অনেকের অ্যাটিটিউড দেখে মনে হয়, তারা অলওয়েজ ‘কুল’। হবেই তো, ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে যে নিজেকে বহতা স্রোতে ভাসাতে পেরেছে, তার পক্ষে বিন্দাস বা কুল থাকা কোনও ব্যাপারই না। আজকের কলেজ-কন্যারা এমনই সব ফুরফুরে স্টাইলিশ পোশাকে সাজিয়ে তুলছেন নিজেদের। হেভি ড্রেসেজ, জাংক জুয়েলারিকে বিদায় জানিয়ে– এই দাবদাহে সকলেই হয়ে উঠতে চাইছেন হালকাফুলকা রঙিন প্রজাপতির মতো ছটফটে আর সাবলীল।
ফ্যাশনে এখন ইন নানা ধরনের হালকা ফ্যাব্রিকের স্কার্ট। কলেজের ক্যাজুয়াল সাজ বা বাড়িতে আড্ডার পোশাক হিসাবে এই আউটফিটের জুড়ি নেই। ওয়ার্ডরোবে রাখুন রংবিরঙ্গি স্কার্টস আর তার সঙ্গে মানানসই হালফিল ডিজাইনের নানা রঙের টপ্স। কেনার আগে শুধু জেনে নিন, কোনটা এখন হট আর কোনটা আউট অফ ফ্যাশন।
শর্ট অ্যান্ড লং স্কার্ট্স
শর্ট স্কার্ট্স-এর অ্যাপিল আর লং স্কার্ট্স-এর রহস্য বুঝি কখনওই ফুরোবার নয়। তাই পার্টি-ওয়্যার হিসাবে বেছে নিন শর্ট অ্যাপিলিং স্কাট্স। আর কুল ক্যাজুয়াল ডেইলিওয়্যার হিসাবে লং স্কাট্স। শিফন, বা সামার কুল, স্কার্টের ফ্যাব্রিক যাই হোক না কেন, রং যেন উজ্জ্বল হয়। অ্যানিম্যাল প্রিন্ট্স, গুজরাতি প্রিন্ট্স বা ফ্রিলড্ স্কার্ট– যেটাই পরুন না কেন, উপরের টপ-টি যেন মানানসই হয়।
জিন্স আউট অফ ফ্যাশন
একটা সময় ডেনিমের স্কার্টের দারুণ কদর ছিল। এখন সেটা একেবারেই আউট অফ ফ্যাশন হয়ে গেছে। শিফন আর কটন এখন ডেনিমের পরিবর্ত হয়ে উঠেছে। কলকাতার গরমে পরার পক্ষে উপযুক্ত ফ্যাব্রিক হওয়ায়, শিফন বা ক্রেপ এখন দারুণ জনপ্রিয়।
ম্যাচিং
কন্ট্রাস্ট ম্যাচিং এখন ইন। টপ যদি প্লেন কালারের হয়, স্কার্টে বড়ো মোটিফ বা ফ্লোরাল ডিজাইন ভালো মানাবে। স্কার্ট যদি ফ্রিল্ড বা ফ্লোয়িং ধরনের হয়, স্লিভলেস বা স্প্যাগেটি স্ট্র্যাপ বডি হাগিং টপ বেছে নিন।
অফিস, কলেজ বা ঘরোয়া পার্টি– অকেশন যা-ই হোক, স্কার্ট-এর নির্বাচন করুন বুদ্ধিমত্তার সঙ্গে। কারণ আপনার ব্যক্তিত্বের অনেকটাই নির্ভর করে আপনি কোন পোশাক, কোথায়, কীভাবে ক্যারি করছেন তার উপর। এমব্রয়ডারি স্কাট্স-এর মধ্যে এক ধরনের আভিজাত্য আছে, যেটা সম্ভ্রান্ত পার্টিতেও বেশ মানিয়ে যায়।