আপনার স্বামী যদি ভালো প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করতে না পেরে থাকেন তাহলে এটাও জেনে রাখবেন, স্বামী থাকতে, আপনার প্রেমিকও দ্বিতীয় স্বামী কখনও হতে পারবেন না।
আমি ৩২ বছর বয়সি এক গৃহবধূ, এক সন্তানের মা। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে খুব মিলমিশ রয়েছে এবং আমরা দুজনেই একে অপরের খুব খেয়াল রাখি। আমার স্বামী মানুষ হিসাবেও খুবই ভালো। আমার কোনও কিছু অভাব রাখেন না। বলতে পারেন, না চাইতেই সবকিছু হাতের কাছে পেয়ে যাই। কিন্তু এতকিছু সত্ত্বেও কিছুদিন ধরে আমি অন্য একটি পুরুষের প্রতি আকর্ষণ বোধ করছি এবং আমরা শারীরিক ভাবেও বহুবার মিলিত হয়েছি। এই সম্পর্কটায় আমি খুবই তৃপ্ত বোধ করছি। সমস্যা হচ্ছে, আমি স্বামীর সঙ্গে সঙ্গে আমার প্রেমিককেও কাছে চাই, কোনও ভাবেই তাকে হারাতে চাই না। এখন আমি কি করব?
আমি একটাই উত্তর দিতে পারি, যখন নিজের বাগানের ফুলের প্রতি মানুষের আকর্ষণ ফুরিয়ে যায়, তখনই একমাত্র অন্যের বাগানের ফুল ভালো লাগতে শুরু করে। আপনার জন্য আমার পরামর্শ হল আপাতত নিজের বাগানের প্রতি যত্নবান হন। পারলে চেষ্টা করুন, যাতে বাগান আরও আকর্ষণীয় হয়। আপনার স্বামী যদি ভালো প্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করতে না পেরে থাকেন তাহলে এটাও জেনে রাখবেন, স্বামী থাকতে, আপনার প্রেমিকও দ্বিতীয় স্বামী কখনও হতে পারবেন না। বিবাহের পর অপর কারও সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া মানে যে-কোনও মুহূর্তে আপনার দাম্পত্য জীবন ভেঙে গুঁড়িয়ে যেতে পারে।
দাম্পত্য জীবন একটা পর্যায়ের পর সবারই হয়তো একঘেয়ে ঠেকে৷ এর কারণ দাম্পত্যে দিনে দিনে প্রেম তার কৌমার্য হারায়৷ সংসারের চাপে দায়িত্ব বাড়ে৷ ফলে স্বামী-স্ত্রী দুদণ্ড বসে যে কিছু অনুরাগের মুহূর্ত কাটাবেন , সে অবকাশ থাকে না৷ স্বামীরা কাজে ডুব দিয়ে প্রায়শই ভুলে যান স্ত্রীয়ের একাকিত্বের কথা৷ এই ফাঁক দিয়েই ঢুকে পড়েন তৃতীয়জন৷
ভালো হয়, আগুন নিয়ে খেলা না করে আপনি এই অবৈধ সম্পর্ক-টা থেকে বেরিয়ে আসুন। স্বামীর প্রতি অনুগত থাকুন। নিজের সুখ-দুঃখ স্বামীর সঙ্গে ভাগ করে নিন, দেখবেন আপনাদের বৈবাহিক সম্পর্ক আরও মজবুত হবে। পরিশেষে একটা কথা মনে রাখবেন, আপনি এক সন্তানের জননী। ফলে সন্তানের প্রতিও আপনার দায়বদ্ধতা এবং দায়িত্ব রয়েছে।