ক্রপ টপের পর এবার ক্রপ প্যান্ট-এও বাজার ছেয়ে গেছে। এই ক্রপ প্যান্টের আবার একটা পোশাকি নামও রয়েছে ‘কুলোটস্। এক সময়ে হাই এন্ড ফ্যাশন ছিল হল ডিভাইডেড স্কার্ট। বেশ কিছু ভারতীয় স্কুলে ইউনিফর্ম হিসাবে ডিভাইডেড স্কার্ট বাছা হতো মেয়েদের জন্য। প্র্যাক্টিক্যালি দেখতে গেলে এটি স্কার্ট-এরই রূপান্তর মাত্র। টিপিকাল ড্রেস-এর বাইরে বেরিয়ে চেহারায় একটু চটক আনা। এর বিশেষত্ব এই যে, এটি রোগা,  স্থূলকায়, বেঁটে– যে-কোনও বডি টাইপের জন্যই বেশ মানানসই। বর্তমানে ফ্যাশন ট্রেন্ড-এর একদম উপর সারিতে এটির অবস্থান।

পোশাক-আশাকের ব্যাপারে অনেকেই ভীষণ চুজি বা খুঁতখুতে। এটা পরলে মানাবে তো, নাকি বেঢপ লাগবে, এরকম দোটানায় থাকেন অনেকেই। অথচ ফ্যাশনের সঙ্গে গা ভাসানোর অদম্য ইচ্ছে। যদি হালফ্যাশনের সঙ্গে নিজেকে আপডেটেড রাখতে চান, তাহলে দ্বিধা না করে এগিয়ে আসুন। পছন্দ অনুযায়ী কিনে ফেলুন এই ট্রেন্ডি পোশাক।

প্রিন্টেড-এর পরিবর্তে সিংগল ডার্ক কালার বাছতে পারেন। যেমন– কালো, নীল বা গমরঙ। অ্যাংকেল লেংথ এই পোশাকগুলি পরলে,খারাপ লাগবে না আপনাকে।

কোন ড্রেস-এর সঙ্গে পরবেন কুলোটস্

যে-কোনও ড্রেসের সঙ্গেই পেয়ার করতে পারেন। এটা সম্পূর্ণভাবেই আপনার উপর নির্ভর করবে আপনি নিজেকে কোন লুকে দেখতে পছন্দ করবেন। উদাহরণ স্বরূপ, আপনি যদি হাই-ওয়েস্ট কুলোট্স বাছেন সেক্ষেত্রে যে-কোনও স্টাইলিশ ক্রপ-টপ দারুণ যাবে। আবার যদি লো-ওয়েস্ট অ্যাংকেল লেংথ পরবেন ঠিক করেন, তাহলে নি-লেংথ কুর্তির সঙ্গে ভালো মানাবে। একটু লং কুর্তির সঙ্গে পরলে, ওয়েস্টার্ন আর ফিউশন ড্রেস-এর সমন্বয় আপনার লুক-এ একটা আলাদা মাত্রা যোগ করবে।

চাইলে পছন্দসই এ-লাইন স্কার্ট-এর মতো কুলোট্সও ওয়ার্ডরোবে রাখতে পারেন। ফর্ম্যাল বা স্টাইলিশ যে-কোনও ড্রেসের সঙ্গে এই কুলোটগুলো পেয়ার করতে পারেন। স্টোন্স আর সুন্দর নকশা তোলা জুয়েলড্ টপও কুলোট্স-এর সঙ্গে স্টাইলআপ করে দেখতে পারেন, একটা আনুষ্ঠানিক লুক আসবে।

কখন, কোথায়?

কুলোটস যে শুধুমাত্র আপনাকে স্টাইলিশ লুক দেয় তা নয়, এটা কমফর্টেবলও বটে। এই কারণেই যে-কোনও জায়গাতে খুব সহজেই এটিকে ক্যারি করা যায়। বিশেষত গ্রীষ্মের মরশুমে তো এর কমফর্টেবিলিটি নিয়ে কোনও কথাই হবে না। ডে-পার্টি, নাইট আউটিং এমনকী অফিসেও পরতে পারেন।

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...