যাদের শ্রম এবং সৃজনশীলতা উৎসবপ্রেমী মানুষদের আনন্দ দেয়, সেইসব সৃজনশীল নায়করা বেশীরভাগ-ই থাকেন প্রচারের আড়ালে। তাদের সমস্ত ভালোলাগা কিংবা তৃপ্তি মিটে যায় সৃষ্টির সময়কালে। আর দুঃখের বিষয় হল এই যে, সৃজনশীলতার কাজ শেষ হলে তাদের জীবন আবার হয়ে ওঠে গতানুগতিক। তাদের চাওয়া-পাওয়া, সুখ-দুঃখের খবর সেভাবে কেউ রাখে না বললেই চলে। কিন্তু মানুষ যেহেতু মনে-মনেই বেশিটা বাঁচে এবং সর্ব্বোপরি শিল্পীরা যেহেতু অনুপ্রণিত হন কৃতিত্বের স্বীকৃতি পেলে, তাই তাদেরকে সম্মানিত করা অবশ্যই এক মহৎ উদ্দোগ নিঃসন্দেহে। আর সেই বিশেষ উদ্দোগটি এবার নিয়েছে ‘সিকা ইন্ডিয়া’। যাদের কারিগরি কৃতিত্বে উৎসব সৃজনশীল রূপ পায়, সেইসব অচেনা মুখগুলিকে প্রচারের আলোয় আনতে এবং উৎসাহিত করতে ‘শ্রেষ্ঠ শারদ করিগরি সম্মান’ প্রদানের আয়োজন করা হয়েছে এবার এই সংস্থার পক্ষ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, শারদোৎসবকে ইতিমধ্যে-ই মানবতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবকে নিয়ে তাই আপামর জনগনের উন্মাদনা বাড়ছে। তাছাড়া, দীর্ঘ দু’বছর পর মহামারীর থেকে মুক্তি পেয়ে এবার যেন এই শারদোৎসবকে নিয়ে মানুষের উতসাহ-উদ্দীপনা দ্বিগুন হয়ে উঠছে। আর এসব মাথায় রেখেই এবার এই উৎসবকে আরও সার্থক করে তোলার বিশেষ উদ্দোগ নেওয়া হয়েছে।

শিল্পী, প্যান্ডেল নির্মাতারা এবং অন্যরা যারা আমাদের সবচেয়ে প্রিয় উৎসবটিকে সার্থক করতে কয়েক মাস ধরে আড়ালে কাজ করে চলেন, সেইসব উপেক্ষিত নায়কদের মুখেও এবাব দেখা যাবে হাসির ঝিলিক। তবে শুধু আনুষ্ঠানিক সম্মান ও স্বীকৃতি প্রদান-ই নয়, উৎসব উপলক্ষ্যে তাদের জন্য এক অভিনব উদ্দোগ নেওয়া হয়েছে। মঞ্চে তুলে তাদের যেমন পরিচয় ও সম্মান প্রদান করা হবে, ঠিক তেমন-ই এই শহরের একটি স্টার হোটেলে তাদের একরাত্রি রাখা হবে এবং সারাদিন সফর করানো হবে শহরে। এই কারিগরদের তালিকায় যেমন আছেন প্রতিমা শিল্পীরা, ঠিক তেমন-ই আছেন প্যান্ডেল নির্মাতারা। শুধু তাই নয়, ঢাকি এবং পূজারিদেরও যোগ করা হয়েছে এই তালিকায়। তাই নিঃসন্দেহে বলা যায় এ এক অভিনব উদ্দোগ এবং এতে শিল্পী এবং কারিগররা অনুপ্রাণিত হবেন। শুধু তাই নয়, তারা আর নিজেদের উপেক্ষিত মনে করবেন না এবং আগামী দিনে আরও সৃজনশীল হয়ে উঠবেন বলে মনে করেন এই সম্মানপ্রদান উদ্দোগ গ্রহনের উদ্দোক্তারা। প্রসঙ্গত উল্লেখ্য, এই স্বীকৃতি প্রদান উদ্দোগের নাম রাখা হয়েছে ‘কারিগরের কেরামতি’।

আরো গল্প পড়তে ক্লিক করুন...