‘কৃত্রিম বুদ্ধিমত্তা’-র (AI) যুগে বদলে গেছে ভালোবাসা-র সংজ্ঞা। এখন প্রেম-ভালোবাসা আর নীরবে হয় না বললেই চলে। সবকিছুই এখন উদযাপিত হয় আনুষ্ঠানিক ভাবে। অন্তত ‘প্রেম দিবস’ বা ‘ভ্যালেন্টাইনস ডে’ তো তাই প্রমাণ করে। তাই এই প্রেম দিবসে গোলাপ ফুলের চাহিদা যেমন বাড়বে, ঠিক তেমনই হই-হুল্লোড়ের মধ্যে দিয়ে দিন-রাত মেতে উঠবেন প্রেমিক-প্রেমিকারা। খানাপিনা-র পাশাপাশি নাচে-গানে উপভোগ্য করে তোলার প্রয়াস জারি থাকবে দিন-রাত।
বলা বাহুল্য, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই আসছে সেই প্রেমের দিন কিংবা বলা যায় প্রেম উদযাপনের দিন—‘ভ্যালেন্টাইনস্ ডে’। ১৪ ফেব্রুয়ারি তরুণ-তরুণীরা মেতে উঠবেন ভালোবাসা-র উৎসবে। আর ঠিক তার আগেই তৈরি হয়ে যাবে প্রেমের উপযুক্ত আবহ। অর্থাৎ, প্রেম-দিবসকে উপলক্ষ্য করে, ৯ ফেব্রুয়ারি সংগীত-মুখরিত হবে কলকাতা।
আসলে, প্রেম-দিবসের প্রাক্কালে কলকাতা শহরকে গানে-গানে ভালোবাসায় ভরিয়ে দিতে আসছেন রোমান্টিক কণ্ঠের বাদশা সোনু নিগম। তিনি তাঁর কণ্ঠের মিষ্টতা ছড়িয়ে দেবেন ‘অ্যাকুয়াটিকা’-র মঞ্চে। সোনুর গানের সুন্দর এই অনুষ্ঠানটির আয়োজক ‘বেঙ্গল ওয়েব সলিউশন’ এবং ‘হোয়াইট লাইট ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেড’।
নব্বইয়ের দশকে হিন্দি, বাংলা তথা ভারতীয় আরও নানা ভাষায় গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নেওয়া শিল্পী সোনু নিগম-কে ‘অ্যাকুয়াটিকা’-র মঞ্চে লাইভ পারফর্ম করতে দেখবেন জেনে নিশ্চয়ই খুশি হবেন প্রেমিক-প্রেমিকারা কিংবা বলা যায় সোনুর ভক্তরা।
এদিকে বসন্তও জাগ্রত দ্বারে। আর সেই বসন্তের প্রেম দিবসের সন্ধ্যায় শ্রোতাদের মনকে পলাশ ফুলের রঙের মতো রাঙিয়ে দিতে আসছেন বলে এক ভিডিয়োবার্তায় নিজেই জানিয়েছেন সোনু নিগম। অতএব, সোনুর তরফ থেকে কলকাতাবাসী উপহার পাবেন তাদের ভালোলাগা গানের ডালি।
উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে সমসাময়িক বিভিন্ন সংগীত পরিচালকের সুরে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সোনু নিগম। অনু মালিক, যতীন – ললিত, আনন্দ-মিলিন্দ, এআররহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় সহ আরও অনেক সংগীত পরিচালকের সুরে গান গেয়ে ধারাবাহিক সাফল্য পেয়েছেন সোনু নিগম। বিনিময়ে ভারত সরকারের থেকে পেয়েছেন ‘পদ্মশ্রী’ সম্মান। মহম্মদ রফির অনুরাগী সোনুকে তাঁর যথার্থ উত্তরসূরিও বলা যায়।
আয়োজক সংস্থা ‘বেঙ্গল ওয়েব সলিউশন’-এর পক্ষ থেকে প্রশান্ত সরকার জানিয়েছেন, ‘এরকম খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে কলকাতায় হয়েছে বলে জানা নেই। এখনও পর্যন্ত ভালো সাড়া পাচ্ছি সোনুর ভক্তদের থেকে। কিছু দিন আর বাকি, আশা করছি ভালো দর্শক হবে।’ অন্যদিকে, আরও এক আয়োজক সংস্থা ‘হোয়াইট লাইট ক্রিয়েশনস’-এর আবীরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘শহর কলকাতার শ্রোতারা সোনুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হালকা শীতের আমেজ গায়ে মেখে, সোনু তাঁর সুরের জাদুর জাল বুনবেন।’ আর যাঁকে নিয়ে এতো কথা হচ্ছে, সেই সোনু নিগম স্বয়ং একেবারে বাংলায় জানালেন, ‘এবার আপনাদের ডাকে আমি আসছি ৯ ফেব্রুয়ারি ‘অ্যাকুয়াটিকা’-য়, দেখা হবে বন্ধুরা।’