জন্ম থেকে মৃত্যু এই সফরপথে সবচেয়ে বেশি সময় জুড়ে থাকে দাম্পত্য জীবনযাপন। আর এই দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে, আবেগের যে-ক’টি সুচনা-পর্ব আছে, তারমধ্যে ওয়েডিং রিং প্রাপ্তি অন্যতম। হিরে বসানো সুন্দর একটি ওয়েডিং রিং মুহূর্তে যেমন মন জিতে নেবে, ঠিক তেমনই স্মরণীয় হয়ে থাকবে ভালোবাসার মুহূর্ত। তাছাড়া, ভালোবাসা, সুখ এবং শক্তির প্রতীক—হিরে। জীবনের বিশেষ মুহূর্তগুলিকেও মনে করিয়ে দেয় এই রত্ন। এমনকি মহামারী চলাকালীন, লোকেরা তাদের প্রিয়জনের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনও করছে হিরেকে মাধ্যম করে।
বহু শতাব্দী ধরে চিরন্তন প্রেম এবং প্রতিশ্রুতির সর্বজনীন প্রতীক হিসাবে ব্যাপকভাবে পরিচিত হিরে। এছাড়া হিরের ব্যবহার নারী-পুরুষ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গল্প বলে।
হিরে—এই রত্নটির উজ্জ্বলতা এবং বিরলতা ছাড়াও, একটি অনন্য গুণ রয়েছে, যা পরিধানকারীকে সর্বদা মনে করিয়ে দেয় যে, সে কী অর্জন করেছে এবং সে প্রিয়জনের সঙ্গে কতটা ভালোবাসার সম্পর্কে বাঁধা। ‘ডি বিয়ার্স ফরএভারমার্ক’-এর এক্সপার্ট-দের মতে, ‘প্রাকৃতিক, বিরল এবং সুন্দর হিরের চাহিদা বাড়ছে। অর্থাৎ, মহামারী পরবর্তী সময়েও হিরের তাৎপর্য অটুট। বিশেষকরে ওয়েডিং সেরিমোনি-তে ডায়মন্ড রিং দিতে বেশি পছন্দ করছেন বেশিরভাগ হবু বররা। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে, ওয়েডিং রিং প্রাপ্তির সময় থেকেই শুরু হবে ভালোলাগার আবেশ এবং দাম্পত্যের সাফল্যের ভিত শক্ত করবে। কিন্তু হিরেযুক্ত মূল্যবান ওয়েডিং রিং কেনার আগে বিচার-বিবেচনা জরুরি। এবিষয়ে De Beers Forevermark-এর এক্সপার্ট-রা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।
মৌলিক বিষয়
প্রতিটি হিরের বৈশিষ্ট্যের বর্ণনা করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, তা হল—‘4C’ অর্থাৎ কাট, কালার, ক্যারেট এবং ক্ল্যারিটি। এই উপাদানগুলির সংমিশ্রণ একটি হিরের জাত নির্ধারণ করে।
মূল্যায়ণ
রঙঃ রংধনুর সব রঙেই প্রাকৃতিকভাবে হিরে পাওয়া যায়। সাধারণত, বিরল বর্ণহীন হিরেকে ‘বর্ণহীন’ থেকে হালকা রঙে গ্রেড করা হয়।এটা সর্বজনীন অর্থাৎ সাদা থেকে আভাযুক্ত রং-এ রূপ দেওয়া হয়। একটি হিরের আংটি কেনার সময়, সেটিং এবং ধাতু বিবেচনা করুন এবং রঙের উপর জোর দিন। নিশ্চিত করুন যে, আপনি হিরের গহনাগুলি ব্যবহার করে দেখতে পারেন। প্রথমে সাবধানে হিরেটিকে আপনার হাতের উপরে রাখুন এবং ভালো ভাবে লক্ষ্য করুন উজ্জ্বলতার দিকটি। যদি নজরকাড়া উজ্জ্বলতা লক্ষ্য করেন, তবেই নির্বাচণ করুন।
ক্যারেটঃ ওজনের একটি পরিমাপ হল ক্যারেট। এক ক্যারেট (1 Ct) সমান ০.২০ গ্রাম এবং ১০০ তে বিভক্ত পয়েন্ট বা সেন্ট। আর অর্ধেক ক্যারেট ০.৫০Ct হিরেকে ৫০ পয়েন্ট/সেন্ট হিসাবে বর্ণনা করা যেতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, একটি হিরের মূল্য শুধুমাত্র ক্যারেট-এর উপর নির্ভর করে না, কাটিং, রং এবং স্বচ্ছতার উপরও নির্ভর করে। যেমন, একটি হিরে বড়ো দেখাতে পারে যদি তার কাটিং সেভাবে করা হয়। ‘ডি বিয়ার্স ফরএভারমার্ক’-এ পাওয়া যায় অগভীর কাটা হিরে ০.১০ ক্যারেটের পরে।
কাটঃ কাট বলতে হিরের আকৃতি বোঝায়। বৃত্তাকার, ডিম্বাকৃতি, মার্কুইস, নাশপাতি, পান্না সবচেয়ে পরিচিত কিছু কাটিং। একটি হিরেকে অবশ্যই কোণ এবং মাত্রার খুব নির্দিষ্ট প্যারামিটারে কাটাতে হয় এবং পলিশ ও ফিনিশে গুরুত্ব দিতে হয়। প্রতিটি ‘ডি বিয়ার্স ফরএভারমার্ক’ হিরের কাটিং মান খুবই ভালো হয়। হিরে বেছে নেওয়ার সময়, এটিকে আলোর দিকে ধরে রাখুন এবং আলো কীভাবে চারপাশে ছড়াচ্ছে, তা দেখুন। এটি রংধনুর রং প্রতিফলিত করা উচিত এবং হিরের প্রাকৃতিক উজ্জ্বলতা প্রদর্শন করা উচিত। জুয়েলার্স যদি আপনাকে বিভিন্ন কাট এবং আকার দেখাতে পারে তাহলে ভালো। কারণ, আপনি একটি ভালো মানের হিরে তখনই নির্বাচন করতে পারবেন যদি বিভিন্ন আকারের হিরে পাশাপাশি রেখে তুলনা করে নির্বাচন করেন।
স্বচ্ছতাঃ প্রকৃতি নিশ্চিত করে যে, প্রতিটি হিরে পরিধানকারীর মতোই অনন্য। স্বচ্ছতা হিরের বিশুদ্ধতা প্রমাণ করে।
সার্টিফিকেশন- মনে রাখবেন, ডায়মন্ড গ্রেডিং রিপোর্ট একটি সঠিক মূল্যায়ন প্রদান করে। বিশেষ ভাবে পরিকল্পিত হলোগ্রামের উপর খোদাই করা চিহ্ন আশ্বাস প্রদান করে যে, ডায়মন্ড গ্রেডিং রিপোর্ট বৈধ এবং আসল। আর হিরে কেনার সময় যেমন উজ্জ্বলতা ছিল, তা যদি কেনার পরেও দীর্ঘদিন অবিচল থাকে, তবেই তা খাঁটি।