বিয়ের দিনে সবার নজর কাড়তে এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে আপনার পোশাক এবং মেক-আপ হোক চিত্রতারকাদের মতো। আপনাকে সাহায্য করতে তুলে ধরা হচ্ছে বলিউড সেলেবদের ওয়েডিং লুকস-এর খুঁটিনাটি।
ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই অন্যতম পোশাক হিসাবে বিবেচিত হয় শাড়ি এবং লেহেঙ্গা চোলি। বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষ্যে এই পোশাক পরলে আপনি যেমন ঐতিহ্য বজায় রাখতে পারবেন, ঠিক তেমনই ভিন রাজ্যের সংস্কৃতির প্রতি আপনার সংবেদনশীল মানসিকতার পরিচয়ও বহন করবে। তবে ভারতীয় নারীরা কোনও বিশেষ অনুষ্ঠানে পরার জন্য শাড়িকেই রাখেন প্রথম পছন্দের তালিকায়। আর উপলক্ষ্য যদি বিয়ে হয়, তাহলে তো কথা-ই নেই— শাড়ি মাস্ট। অবশ্য যে-সব যুবতিদের বিবাহ আসন্ন তারা তাদের পোশাক নিয়ে কিংবা ব্রাইডাল লুকস নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন এটাই স্বাভাবিক। আপনাদের গাইড করতে এখানে তুলে ধরা হচ্ছে ভারতীয় কুস্তিগীর পায়েল এবং সংগ্রাম সিং-এর বিয়ের সাজ-পোশাক বা ওয়েডিং লুকস।
পায়েল রোহাতগি
প্রায় ১২ বছরের প্রেমপর্বের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পায়েল এবং ভারতীয় কুস্তিগীর সংগ্রাম সিং। বিয়ের অনুষ্ঠানের জন্য পায়েল এবং সংগ্রাম বেছে নিয়েছিলেন আগ্রা শহরকে। আগ্রা-র জেপি প্যালেস-এ সাতপাকে বাঁধা পড়েছিলেন পায়েল এবং সংগ্রাম। প্রায় ১২ বছরের সম্পর্ককে পূর্ণতা দিতে পেরে দু’জনেই খুব খুশি ছিলেন। আর ঠিক এই কারণে ওঁরা মহা ধূমধামে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বিয়ের দিন পায়েল পরেছিলেন লাল রং-এর লেহেঙ্গা এবং তাঁকে দেখতে দারুণ লাগছিল।
নাকে নথ, সিঁথিতে টিকলি, কপালে টিপ, হাতে চুড়ি পরে সবার নজর কেড়েছিলেন পায়েল। বিয়ের দিন পায়েল যেমন লাল রং- এর লেহেঙ্গাতে সেজেছিলেন, ঠিক তেমনই সংগ্রামের পরনে ছিল উজ্জ্বল আইভরি রং-এর শেরওয়ানি এবং সিল্ক চুড়িদার প্যান্ট।
আসলে পায়েল এবং সংগ্রামের প্রেম-কাহিনি কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। পায়েল মা হতে পারবেন না বলে সংগ্রামকে বলেছিলেন অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু সংগ্রাম পায়েলের কথা শোনেননি, তিনি তাঁদের দীর্ঘ ১২ বছরের প্রেমকে বিয়েতে সম্পূর্ণতা দিয়েছিলেন। তাই বিয়ের যাবতীয় অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে গুরুত্ব দিয়েছিলেন বিয়ের সাজ পোশাককেও। তবে পায়েল লাইট মেক-আপ পছন্দ করেন বলে তিনি তাঁর মেক-আপ আর্টিস্ট চন্দন ভাটিয়াকে সেই রকমই নির্দেশ দিয়েছিলেন। তাই পায়েলের লিপস্টিকও ছিল ক্লাসিক রেড। শুধু তাই নয়, পায়েলের পোশাক এবং মেক-আপের সঙ্গে ম্যাচ করে সংগ্রামও নিজেকে সাজিয়েছিলেন নিখুঁত ভাবে। দিল্লি এবং আহমেদাবাদের দু’জন ডিজাইনার ছিলেন পায়েল এবং সংগ্রামের পোশাক পরিকল্পনায়।
বিয়ের দিন পায়েল তাঁর ঠাকুমার দেওয়া ট্র্যাডিশনাল গয়না পরেছিলেন। হেভি ওয়েট-এর ওই সোনার অলংকারে দারুণ মানিয়েছিল পায়েলকে। তবে গায়ে হলুদের সময় পায়েল পরেছিলেন হলুদ রং-এর লেহেঙ্গা। সব মিলে বলা যায়, পায়েলের ওয়েডিং লুক সত্যিই স্পেশাল হয়ে উঠেছিল।