লাগামছাড়া হলে তার শাস্তি তো পেতেই হবে। পুনে নিবাসী এক বিল্ডারের ছেলে হাতে মোটা টাকা আর ক্ষমতা পেয়ে কী করেছিল, তা একটি বড়ো দুর্ঘটনা-র পর সামনে আসে। পানশালায় আকণ্ঠ মদ্যপানের পর, দেড়-দু কোটি টাকার গাড়িতে চেপে, ঘন্টায় ২০০ কিলোমিটার-এর বেশি স্পিড তুলে, দুই বাইক আরোহীর সঙ্গে টক্কর দিতে গিয়ে, জেদের বশে ওই দুই বাইক আরোহীকে মেরে ফেলে বিল্ডারের ‘সুপুত্র’।
সবচেয়ে মজার বিষয় হল এই যে, বিল্ডারের বিগড়ে যাওয়া ওই নাবালক ‘সুপুত্র’-কে যখন জুভেনাইল জাস্টিস বোর্ড-এ বিচারকের সামনে উপস্থিত করা হল, বিচারক তখন ৩০০ শব্দের নোট দিয়ে ওই নাবালক ‘অপরাধী’-কে শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে দেন। তবে ছেলেটি মুক্তি পেলেও, সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে, বিচারক ছেলেটির বাবা, মা এবং পানশালার মালিককে গ্রেপ্তার করার নির্দেশ দেন পুলিশকে।
কিন্তু ভেবে দেখুন, সংবিধানে যদি এই সুযোগ না থাকত কিংবা বিচারক ব্যাতিক্রমী ভূমিকা না নিতেন, তাহলে হয়তো ধনী বাবা-র অর্থ কিংবা ক্ষমতাবলে পুরো বিষয়টি ধামাচাপা পড়ে যেত। আর প্রাণ হারানো বাইক-আরোহীর পরিবার হয়তো অসহায় ভাবে নিজেদের দুর্ভাগ্যকে দায়ী করত। কিন্তু সংবিধান অনুযায়ী বিচারক যে ব্যতিক্রমী রায় দিয়েছেন, তা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। নৈতিকতার আদর্শ এই উদাহরণকে সামনে রেখে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম— সর্বত্র আলোচিত হয়েছে বিষয়টি। এখনও এই ঘটনা বিচারাধীন, তবে আশা করা যায়, দোষীরা উপযুক্ত শাস্তি এবং উচিত শিক্ষা পাবে।
অবশ্য এক্ষেত্রে প্রশ্ন থেকে গেল একটি বিষয় নিয়ে— এই ঘটনায় ‘মূল অপরাধী’ নাবালকের বিল্ডার পিতার কোনও রাজনৈতিক যোগ ছিল না বলেই হয়তো আমজনতা আওয়াজ তুলতে পেরেছে এবং দোষীরা গ্রেপ্তার হয়েছে। কিন্তু যদি কোনও রাজনৈতিক প্রভাবশালীর ‘সুপুত্র’ এমন অপরাধ করে, তাহলে সেই সময়ও পাবলিক এভাবেই আওয়াজ তুলতে পারবে তো?
আরও একটি বিষয় ভাবিয়ে তুলেছে যে, একটি আনরেজিস্টার্ড দামী গাড়ি এক নাবালকের হাতে মা- বাবা কী করে তুলে দিলেন? আবার এই প্রশ্নও মনে জাগে যে, এক নাবালককে পানশালায় মদ্যপানের অনুমতি কীভাবে দেওয়া হল? এক্ষেত্রে গাড়িটি যেমন দুটি প্রাণ ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ গাড়িটি এক্ষেত্রে খুনের অস্ত্র আর এই অপরাধ সংগঠিত হতে দিয়েছেন যারা, ছেলেটির মা-বাবা এবং পানশালার মালিক প্রত্যক্ষ অপরাধ না করেও, বড়ো অপরাধী। অতএব, ভালো অভিভাবক হতে গেলে যেমন নৈতিক দায়িত্ব পালন করতে হবে, ঠিক তেমনই সুশাসনও জারি রাখতে হবে।