আধুনিক সময়ে ব্যস্ততা, ছোটাছুটি, দুরন্ত গতিশীল জীবনশৈলী এসব কিছুরই খারাপ প্রভাব পড়ে ত্বকে। যার ফলে ত্বকে নানাধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে সবথেকে কমন সমস্যা হল ব্রণ। ব্রণ নিরাময়ে জন্য আমরা সাধারণত নানা উপায় অবলম্বন করি।

Pimples থেকে মুক্তি পেতে আমরা বহুরকমের ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি উপকারের বদলে ত্বকের ক্ষতি করে বেশি। আমরা সাধারণত যে-টয়লেট সাবান ব্যবহার করি সেটি ব্রণর জন্য ক্ষতিকারক তো বটেই, এমনকী ব্রণর সমস্যা বেড়ে যাওয়ার জন্যও দায়ী।

ব্রণর নিরাময়ে সাবান কেন কার্যকরী নয়?

মুখে যদি ব্রণ হয়ে থাকে তাহলে সাধারণ টয়লেট সাবান ব্যবহার করলে ব্রণর ক্ষতি হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। সারা শরীরের থেকে আমাদের মুখের ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে। সাবান মুখের পিএইচ লেভেল-কে প্রভাবিত করে, যার ফলে ত্বক আরও বেশি রুক্ষ দেখতে লাগে। মুখ যখন বেশি ড্রাই হয়ে যায়, তখন এটি ত্বকের অয়েল গ্ল্যান্ডগুলিকে সক্রিয় করে তোলে। এর ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেটি ব্রণর সমস্যা বাড়িয়ে তোলে, সেই ব্যাকটেরিয়া ত্বককে প্রভাবিত করে ব্রণর সমস্যা আরও বাড়িয়ে দেয়। সুতরাং এই ক্ষেত্রে সোপ-ফ্রি ফেসওয়াশ বা ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করা বাঞ্ছনীয়, যেগুলি Pimples-এর কোনওরকম ক্ষতি করবে না অথবা সমস্যা আরও বাড়িয়ে তুলবে না। সবথেকে বেশি ব্যবহৃত হিমালয়া পিউরিফাইং নিম ফেসওয়াশ সম্পূর্ণ সাবানমুক্ত, তাই এটি ব্রণর উপর ক্ষতিকারক প্রভাব পড়তে দেয় না।

সোপ-ফ্রি ফেসওয়াশ ব্রণ রোধ করতে কীভাবে সাহায্য করে?

সোপ-ফ্রি ভালো নামি ব্র‌্যান্ডের ফেসওয়াশ ত্বকের নোংরা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে মুখের ব্রণ দূর করতেও সহায়তা করে। নিম, হলুদ, মধু ইত্যাদি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ আযুর্বেদিক ফেসওয়াশ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়বার ক্ষমতা রাখে, ফলে ব্রণর সমস্যা রোধ করা সম্ভব হয়। সুতরাং পরিষ্কার এবং ব্রণ ও দাগহীন মুখের সৌন্দর্য পেতে হলে সোপ-ফ্রি ফেসওয়াশ ব্যবহার শুরু করার এটাই সঠিক সময়।

আরো গল্প পড়তে ক্লিক করুন...