ব্যতিক্রমী অভিনেতা হিসেবেই আযুষ্মানের খ্যাতি। সবসময় বিষয় নির্ভর ছবির হিরো হিসেবেই দর্শকদের মন জয় করে এসেছেন। তিনি নিজের অভিনয় জীবনে বিশেষ করে মেন চলচ্চিত্রগুলিকে বেছেছেন যেগুলি সাধারণ বক্স অফিস সিনেমার থেকে বেশ কিছুটা আলাদা। তাঁর অভিনয়ের দক্ষতার জোরে এবং ছবিগুলির ভালো চিত্রনাট্য হওয়ার সুবাদে সেগুলির স্থান হয়েছে দর্শকদের মনে। প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, সবরকম চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

২০১২-তে ভিকি ডোনার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আযুষ্মানের প্রবেশ। এরপর শুভ মঙ্গল সাবধান, অন্ধাধুন, ড্রিম গার্ল, বালা, আর্টিকেল ১৫, বাধাই হো ইত্যাদি ব্যতিক্রমী গল্প নিয়ে তৈরি ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন এবং প্রতিবারই সুপার হিট-এর তকমা লেগেছে তাঁর ঝুলিতে। পেয়েছেন জাতীয় পুরস্কারও।

আযুষ্মানের নতুন ছবি ‘An Action Hero’। অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই ছবিটা পুরো তৈরি হয়েছে বলিউডের মসালা সিনেমার আদলে। সিনেমায় আযুষ্মানের অ্যাকশন হিরো হয়ে ওঠার প্রচেষ্টা প্রশংসনীয় হলেও সমগ্র সিনেমাটি দেখে দর্শকদের কাছে তিনি কিছুটা হাসির খোরাক হয়ে থাকলেও খুব একটা আশ্চর্য হবার নয়।

আযুষ্মান খুরানা এবং জয়দীপ আহলাওয়াত এই ছবির দুটি কেন্দ্রীয় চরিত্র। ছবির উপস্থাপনার দায়িত্বে রয়েছেন গুলশন কুমারের টি সিরিজ এবং আনন্দ এল রাই।

ছবিতে ব্যস্ত সুপারস্টার এর ভূমিকায় রয়েছেন আযুষ্মান। ছবির গল্প কিছুটা এরকম। পলিটিক্যাল কোনও ব্যক্তির জীবনের উপর ছবি তৈরি এবং সেখানে অভিনয় করাটা আযুষ্মান ওরফে মানবের একেবারেই পছন্দ নয়। অথচ ভাগ্যের ফেরে শুটিং স্পটে দুর্ঘটনাবশত মানবের ধাক্কায় পড়ে গিয়ে হরিয়ানার দাপুটে নেতা ভুরাব ভাইয়ের মৃত্যু হয়। ভুরার চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছাড়ে মানব। বিদেশেও পিছু করে ভুরা। বিড়াল-ইঁদুরের এই দৌড় খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে হয়নি। মনে হয়েছে ছবিটাকে বাড়াবার উদ্দেশ্যেই অযাচিত অ্যাকশন রাখা হয়েছে। নয়তো অত বড় একজন সুপারস্টার পালিয়ে না গিয়ে আইনের দ্বারস্থ কেন হলেন না?

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...