আমার বয়ফ্রেন্ড মনে করে আমার ভ্যাজাইনার প্রবেশদ্বার ঢিলে হয়ে গেছে। অথচ আমি কোনও সন্তানেরও জন্ম দিইনি। এদিকে আমার বান্ধবীর সমস্যা Sexual problems হল ও কোনও ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে আড়ষ্টতা বোধ করে।

আমার বয়স ২৫ বছর। আমি এখনও অবিবাহিত রয়েছি। ৪ বছর আগে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়। দুবছর আমাদের সম্পর্ক ঠিকঠাকই ছিল। কিন্তু এখন আমি অপর একটি ছেলেকে ভালোবাসি। এখনকার এই ছেলেটির মনে হয় আমার ভ্যাজাইনার প্রবেশদ্বার ঢিলে হয়ে গেছে Sexual problems। আমি কোনও সন্তানেরও জন্ম দিইনি। তাহলে আমি কীভাবে ভ্যাজাইনার প্রবেশদ্বার টাইট করতে পারব?

আমার নিজের সমস্যা ছাড়াও আমার প্রিয় বান্ধবীরও একটা সমস্যা দ্যাখা দিয়েছে, বলতে পারেন ওর সমস্যাটা আমার সমস্যার বিপরীতধর্মী। ওর বয়স ২৬ বছর। সেক্সে ওর কোনও ইন্টারেস্ট নেই। ও একটি ছেলেকে ভালোবাসে কিন্তু ওর সঙ্গে কখনও শারীরিক সম্পর্কে জড়ায়নি। নিয়মিত গর্ভনিরোধক পিলস্ খায় কিন্তু আশ্চর্য, তা সত্ত্বেও শারীরিক সম্পর্ক বানাতে আড়ষ্টতা বোধ করে। কী করলে ওর এই সমস্যার সমাধান হতে পারে?

 এটা এমনকিছু সমস্যা নয়। তবে সন্তান প্রসব করলেই যে ভ্যাজাইনা লুজ হতে পারে, এটা ভ্রান্ত ধারণা। অনেক সময় শারীরিক গঠনপ্রণালী এর জন্য দায়ী থাকে। তবে চিকিৎসকের পরামর্শমতো সুস্থ-স্বাভাবিক জীবনশৈলী এবং সঠিক ডায়েট চার্ট মেইনটেন করলে, এটা অনেকাংশে ঠিক হয়ে যায়।

অতিরিক্ত শারীরিক সম্পর্ক স্থাপন করলে ভ্যাজাইনা লুজ হয়ে যেতে পারে। এটির টাইট-ভাব ফিরিয়ে আনতে আপনাকে ব্যায়াম করতে হবে। ব্যায়ামে যদি সমাধান না হয় তাহলে সার্জারি করানোই বাঞ্ছনীয়। আপনাকে কোনও গাইনিকোলজিস্টই সাহায্য করতে পারবেন। তবে এ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান।

আপনি বান্ধবীর সমস্যা নিয়েও চিন্তিত লিখেছেন। বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়াতে আপনার বান্ধবী ভয় পাচ্ছেন। এর কারণ তিনি হয়তো প্রেগনেন্ট হয়ে পড়ার ভয় পাচ্ছেন। অথবা এটাকে অনৈতিক বলে স্বীকার করেন। অনেক সময় অতিরিক্ত পরিমাণে গর্ভনিরোধক পিল খেলেও সেক্সের Sexual problems প্রতি ইচ্ছা কমতে থাকে। আর এটা বুঝতে পারছি না, আপনার বান্ধবী যদি কারও-র সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন না-ই করেন, তাহলে পিল খাচ্ছেন কেন? আপনার উচিত, ওনাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এর চিকিৎসা করতে বলা।

 

আরো গল্প পড়তে ক্লিক করুন...