আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপর কলকাতার সিনেমাপ্রেমীরা মেতে উঠবেন চলচ্চিত্র উৎসবে। ২৮ নভেম্বর রবীন্দ্র সদনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে, আনুষ্ঠানিক ভাবে দেওয়া হল এবারের  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই তথ্য পরিবেশন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, কেআইএফএফ-এর ডিজি এবং আই অ্যান্ড সিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি সান্তনু বসু, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, কোয়েল মল্লিক, চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী প্রমুখ। এবারের ফেস্টিভ্যাল-এর চেয়ারম্যান গৌতম ঘোষ উপস্থিত থাকতে পারেননি সাংবাদিক সম্মেলনে।

জানানো হয়েছে, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৬ নভেম্বর এবং উৎসব শেষ হবে ১৩ নভেম্বর (২০২৫)। উদবোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়াম-এ। ৬ নভেম্বর বিকেল চারটের সময় এই উৎসবের সূচনা করা হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূচনা পর্বে আর কারা থাকবেন তা স্পষ্ট করে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে অভিনেতা শত্রুঘ্ন সিনহা, ‘শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পি, অভিনেত্রী শর্মিলা ঠাকুর প্রমুখ উপস্থিত থাকতে পারেন। সূচনা লগ্নে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়।

এবার উদবোধনী ছবি হিসাবে থাকছে ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সপ্তপদী’। অজয় কর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছায়া দেবী এবং ছবি বিশ্বাস। ২০২৫ সালে নির্মিত স্পোর্টস সিনেমাও থাকছে এবারের উৎসবে এবং থাকছে পরিবেশ বিষয়ক চারটি ছবি। ৩৫এমএম সেলুলয়েড ফিলম রাজা গুপ্ত-র ‘নয়নতারা’ দেখানো হবে শিশির মঞ্চে। ১৮৫টি ফিচার ফিলম ছাড়াও, স্বল্পদৈর্ঘ্য এবং তথ্যচিত্র মিলে থাকছে ৩০টি, অর্থাৎ ৩৭টি বিভাগে মোট ২১৫টি সিনেমা দেখানো হবে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মোট ১৮২৭টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে এই ছবিগুলি।

৩৯টি দেশের ১৮টি ভারতীয় ভাষার ছবি এবং ৩০টি বিদেশি ভাষার ছবির স্ক্রিনিং হবে এবারের উৎসবে। ফিচার ফিলম ১৩২টি, এরমধ্যে কম্পিটিশন বিভাগে থাকবে ৪৩টি ছবি এবং নন-কম্পিটিশন বিভাগে থাকবে ৮৯টি ছবি। এবারের ট্যাগলাইন ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কিছুটা আবেগের সুরে  ‘সুপার সাকসেস’-এর আশ্বাস দিলেন মন্ত্রী এবং সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন।

এবার জুরি মেম্বার হিসাবে থাকছেন কাজাকস্তান, কোরিয়া এবং ভারতীয় বিশিষ্ট পরিচালকরা। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি পোলান্ড। তাই, দেখানো হবে মোট ১৯টি পোলিস ফিলম।

ইনোভেশন ইন মুভিং ইমেজেস-এ ১৪টি ছবি, কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিলম ১৪টি, এশিয়ান সিলেক্ট নেট প্যাক অ্যাওয়ার্ড ৯টি, কম্পিটিশন ইন শর্ট ফিলমস ১৯টি, কম্পিটিশন ইন ডকুমেন্টরি ফিলম ১০টি, বেঙ্গলি প্যানোরমা বিভাগে থাকবে ৭টি ফিলম। ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটাগরিতে থাকছে অ্যাওয়ার্ড, বেস্ট ফিলম ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্রেস্টিজিয়াস রয়্যাল বেঙ্গল টাইগার গোল্ড ট্রফি এবং ক্যাশ প্রাইজ, বেস্ট ডিরেক্টর ইন ইন্টারন্যাশনাল কম্পিটিশন প্রেস্টিজিয়াস রয়্যাল বেঙ্গল টাইগার গোল্ডেন ট্রফি এবং ক্যাশ প্রাইজ, কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিলম হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি এবং ক্যাশ প্রাইজ, বেস্ট ডিরেক্টর ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিলম হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি এবং ক্যাশ প্রাইজ, সেইসঙ্গে বেস্ট শর্ট ফিলম এবং বেস্ট ডকুমেন্টরি ফিলম-এর জন্য বরাদ্দ রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি এবং ক্যাশ প্রাইজ। রেয়ার ল্যাঙ্গুয়েজেস ফিলমস স্ক্রিনিংও হবে এবারের উৎসবে।

মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এবার থাকছে ‘গানে গানে সিনেমা’ অর্থাৎ বিভিন্ন সিনেমার গান এবং আড্ডা চলবে মুক্ত মঞ্চে। লোকগান, রোমান্টিক গান, রাগাশ্রয়ী গান সহ বিভিন্ন আঙ্গিকের বিষয়ভিত্তিক গান গাইবেন বাংলার সংগীতশিল্পীরা। শিল্পীদের তালিকায় আছেন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতি রায়চৌধুরী(চট্টোপাধ্যায়), অরিন্দম গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, কবীর সুমন, ইন্দনীল সেন, অরিত্র দাশগুপ্ত, শুভঙ্কর ভাস্কর, নচিকেতা চক্রবর্তী, রূপংকর বাগচী প্রমুখ। সেইসঙ্গে রোমান্টিক গান গেয়ে শোনাবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মোট ২০টি ভেন্যুতে (উদবোধনী ছবি নিয়ে ২১টি ভেন্যু) দেখানো হবে উৎসবের সিনেমাগুলি। নন্দন ওয়ান, নন্দন টু, নন্দন থ্রি, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ ওয়ান, নজরুল তীর্থ টু, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন সল্টলেক, স্টার(বিনোদিনী থিয়েটার), এসএসআর গ্লোব সিনেমা, নিউ এম্পায়ার, নবীনা, এসএসআর অজন্তা সিনেমা, মেনকা, প্রাচী, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, মানি স্কোয়ার, এবং আইনক্স মেট্রো সিনেমা-য় সিনেমাগুলি দেখতে পারবেন দর্শকরা। আর প্রতি বছরের মতো এবারও থাকছে সিনে আড্ডা এবং প্রদর্শনী।

আরো গল্প পড়তে ক্লিক করুন...