জন্ম থেকে মৃত্যু এই সফরপথে সবচেয়ে বেশি সময় জুড়ে থাকে দাম্পত্য জীবনযাপন। আর এই দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে, আবেগের যে-ক’টি সুচনা-পর্ব আছে, তারমধ্যে ওয়েডিং রিং প্রাপ্তি অন্যতম। হিরে বসানো সুন্দর একটি ওয়েডিং রিং মুহূর্তে যেমন মন জিতে নেবে, ঠিক তেমনই স্মরণীয় হয়ে থাকবে ভালোবাসার মুহূর্ত। তাছাড়া, ভালোবাসা, সুখ এবং শক্তির প্রতীক—হিরে। জীবনের বিশেষ মুহূর্তগুলিকেও মনে করিয়ে দেয় এই রত্ন। এমনকি মহামারী চলাকালীন, লোকেরা তাদের প্রিয়জনের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনও করছে হিরেকে মাধ্যম করে।
বহু শতাব্দী ধরে চিরন্তন প্রেম এবং প্রতিশ্রুতির সর্বজনীন প্রতীক হিসাবে ব্যাপকভাবে পরিচিত হিরে। এছাড়া হিরের ব্যবহার নারী-পুরুষ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গল্প বলে।
হিরে—এই রত্নটির উজ্জ্বলতা এবং বিরলতা ছাড়াও, একটি অনন্য গুণ রয়েছে, যা পরিধানকারীকে সর্বদা মনে করিয়ে দেয় যে, সে কী অর্জন করেছে এবং সে প্রিয়জনের সঙ্গে কতটা ভালোবাসার সম্পর্কে বাঁধা। ‘ডি বিয়ার্স ফরএভারমার্ক’-এর এক্সপার্ট-দের মতে, 'প্রাকৃতিক, বিরল এবং সুন্দর হিরের চাহিদা বাড়ছে। অর্থাৎ, মহামারী পরবর্তী সময়েও হিরের তাৎপর্য অটুট। বিশেষকরে ওয়েডিং সেরিমোনি-তে ডায়মন্ড রিং দিতে বেশি পছন্দ করছেন বেশিরভাগ হবু বররা। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে, ওয়েডিং রিং প্রাপ্তির সময় থেকেই শুরু হবে ভালোলাগার আবেশ এবং দাম্পত্যের সাফল্যের ভিত শক্ত করবে। কিন্তু হিরেযুক্ত মূল্যবান ওয়েডিং রিং কেনার আগে বিচার-বিবেচনা জরুরি। এবিষয়ে De Beers Forevermark-এর এক্সপার্ট-রা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।
মৌলিক বিষয়
প্রতিটি হিরের বৈশিষ্ট্যের বর্ণনা করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, তা হল---‘4C’ অর্থাৎ কাট, কালার, ক্যারেট এবং ক্ল্যারিটি। এই উপাদানগুলির সংমিশ্রণ একটি হিরের জাত নির্ধারণ করে।
মূল্যায়ণ
রঙঃ রংধনুর সব রঙেই প্রাকৃতিকভাবে হিরে পাওয়া যায়। সাধারণত, বিরল বর্ণহীন হিরেকে ‘বর্ণহীন’ থেকে হালকা রঙে গ্রেড করা হয়।এটা সর্বজনীন অর্থাৎ সাদা থেকে আভাযুক্ত রং-এ রূপ দেওয়া হয়। একটি হিরের আংটি কেনার সময়, সেটিং এবং ধাতু বিবেচনা করুন এবং রঙের উপর জোর দিন। নিশ্চিত করুন যে, আপনি হিরের গহনাগুলি ব্যবহার করে দেখতে পারেন। প্রথমে সাবধানে হিরেটিকে আপনার হাতের উপরে রাখুন এবং ভালো ভাবে লক্ষ্য করুন উজ্জ্বলতার দিকটি। যদি নজরকাড়া উজ্জ্বলতা লক্ষ্য করেন, তবেই নির্বাচণ করুন।