বিনোদনের অন্যতম সেরা মাধ্যম অবশ্যই সিনেমা এবং এই সেরা মাধ্যমের উৎসবকে সফল করে তোলা অবশ্যই এক বড়ো চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, একই বছরে দু’বার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদযাপন করার উদ্যোগ নিয়ে নজির গড়তে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি। আসলে, করোনার কারণে বিগত দু’বছর উৎসব উদযাপনের রুটিন-এর যে হেরফের হয়েছিল, তা আবার চেনা ছন্দে ফিরিয়ে আনার জন্যই এবার একই বছরে দু’বার উৎসব উদযাপনের এই উদ্যোগ। উল্লেখ্য, চলতি বছরের পয়লা মে শেষ হয়েছিল সাতাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এবার আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ১৫ ডিসেম্বর এবং এই উৎসব শেষ হবে ২২ ডিসেম্বর ২০২২।
কলকাতা বইমেলা যেমন বিশেষ আন্তর্জাতিক তকমা পেয়েছে, ঠিক তেমনই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বিশেষ স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম-এর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিলম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন।
প্রতি বছরের মতো এবারও উৎসব শুরুর আগে শিশির মঞ্চে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উৎসবের লোগো, ফ্লায়ার এবং রয়াল বেঙ্গল ট্রফি লঞ্চ ছাড়াও, আনুষ্ঠানিক ভাবে জানানো হয় খুঁটিনাটি বিষয়ে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী বিরবাহা হাঁসদা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া, রুক্মিণ মৈত্র,সুদেষ্ণা রায় প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর-এ উৎসবের আনুষ্ঠানিক উদবোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়াও, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেতা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায়, গায়ক অরিজিৎ সিং, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এ দেখানো হবে এবারের উৎসবের উদবোধনী ছবি ‘অভিমান’। হৃষিকেষ মুখোপাধ্যায় পরিচালিত এই হিন্দি ছবিটিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, আশরানি, বিন্দু এবং ডেভিড।
এবারের উৎসব যে অনেকটা অমিতাভ-ময় হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ, অমিতাভ বচ্চন রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হবে তাঁর অভিনয়ে সমৃদ্ধ ৯টি ছবি। এছাড়া, গগনেন্দ্র প্রদর্শশালা এবং নজরুল তীর্থ-এ চলবে অমিতাভ বচ্চন-কে নিয়ে বিশেষ প্রদর্শনী। অবশ্য শুধু অমিতাভ বচ্চন-ই নয়, জঁ লুক গদার-কে নিয়েও বিশেষ প্রদর্শনী চলবে নন্দন ফয়ার এবং নজরুল তীর্থ-এ।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মোট ১৭৮টি ছবি। এরমধ্যে ১২০টি ফিচার ফিলম এবং শর্ট ও ডকুমেন্টারি মিলে আরও ৫৮টি ছবি। নন্দন এক, দুই, তিন এবং রবীন্দ্র সদন ছাড়াও, কলকাতার মোট ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এই ছবিগুলি।
ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে দেখানো হবে ১৪টি ছবি, ন্যাশনাল কম্পিটিশন বিভাগে দেখানো হবে ১৪টি ছবি, এশিয়ান সিলেক্ট বিভাগে দেখানো হবে ৮টি ছবি। এছাড়া ২০টি শর্ট ফিলম এবং ১০টি ডকুমেন্টারি ফিলম প্রদর্শিত হবে এবারের উৎসবে। বাংলা প্যানোরমা বিভাগে দেখানো হবে সাতটি ছবি। এবার বিশেষ তালিকায় রয়েছে ক্রীড়াকেন্দ্রিক ছবি কোনি, চকদে ইন্ডিয়া, মেরি কম, ভাগ মিলখা ভাগ প্রভৃতি। থাকছে কিম কি দুক-এর ছবিও। বাংলাদেশের ছবি ‘হাওয়া’ প্রদর্শিত হবে নন্দন এক প্রেক্ষাগৃহে। দেখানো হবে আদিবাসি ভাষার সাতটি ছবি। স্পেশাল ট্রিবিউট বিভাগে দেখানো হবে তরুন মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিবকুমার শর্মা এবং অ্যাঞ্জেলা ল্যান্ডসবুরি-র ছবি। সেন্টেনারি ট্রিবিউট বিভাগে শ্রদ্ধা নিবেদন করা হবে অ্যালেন রেসনাইজ, পিয়ার পাওলো পাসোলিম, মাইকেল ক্যাকোয়ানিস, দিলীপ কুমার, অসিত সেন, হৃষিকেষ মুখোপাধ্যায়, ভারতি দেবী, কে আসিফ এবং আলি আকবর খান-কে। সংস্কৃত, কুরমালি এবং রাজবংশী ভাষার ছবিও দেখানো হবে এবারের উৎসবে।
এবার পরিচালক সুধীর মিশ্র পরিবেশন করবেন সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার। চলচ্চিত্রের ইমেজ নিয়ে বক্তব্য রাখবেন সুদীপ চট্টোপাধ্যায় এবং ভারতীয় চলচ্চিত্র নিয়ে বক্তব্য রাখবেন ইন্দ্রনীল চক্রবর্তী। সিনেমার ভাষা নিয়েও থাকবে একটি আলোচনা সভা। এতে অংশ নেবেন সুমন, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। এছাড়া, ছবি নিয়ে বিভিন্ন আলোচনা চলবে একতারা মঞ্চে। এবার উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। ওইদিন সেরা ছবির জন্য তুলে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি এবং ক্যাশ প্রাইজ। এছাড়াও, বিভিন্ন বিভাগে থাকছে আরও অনেক পুরস্কার।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মোট ৪২টি দেশের ছবি। সবমিলে বলা যায়, বিশ্ব মিলবে ছবির মেলায়।