দিচ্ছেন, কম করে ১৫ মিনিট হলেও।

৬২ শতাংশ অভিভাবকেরা জানালেন, তারা বাচ্চাদের জন্য নতুন অ্যাপস-ও ডাউনলোড করে দেন। ১০ জনের মধ্যে ৯ জন অভিভাবকদের মতে ছোটো থেকেই বাচ্চারা ফোন সোয়াইপ করতে শিখে যায়। অন্তত ৫ জনের মতে তাদের বাচ্চারা ফোন আনলক করতেও পারে। অনেকেই আবার বললেন, বাচ্চারা ফোনের অন্যান্য ফিচারগুলিও খুঁজে বার করার চেষ্টা করে।

গ্যাজেটস-এর জন্য স্বাস্থ্যের ক্ষতি

মাইকেল কোহেন গ্রুপ দ্বারা করা একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে টিনএজার্স-রা মোবাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করে। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকার কারণে স্থলতার সমস্যা তাদের মধ্যে বাড়ছে। এছাড়াও আইপ্যাড, ল্যাপটপ এসবে সারাদিন চোখ রেখে বসে থাকার কারণে, শোয়ার কোনও নির্দিষ্ট সময় নেই। শারীরিকের সঙ্গে সঙ্গে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। মোবাইল, কম্পিউটারে যে ধরনের সার্চ করে থাকে বাচ্চারা সেটার সোজাসুজি এফেক্ট পড়ে বাচ্চাদের মস্তিষ্কে, ওদের চিন্তাধারায়।

এছাড়াও এগুলির অত্যধিক ব্যবহারের অভ্যাস বাচ্চাকে সাইবার বুলিং-এর শিকারও করে তুলতে পারে। চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (CRY) দিল্লিতে এনসিআর-এর ৬৩০ জন কিশোরকে নিয়ে একটি সার্ভে কনডাক্ট করেছে যেখানে দেখা গেছে প্রায় ৯.২ শতাংশ কিশোর-কিশোরী সাইবার বুলিং-এর শিকার হয়েছে, যার মধ্যে অনেকেই নিজের মা-বাবাকে কিছু বলে উঠতে পারেনি।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...