ফুসফুসের ক্যান্সারের স্ক্রিনিং-এর বিষয়ে যোগাযোগ ও সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষকরে, জনসংখ্যার যে অংশ বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য। কারণ, ভারতে ৮.১%  মৃত্যু ঘটে ফুসফুসের ক্যান্সার থেকে এবং সব ধরনের ক্যান্সারের মধ্যে ৫.৯% হল ফুসফুসের ক্যান্সার। তাই, ভারতের প্রথম ‘লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম’-এর সূচনা করেছে অ্যাপোলো ক্যান্সার সেন্টার। এই আর্লি স্ক্রিনিং আরও সুফল দেবে এবং বেঁচে যাওয়ার হারও বাড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিতসকেরা।

ক্যান্সারের গবেষণার জন্য আন্তর্জাতিক এজেন্সি-র (আইএআরসি) তৈরী করা ‘গ্লোবক্যান ২০২০’–র আনুমানিক হিসাব দেখায় যে, ক্যন্সারজনিত মৃত্যুর কারণগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ফুফুসের ক্যান্সার, যেখানে ২০২০ সালে এই রোগের ফলে বিশ্বে প্রায় ১.৮ মিলিয়ন (১৮%) মৃত্যু ঘটেছে।

‘লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম’ সেইসব ব্যক্তিদের উপর লক্ষ্য স্থাপন করে, যাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।  যেমন: (i) ৫০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে থাকা লোকেরা, (ii) অ্যাসিম্পটোম্যাটিক (ফুসফুসের ক্যান্সারের কোনও চিহ্ন বা উপসর্গ না থাকা), (iii) ধূমপান করার উল্লেখযোগ্য ইতিহাস থাকা লোকেরা এবং (iv) পরিবারের ফুসফুসের ক্যান্সারের ইতিহাস আছে এমন লোকেরা।

টোমোগ্রাফি-র (এলডিসিটি) মাধ্যমে আর্লি স্ক্রিনিং সহায়তা করতে পারে এবং বেঁচে যাওয়ার হার উল্লেখযোগ্য ভাবে উন্নত করতে পারে। তবুও বেশি ঝুঁকিতে থাকা প্রায় ৮০% ব্যক্তিরা কখনও তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে স্ক্রিনিংয়ের কথা আলোচনা করেন না।

অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতার সিনিয়ার কনসালটেন্ট পালমোনোলজি, ডা. অশোক সেনগুপ্ত জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী মারাত্মক ক্যান্সারগুলির মধ্যে অন্যতম হল ফুসফুসের ক্যান্সার, কিন্তু আর্লি স্ক্রিনিং করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ‘লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম’-এর মাধ্যমে, আমাদের লক্ষ্য হল– গোড়াতেই বেশি ঝুঁকিতে থাকা লোকেদের সনাক্ত করা।’

এই লাং-লাইফ স্ক্রিনিং করা হবে কম-ডোজের উন্নত সিটি প্রযুক্তি ব্যবহার করে। কারণ, এটা নিখুঁতভাবে রোগনির্ণয়ের সম্ভাবনা সর্বাধিক করার পাশাপাশি, রেডিয়েশনের মাত্রা ন্যূনতম করে। এই প্রোগ্রামটি বিশেষ ভাবে সেইসব ব্যক্তিদের জন্য প্রভাব ফেলে, যারা অতীতে ধূমপান করেছেন বা এখনও করছেন, প্যাসিভ স্মোকিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের পরিবারের ফুসফুসের ক্যান্সারের ইতিহাস রয়েছে।

অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতার রেডিওলজির কনসালটেন্ট  ডা. রেশমি চাঁদ জানিয়েছেন, ‘অ্যাপোলো ক্যান্সার সেন্টারের ‘লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম’-এর সূচনাকে ভারতে ফুসফুসের ক্যান্সারের আশঙ্কাজনক ভাবে বেড়ে ওঠা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এই সুদূরপ্রসারী স্ক্রিনিং প্রোগ্রামের সঙ্গে, আর্লি স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছে। কারণ এই পর্যায়েই কার্যকর চিকিৎসা ও আরোগ্যলাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। এই প্রোগ্রাম-এ কম-ডোজের অত্যাধুনিক সিটি স্ক্যানকে উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে ব্যবহার করা হয়, তবে এই সিটি স্ক্যান প্রযুক্তি সত্ত্বেও রোগীর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি, সঠিকভাবে যাতে রোগনির্ণয় করা হয়, সেটাও নিশ্চিত করা।’

অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতার মেডিকেল অঙ্কোলজির ডিরেক্টর ডা. পি.এন. মহাপাত্র জানিয়েছেন, ‘ফুসফুসের ক্যান্সার হল নিরব ঘাতক।এই রোগ প্রায়ই এমন সময় ধরা পড়ে, যখন তা অনেকটা বেড়ে গেছে।  তাই, আর্লি স্ক্রিনিং একটি  গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম’-এর সঙ্গে, অ্যাপোলো ক্যান্সার সেন্টার ফুসফুসের ক্যান্সারের পরিচর্যায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই প্রোগ্রাম প্রাথমিক পর্যায়েই নিখুঁতভাবে রোগনির্ণয় ও রোগী-কেন্দ্রিক পরিচর্যাকে একসঙ্গে নিয়ে এসেছে, যা বেঁচে যাওয়ার হার উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে।’

অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতার মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর, ডা. সুরিন্দর সিং ভাটিয়া জানিয়েছেন, ‘আমরা ভারতের মধ্যে সর্বপ্রথম লাং-লাইফ স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পেরে গর্বিত। এটা একটা যুগান্তকারী উদ্যোগ, যা অঙ্কোলজি বিভাগকে উন্নত করবে। আমাদের লক্ষ্য শুধু জীবন বাঁচানোই নয়, বরং জনগনকে স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান প্রদান করা।’

আরো গল্প পড়তে ক্লিক করুন...