আগেই ‘সুপারহিট’ ছবির খেতাব পেয়েছে, এবার বছরের তৃতীয় হিন্দি ছবি হিসাবে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করতে সফল হল ‘দৃশ্যম ২’ ছবিটি। গত ১৮ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘Drishyam 2’। জনপ্রিয় Thriller Film  যে সাফল্যের সঙ্গে রিমেক করা সম্ভব, তা প্রমাণ করে দিলেন Ajay Devgan। অজয় দেবগণের ‘দৃশ্যম ২’-এর হাত ধরে বড়ো সাফল্যের মুখ দেখলো বলিউড। ট্রেড অ্যানালিস্টদের তথ্য বলছে, আপতত বিশ্বব্যাপী বক্স অফিসে এই ছবির সামগ্রিক আয় ৩০৩ কোটি টাকা।

‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি), ‘দ্য কাশ্মীর ফাইলস’ (৩৪১ কোটি)-এর পর, বছরের সবচেয়ে বাণিজ্য-সফল অজয় দেবগণের এই ছবি, ‘দৃশ্যম ২’। মূলত দেশের বক্স অফিসেই চাঞ্চল্য ফেলে বড়ো অংশের আয় করেছে ছবিটি। বিদেশে এই ছবির কালেকশন মাত্র ৫২ কোটি টাকা। শুধু তাই নয়, মুক্তির পর একমাস অতিক্রম করে গেছে, এখনও সিনেমা হলে ভালো ব্যবসা করছে ‘দৃশ্যম ২’। যদিও আগামী দিনে হলিউড ছবি ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর মুক্তির জেরে কতটা ব্যহত হবে এই ছবির ব্যবসা, তা এখনই বলা যাচ্ছে না৷

এবার একটু অনুসন্ধান করে দেখা যাক কী এই ছবির সাফল্যের কারণ৷ ২০১৫ সালে মুক্তি পাওয়া দৃশ্যম ছিল একটি সুপার হিট ছবি, সাসপেন্স-থ্রিলারটি এই মর্মে শেষ হয়েছিল যেখানে, অজয় দেবগনের চরিত্রটি তাবু এবং রজত কাপুরের সামনে পরোক্ষভাবে অপরাধ স্বীকার করেছে৷ এই ধরনের এন্ডিং স্বভাবতই দর্শকদের আরও কৌতূহলী করে তোলে, এরপর কী? আর এই প্রশ্নের উত্তরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে দৃশ্যম ২।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল মোহনলাল অভিনীত মালায়ালি ‘দৃশ্যম ২’ ছবিটি । ছবির হিন্দি ভার্সনের প্রেক্ষাপটও কমবেশি একই। কিন্তু অজয় দেবগণ  ও অক্ষয় খন্নার দ্বৈরথ এই ছবিকে অন্যমাত্রা দিয়েছে। ছবির উপরি পাওনা চিত্রনাট্যকারের চরিত্রে সৌরভ শুক্লার উপস্থিতি, সঙ্গে আবারও তাবু-ম্যাজিক ।

ছবিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা মিলেছে অজয়ের। সাত বছর আগে বিজয়ের বড়ো মেয়ের হাতে খুন হয় আইজি মীরা দেশমুখ (তাবু)-এর ছেলে। পুরোনো সেই কেসের তদন্তে ফের নামে গোয়া পুলিশ। এবার দায়িত্বে নতুন আইজি, অক্ষয় খন্না। দৃশ্যম-এ তাবুকে দর্শকরা নৈতিক চরিত্রে বলিয়ান, দৃঢ় মনোবল ও অসহায় মা হিসাবে দেখেছিলেন, যিনি দুর্দান্ত পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও ছেলেকে খোঁজার জন্য মরিয়া মায়ের চরিত্রায়নে সফল। অক্ষয় খন্নার চরিত্র এখানে কিছুটা হলেও আলাদা তাবুর থেকে। তাবু এবং তাঁর ব্যবসায়ী স্বামী মহেশ দেশমুখ শোকার্ত মা-বাবা হিসাবে ফিরে এসেছেন সিক্যুয়েলে। তাঁদের ভূমিকা সীমিত, কিন্তু তাবু যতক্ষণ পর্দায় ছিলেন দাপিয়ে অভিনয় করে গেছেন৷ বলা চলে অজয় দেবগণের পাশাপাশি তাঁর উপস্থিতিও জোরদার ছিল।
Hindi film Drishyam 2

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...