হিরে বসানো সুন্দর একটি অলংকার যেমন মন জিতে নেবে, ঠিক তেমনই স্মরণীয় করে রাখবে ভালোবাসার মুহূর্ত।  বলা বাহুল্য, ভালোবাসা, সুখ এবং শক্তির প্রতীক—হিরে। জীবনের বিশেষ মুহূর্তগুলিকেও মনে করিয়ে দেয় এই রত্ন। তাই,বহু শতাব্দী ধরে চিরন্তন প্রেম এবং প্রতিশ্রুতির সর্বজনীন প্রতীক হিসাবে ব্যাপক ভাবে পরিচিত হয়ে আছে  হিরে। এছাড়া হিরের ব্যবহার নারী-পুরুষ প্রত্যেকের ব্যক্তিগত জীবনের গল্প বলে। আসলে, হিরে—এই রত্নটির উজ্জ্বলতা এবং বিরলতা ছাড়াও, একটি অনন্য গুণ রয়েছে, যা পরিধানকারীকে সর্বদা মনে করিয়ে দেয় যে, সে কী অর্জন করেছে এবং সে প্রিয়জনের সঙ্গে কতটা ভালোবাসার সম্পর্কে বাঁধা।

ফ্যাশনেবল পোশাকের সঙ্গে হিরের অলংকারেও নিজেকে মেলে ধরা যায় দারুণ ভাবে। আর নিজের সৌন্দর্যকে সঠিক ভাবে তুলে ধরতে পারা মানেই কিন্তু ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্যকে লালন করা।  এই কথা মাথায় রেখেই হয়তো হিরের অলংকারে শোভিত হয়ে আত্ম-প্রেম জাগিয়ে তুললেন একঝাঁক মডেল। আসলে, ডিকেএস স্পোর্টস কমপ্লেক্স-এ, ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ লঞ্চ করল 'গ্লিটেরিয়া - এভরিডে ডায়মন্ডস ফর ইউ ' ব্র্যান্ড।

এদিন সন্ধ্যায় হিরের গয়নার আনুষ্ঠানিক লঞ্চ-এর আগে, আটজন মডেল ফ্যাশন শো-এ ব্র্যান্ড-এর এক্সক্লুসিভ ডিজাইনের হিরের গয়না পরে র‍্যাম্প-এ হাঁটেন। ফ্যাশন শো-এর তিনটি রাউন্ড ছিল। প্রতিটি রাউন্ড নারীদের কর্মজীবন, খেলাধুলা আর পার্টির জন্য নির্দিষ্ট করা হয়েছিল।

ফ্যাশন শো-এর শেষ পর্যায়ে ছিল বড়ো চমক! মডেলদের সঙ্গে পা মিলিয়ে, র‍্যাম্প-এ হেঁটে হিরের গয়নার নতুন ব্র্যান্ড সবার সামনে তুলে ধরেন ব্র্যান্ড-এর ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা। জনপ্রিয় দুই সংগীতশিল্পী সুজয় ভৌমিক ও সামান্থা, তাদের গানের সুরে ওই সন্ধ্যায় যোগ করেন অন্য মাত্রা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং ডিকেএস-এর সেক্রেটারি হিরন্ময় চট্টোপাধ্যায়। দুজনেই অনুষ্ঠানে নিজেদের বক্তব্য রাখেন। এছাড়া ছিলেন ডিকেএস ক্লাবের সদস্যরা এবং সাধারণ দর্শকরা।

প্রথমে পরীক্ষামূলক ভাবে হিরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনের বার্ষিক প্রদর্শনী হিসেবে 'গ্লিটেরিয়া'-র সূচনা হয়েছিল। এরপর এই উদ্যোগ সবার মনে জায়গা করে নেওয়ায়, গ্লিটেরিয়া-কে ‘এভরি ডে ডায়মন্ড জুয়েলারি’ ব্র্যান্ড হিসাবে লঞ্চ করতে উৎসাহিত হয়েছেন গয়না ব্র্যান্ড-এর কর্মকর্তারা। বিপনির ডিরেক্টর রূপক সাহা জানিয়েছেন, 'নারীর প্রতিদিনের মুহূর্তগুলো যাতে হিরের গয়নার সঙ্গে উজ্জ্বল দ্যূতিতে ভরে যায়, সেটা নিশ্চিত করছি।’

आगे की कहानी पढ़ने के लिए सब्सक्राइब करें

ডিজিটাল

(1 साल)
USD10
 
সাবস্ক্রাইব করুন

ডিজিটাল + 12 প্রিন্ট ম্যাগাজিন

(1 साल)
USD79
 
সাবস্ক্রাইব করুন
আরো গল্প পড়তে ক্লিক করুন...